
আসাসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আজকে হাজির হলাম নতুন এবং মজার একটা ট্রিক্স নিয়ে।
কোথাও লম্বা ভ্রমনে যাওয়ার জন্য ট্রাভেল ব্যাগ এর বিকল্প কোন কথাই ভাবা যায় না।নিজের ব্যাগের সিকিউরিটি এর জন্য আপনি অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করেন।সমস্যা শুরু এইখান থেকেই।কারন ট্যুর এ তো আর প্রতিদিন যান না।তাই ৬মাস বা ১বছর পর যখন কোথাও যাওয়ার কথা ভাবেন তখনই মাথার মগজ আউলাইয়া যায়।ইস!!!!পাসওয়ার্ডটা কী যেন দিছিলাম????
তখন যদি ঐ ব্যাগ নিয়ে কোন key Maker এর কাছে যাবেন উনি কমপক্ষে ২০০-৩০০টাকা চেয়ে বসবেন।আর অসময়ে গেলে তো কোন কথাই নাই।আর যদি কাজ করান তাহলে টাকা দেওয়ার সময় শুধু আফসোস করবেন যে,এই সিম্পল ২মিনিটের কাজের জন্য ২০০টাকা!!!!!!আর ভোগান্তি এর কথা না হয় বাদই দিলাম।
আমি চাইনা আপনিও আমার মত এইরকম আফসোস করেন।
এত কিছু লিখে হয়তো বোঝাতে পারব না।তাই ভিডিও রেকর্ড করে দিলাম। ভিডিওটি দেখে নিন।
এই টিউনটি প্রথম প্রকাশিত হয় Learning-Point.Website.Tk এই সাইটে।
আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাসক্রাইব করবেন।
ভুল হলে ক্ষমা করবেন।
আমি আলমামুন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Look, we are human, we make mistakes. I will gladly shout from the rooftops that I am not perfect. Nor will I ever be.
সুন্দর