চলমান উইন্ডো বা ওয়েবপেইজের স্ক্রীনসট নিন কোন সফটওয়্যার ছাড়াই

কিছু দিন আগে কোন উইন্ডো বা ওয়েবপেইজের স্ক্রীনসট নেওয়ার জন্য কয়েকটি টিউন দেখেছিলাম। যেগুলোর জন্য প্রয়োজন সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল করার। এখণ আমার টিউনে দেখুন কোন প্রকার সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল ছাড়ায় কি ভাবে উইন্ডো বা ওয়েবপেইজের স্ক্রীনসট নেওয়া যায়।

  • 01. প্রথমে যে উইন্ডো বা ওয়েবপেইজের স্ক্রীনসট নিবেন তা ওপেন করুন।
  • 02. এবার কীবোর্ড থেকে Print Screen SysRq বাটন চাপুন।
  • 03. যদি একাধিক উইন্ডো ওপেন করা থাকে আর আপনি যদি ওপেনকৃত উইন্ডোর স্ক্রীনসট নিতে চান তাহলে Alt+Print Screen SysRq একত্রে চাপুন।
  • 04. এবার আপনার কম্পিউটারের Start মেনুতে যেয়ে > All Programes > Accessories > Paint সফটওয়্যারটি ওপেন করুন।sshot01.JPG
  • 05. এবার paint এর Edit মেনু থেকে Paste এ ক্লিক করুন অথবা কীবোর্ড থেকে Ctrl+V একত্রে চাপুন। দেখুন আপনার প্রয়োজনীয় স্ক্রীনসটি
    এখানে চলে এসেছে।sshoi.jpg
  • 06. এবার File মেনু থেকে এটি GIF, JPG, BMP বা PNG ফরমেটে সেভ করে নিন।
  • 07. একই ভাবে ওয়েব পেইজ ওপেন করে এভাবে স্ক্রীনসট নিন।

আমার লেখায় কেউ উপকৃত হলে অবশ্যই মন্তব্য দিবেন। আশা করি ওয়েব গ্রাফিক্স ডিজাউনারদের জন্য এটি কাজে লাগবে।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার একটা ভুল হয়েছে (Ctrl+Print Screen SysRq ) এ পরিবর্তে (র্দট+Print Screen SysRq) হবে……

ভাই আপনার একটা ভুল হয়েছে (Ctrl+Print Screen SysRq ) এ পরিবর্তে (Alt+Print Screen SysRq) হবে……

অনেক পুরোনো ট্রিক ……. তবে নতুনদের কাজে আসবে।

সুমন ভাই আমি যেভাবে বললাম সে ভাবে কি হচ্ছে। না হলে তারপর বলবেন।

হাবিবুর ভাই,
একাধিক উইন্ডোর স্ক্রীনসট নিতে Ctrl+Print Screen SysRq একত্রে চাপলে তো একাধিক উইন্ডোর স্ক্রীনসট আসে না বরং সম্পূর্ণ উইন্ডোরস্ক্রীনসট আসে।নির্দিষ্ট উইন্ডোর স্ক্রীনসট নিতে Alt+Print Screen SysRq চাপলে কাজ হয়। আর এই বিষয়টি নিয়ে আগেও টিউন করা হয়েছে।

Level 0

ভালো টিউন।
কাজে লাগবে। তবে ওয়েব ডিজাইনার কি কাজে লাগবে বুঝলাম না। তবে quickly শট নিতে ভালো কাজে দেবে।

ওয়েব ডিজাইনারদের অনেক সময় কোন সাইটের টেমপ্লেট নিজস্ব সাইটে দেখানোর জন্য স্ক্রীনসট নেওয়ার প্রয়োজন হয়। তাই..

ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এইরকম একটি টিউন করার জন্য।

Level 0

বহ

সুমন ভাইর কথা ১০০% ঠিক আছে। (Alt+Print Screen SysRq) হবে তাই ভাই আপনাকে বলছি
টিউনস্‌ করার পূর্বে একটু কস্ট করে ট্রাইল দিবেন। একটু সচেতন হলে সবার জন্যই ভাল তাই না।
চালিয়ে যান… শুভকামনা।

Level 0

হাহাহাহাহাহাহাহা!

সুন্দর