কিভাবে utorrent এর Ads গুলো Remove করবেন (ভিডিও গাইডলাইন সহ) ১০০% কার্যকরি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল।

আজ আমি আপনাদের সাথে যে ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি তা হল কিভাবে utorrent এর বিরক্তিকর Ads গুলো Remove করবেন। এই অ্যাড গুলো আমাদের ডাটা যেমন কেটে নেয় ঠিক তেমনি বিরক্তিকরও বটে। এছাড়াও ads গুলো দেখা না গেলে অনেক বেশি পরিস্কার পরিচ্ছন্ন বলে মনে হয়। তাই আমি মনে করি এই ট্রিক্সটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে এইসব সমস্যা থেকে মুক্তি পেতে।

তো চলুন শুরু করা যাক...

  • প্রথমে আপনার utorrent টি ওপেন করুন
  • তারপর options এ ক্লিক করুন
  • এখন preferences এ ক্লিক করুন
  • এখন একটি ডাইলগ বক্স আসবে তারপর বামে নিচের দিকে দেখুন Advanced একটি বাটন আছে, সেখানে ক্লিক করুন
  • ক্লিক করার পর উপরের filter এর পাশের খালি বক্সে লিখুন sponsored
  • লিখার পর একটি লিখা আসবে যেখানে value থাকবে true. এখন এই true কে আপনি false করে দিন
  • একইভাবে আবার বক্সে লিখুন upsell এবং ঠিক আগেরটির মত false-এ select করে OK বাটনে ক্লিক করে বের হয়ে আসুন
  • আবার বক্সে লিখুন offers তারপর একটু স্ক্রল করে নিচের দিখে গেলে দেখবেন offers.left_rail_offer_enabled . এই লিখাটিতে ক্লিক করুন তারপর আগের মত false করে দিন।

আরও সহজভাবে কাজটি করার জন্য একটি ভিডিও শেয়ার করলাম আশা করি এখান থেকে সহজেই বুঝতে পারবেন।

https://www.youtube.com/watch?v=MSvv3It77Oc

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। পরবর্তি টিউনটি পড়ার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ...

Level 0

আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I think everything is possible if you want.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস