ব্লগে হাই ট্রাফিক পাবার ১০টি প্রধান উপায়

যেকোন সাইট বা ব্লগের প্রাণ হচ্ছে ব্লগের পাঠকরা । যে ব্লগে বেশী পাঠক বা ট্রাফিক সেই ব্লগ তত সমৃদ্ধ । যদি পাঠক পোষ্ট নাই পড়ে সেই ব্লগে লিখে লাভ কি ? তবে প্রাইভেট ডায়েরী হিসেবে ব্লগ লিখলে তা এই হিসেবে না ফেললেও হবে । আর জানেনই তো সাইট বা ব্লগের সেই মহাসূত্র "ট্রাফিক==টাকা" । এই ট্রাফিক পাওয়াই যত ঝামেলার কাজ । তা না হলে এতো দিনে সবাই বিল গেটস হয়ে যেতো 😉 । এই পোষ্টে চেষ্টা করা হয়েছে ব্লগে বা সাইটে ট্রাফিক পাওয়ার বেসিক কিছু উপায় আলোচনা করতে ।

১# সার্চ ইন্জিন

পৃথিবীর প্রতিষ্ঠিত তাবৎ ব্লগগুলোর সিংহভাগ ট্রাফিক আসে সার্চ ইন্জিন, আরো নির্দিষ্টভাবে বললে গুগল থেকে । প্রতি মূহূর্তে কোটি কোটি মানুষ তথ্য খুজছে সার্চ ইন্জিনগুলোয় । সেই টাফিকের সিকে ভাগও যেকোন ব্লগের জন্য অনেক বড় পাওয়া ।

এই সার্চ ইন্জিন ট্রাফিক পেতে আপনার ব্লগকে এমনভাবে সাজাতে হবে যেনো সার্চ ইন্জিন বটগুলোর সুনজরে পরেন । meta tag, keyword সঠিকভাবে কাজে লাগাতে হবে । এর জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা All in one SEO প্লাগইনটি ব্যবহার করতে পারেন । লেখতে হবে এমন বিষয়ে যা অন্য ব্লগগুলোয় নাই (এর জন্য কোন প্লাগইন নাই, নিজেই লিখতে হবে 😀 ) । তৈরী করতে হবে বেশী বেশী ব্যাকলিংক যাতে পেজরেন্ক বাড়ে ।

২# সোসিয়্যাল নেটওয়ার্কিং

বর্তমানে সোসিয়্যাল ট্রাফিকের পরিমান অত্যাধিক বেড়ে গিয়েছে । অনেক ক্ষেত্রে এটি সার্চইন্জিন থেকেও বেশী ট্রাফিক দেয় । ফেসবুকে আছে ৫০০+ মিলিয়ন, টুইটারে ১৫০+ মিলিয়ন ব্যবহারকারী । এই বিরাট ট্রাফিককে নিয়ে যেতে হবে নিজ ব্লগে । যার ফ্রেন্ড বা ফ্যান তালিকা যত বড় তার প্রাধান্যও তত বেশী ।

এর জন্য নিজ ব্লগের ফেসবুক পেজ ও টুইটার একাউন্ট তৈরী করে ব্লগের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন সেগুলোর ঠিকানা । ব্লগের ফিড সংযুক্ত করে দিন সেগুলোতে । পেজ লাইক করতে বন্ধুদের রিকোয়েস্ট পাঠাতে পারেন । তবে এটি যেন কারো বিরক্তি কারণ না হয় সেটিও খেয়াল রাখবেন ।

৩# ভাল কন্টেন্ট লিখুন

ভালো কনটেন্টের কোন বিকল্প নেই । ইংরেজীতে একটা কথা প্রচলিত আছে “Content is the king” । আপনি যত যাই করেন না কেন, পাঠক ভালো কন্টেন্ট না পেলে এক মূহূর্তও থাকবে আপনার সাইটে । আর যদি মান সম্মত পোষ্ট লিখেন দেখবেন পাঠক নিজেই খুজে নিবে আপনাকে ।

৪# ব্লগ কমেন্টিং

আপনার ব্লগে ট্রাফিক পাবার অন্যতম পথ হতে পারে অন্যান্য ব্লগে কমেন্টিং । এটি আপনার ব্যাকলিংক বৃদ্ধিতেও দারুন কাজে দিবে । যে সব ব্লগে commentluv, dofollow করা আছে সেগুলোকে প্রাধান্য দিন । তবে স্পামিং কখনোই করবেন না পোষ্ট পড়ে গঠনমূলক মন্তব্য দিবেন ।

৫# গেস্ট ব্লগিং

একই টপিকের বা একই ধরণের জনপ্রিয় ব্লগগুলোতে ব্লগ লিখে পেতে পারেন ভালো পরিমানের ট্রাফিক । এখন বেশীরভাগ ব্লগগুলোয় গেস্ট ব্লগিং স্বাগত জানানো হয় । ভালো মানের লেখা লিখে জমা দিতে পারেন সেগুলোতে । তবে একই ব্লগে বারবার পোষ্ট দিবেন না, নিজের লেখাকে ছড়িয়ে দিন চারদিকে ।

৬# Delicious এবং Stumbleupon

এই দুটি সোসিয়্যাল লিংক শেয়ারিং সাইট ভীষন জনপ্রিয় । নিজ ব্লগের নামে একাউন্ট খুলে প্রতি পোষ্টের লিংক শেয়ার করুন । সাইটে/ব্লগে শেয়ারিং বাটান রাখুন ।

৭# ডাইরেক্টরী সাবমিশন

ব্লগ ডাইেক্টরী গুলোর জনপ্রিয়তা কমে গেলেও একেবারে শেষ হয়ে যায় নাই। ভাল মানের ব্লগ ডাইেক্টরী খুজে ছড়িয়ে দিন নিজ লিংক ।

৮# কমিউনিটি গড়ুন

সমমনা ব্লগারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করুন । একে অপরের ব্লগের ব্যানার নিজ নিজ সাইটে শেয়ার করুন । এটি উভয়ের জন্যই মঙ্গলময় হবে ।

৯# পিং করুন

ব্লগের ইউআরএল পিং করুন সার্চ ইন্জিন ও ব্লগ ডাইরেক্টরীগুলোতে । এই ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেসের সিস্টার কনসার্ন ping-o-matic । সাইটটিতে যেয়ে ব্লগের ইউআরএল, নাম লিখে দিলেই হয়ে যাবে পিংগিং ।

১০# ভিডিও শেয়ারিং সাইটগুলো

YouTube বা Viemo এর মত সাইট থেকেও অনেকে প্রচুর পরিমানে ট্রাফিক পাচ্ছেন । ব্লগ টপিকের সাথে মিল রেখে ভিডিও তৈরী করে ছেড়ে দিন ভিডিও শেয়ারিং সাইটগুলোতে । সাথে যোগ করে দিন নিজ ব্লগের লিংক ।

মোট কথা সাইটের ট্রাফিক পাবার কোন গোপন রহস্য নেই । একটু পরিশ্রম আর বুদ্ধির মিশেল দিলেই মিলবে হাই ট্রাফিকের সন্ধান ।

ভাল লাগলে লাইক মারুন ব্লগদেশ @ ফেসবুক 🙂

পূর্ব প্রকাশ @ ব্লগদেশ

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বেসিক লেভেলের হলে এগুলো মানলেই ভাল পাবেন, এটা আশা করা যায়

    @লাকি ভাই, এগুলো যে সবগুলো মানতে পারবে সে অবশ্যই বেসিক লেভেলের নয়, যারা বেসিক লেভেলের তাদের জন্য এগুলো মানাই অনেক কষ্টকর হয় পড়ে। আর এ বিষয় গুলো প্রোব্লগাররাও (ড্যারেন রোস, ইয়ারো, জন চাও) তাদের ট্রাফিকের অন্যত্ম উতস হিসেবে মনে করেন, যদিও তাদের ট্রাফিকের প্রধান উতস নিয়মিত ভিজিটরই, তবুও তাদের সাইটে যে একবার ভালো করে ঘোরাফেরা করবে তাকে নিয়মিত ভিজিটর হওয়া থেকে থামানোর কোন মাধ্যমই নেই। আমি এর মধ্যে অন্যতম। হে হে।

    @ব্লগদেশ টিম – ভাই অনেক ধন্যবাদ। যারা বিভিন্ন ব্লগ মেইনটেইন করেন তাদের জন্য উপকারী পোস্ট ।(বিষয়গুলো আমার জানা ছিল)

    একটা বিষয় ভেবে দুঃখ লাগছে! টিটিতে হ্যাকিং আর অনলাইনে আয় নিয়ে টিউনগুলো ব্যাপক হিট করে কিন্তু ব্লগিং বিষয়ক ভালো টিউনগুলোর হিট তুলনামূলক ভাবে অনেক কম!

    হুম আমিও সেটা চিন্তা করেছিলাম।সবাই হ্যাকিং আর আয় নিয়ে পড়ে থাকলে তো সমস্যা।:\

Level 0

এরকম একটি পোস্ট খুজছিলাম , অনেক ধন্যবাদ

ভাল টিউন।নতুন যারা বল্গ বানাতে চায় তারা লেখার সময় এই বিষয়গুলার দিকে খেয়াল রাখতে পারেন।