উইন্ডোজ ইন্সটলের জন্য বুটেবল পেনড্রাইভ তৈরি (ভিডিও টিউন)

কম্পিউটারে উইন্ডোজ ইন্সটল করার ক্ষেত্রে অনেকেই বুটেবল পেনড্রাইভ ব্যবহার করে থাকেন নানা সুবিধার কারনে। আবার অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে হয় সিডি রম না থাকা বা নষ্ট থাকার কারনে। যারা নোটবুক ব্যবহার করেন তারা এ ব্যাপারটা ভাল করে জানেন। আজ তাইলে চলুন একটা বুটেবল পেনড্রাইভ তৈরি করে ফেলি কোন সফটওয়্যার ছাড়া শুধুমাত্র কমান্ড প্রম্পট ব্যবহার করে। আর এই পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ 7, 8, 8.1, 10 যেকোনটা ইন্সটল করতে পারবেন।

তার আগে বলে নেই এটা পেনড্রাইভ বুটেবল করার বিষয়ে এটা আমার দ্বিতীয় টিউন। আগেরবার টেক্সট টিউন করেছিলাম। কয়েকজন বলেছিলেন তারা ঠিকমত করতে পারছেন না। তাই এই ভিডিও টিউন তৈরি করা।

যা যা লাগবেঃ

১। একটা ৮ জিবি বা তার চেয়ে বড় পেনড্রাইভ

২। উইন্ডোজের একটা সিডি (উইন্ডোজ সিডির ফাইলগুলা থাকলেও হবে)।

৩। একটা কম্পিউটার।

 

সবকিছু রেডি থাকলে আর দেরি না করে ভিডিওটি দেখে ফেলুন। ভিডিও দেখা শেষে মতামত জানাতে ভুলবেন না।

 

ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=gJODcAGDfGo

 

কোন সমস্যা হলে জানাতে পারেন টিউমেন্টে অথবা যোগাযোগ করতে পারেন ফেসবুকে

ধন্যবাদ সবাইকে।

 

Level 0

আমি তোফায়েল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা সময় ছিল এই টিটিতে খুব সুন্দর করে সবকিছুর স্কিনশর্টসহ ধারাবাহিক বর্ণনা থাকত। আর এখন কিছু দিলেই বলে ভিডিও দেখেন। যত্তোসব। তাই এখন বলছি ………… আগে কী সুন্দর দিন কাটাইতাম!