
কথা দিয়েছিলাম ইউটিউবের কিছু এডভান্স বিষয় নিয়ে লিখব। শুরুতেই পরিষ্কার ধারনা দিয়ে নিচ্ছি এডভান্স প্রশ্ন বলতে কি বোঝাতে চাচ্ছি। আসলে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড দিয়ে মনিটাইজ করে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা তুলবেন এই বিষয়ে জানে আজকাল সবাই কম বেশি। কীভাবে ইউটিউব ভিডিওর জন্য এসইও করবেন এ নিয়ে ইউটিউবে টিউটোরিয়াল পাবেন হাজারে হাজারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত টিউটোরিয়াল দেখে শেখার পরও সকলের সমস্যাই ভিডিও র্যাঙ্ক করা নিয়ে কেন? কেনই বা ভিডিও সব ঠিক মত করার পরও র্যাঙ্ক করছে না। তাহলে কি এসইও তে ভুল হচ্ছে নাকি আরও কিছু করা বাকি আছে আমাদের!! কখনো ভেবে দেখেছেন কি? তো আসুন শুরু করা যাক সেই কাঙ্ক্ষিত কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা।

এডভান্স লেভেলের প্রশ্ন ১ঃ কীভাবে যে কোন ভিডিও এক বেলার ভিতরেই র্যাঙ্ক করানো যায় যে কোন কিওয়ার্ড এর জন্যঃ
আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা কি করে সম্ভব। আসলেই কি সম্ভব। আমার উত্তর সম্ভব। আপনার যদি দ্বিমত থাকে আমি আপনাকে বলব একটু ইউটিউবে ভাল ভাবে খুঁজে দেখতে। আশা করি আপনি পেয়ে যাবেন লাখ লাখ প্রমান। এখন আসি আসল কথায়। এটা কি ব্ল্যাক হ্যাট নাকি হোয়াইট হ্যাট !! আমি বলব এটা অবশ্যই ব্ল্যাক হ্যাট নয়। এটা হচ্ছে সেই সিক্রেট যা তথাকথিত গুরুরা আপনাদের কাছ থেকে হাইড করছে এবং করবে। কেনই না করবে না!!! এটা তাদের বহুদিনের গবেষণার ফসল।
এডভান্স লেভেলের প্রশ্ন ২ঃ আপলোড দেয়ার সাথে সাথেই ভিডিও র্যাঙ্ক করানো কি অনেক খরচ সাপেক্ষঃ এর উত্তর না আবার হ্যা। আপনি ভাবতে পারেন এটা কেমন উত্তর হল। আসলে এটাই আমার কাছে সেরা উত্তর মনে হয়েছে। আপনি যদি পরিশ্রমি এবং বুদ্ধিমান হয়ে থাকেন এটা আপনি ফ্রিতেই করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। কিন্তু যদি আপনি অলস হন সেক্ষেত্রে আপনার কিছু খরচ অবশ্যই থাকবে। তবে দিন শেষে বলা যায় উভয়ের ভিডিও র্যাঙ্ক করার আশা করতেই পারেন।
এডভান্স লেভেলের প্রশ্ন ৩ঃ তাহলে এ নিয়ে ইউটিউবে টিউটোরিয়াল পাচ্ছি না কেন খুজেঃ আপনাদের একটি কথা জানা উচিত যে ইউটিউবে কখনোই আপগ্রেডে কোন ট্রিক্স পাওয়া যায়না। কারন ইউটিউবে কোন ট্রিক্স শেয়ার করলেই সেটা নিয়ে লাখ লাখ মানুষ ভিডিও বানিয়ে মার্কেট নষ্ট করে ফেলে। এটাই ঐতিহাসিক সত্যি কথা। এজন্য আপনি খুব ভাল মার্কেটার দের ভিডিও ইউটিউবে খুঁজলে খুব কম পাবেন। তারা হয় UDEMY বা SKRILLSHARE এর মত সাইট গুলোতে ভিডিও কোর্স প্রভাইড করে থাকেন। আমি UDEMY তে কোর্স করাচ্ছি আজ প্রায় ২ বছর। সেখানে থাকার সুবাদে বেশ ভাল মার্কেটার দের সাথে গ্রুপে কাজ করার সৌভাগ্য হয়েছে। সে যাই হোক সেই কোর্স গুলোই ইউটিউবে কিছু মানুষ নতুন করে কপি করে দিয়ে দিচ্ছে। আর আমরাও তাদেরই আসল গুরু বলে মানা শুরু করছি। এ কথা সকলের ক্ষেত্রে যদিও প্রযোজ্য নয়। কেননা জাফি ভাই বা আল আমিন কবির ভাইর মত ভাল মানের কিছু মার্কেটার আছেন।
আমার পরামর্শ হচ্ছে যারা ইউটিউব কে ক্যারিয়ার হিসেবে নিতে চান শুধু তারাই এপথে যাবেন। এখানে যেমন লাভ অনেক বেশি। যেমন এক রাতেই লাখপতি হওয়া যায় তেমনি কিছু খরচ ও যেহেতু আছে সে পথে শুধু শুধু যেতে আমি বলব না। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবেন না। যা করবেন চিন্তা ভাবনা করেই করবেন। শুভ কামনা আপনার এই পথ চলায়।
আগামি টিউনে হয়ত আরও কিছু এডভান্স প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভাল থাকুন। যদি কেউ এডভান্স লেভেলের ইউটিউব এসইও এর ব্যাপারে খুব বেশি আগ্রহী হন যোগাযোগ করতে পারেন আমার সাথে এখানে। আল্লাহ হাফেজ।
আমি ইথান হান্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanx