স্মার্টফোনের চার্জ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

হাতে হাতে স্মার্টফোন মানে হাতে হাতে বিভিন্ন ধরনের অ্যাপ এবং গেমসের সমাহার। নতুন নতুন সব আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন। স্মার্টফোন গুলিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও অনেক। খুব কম ব্যবহারকারীই আছে যারা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন না।

স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপস, গেমস এবং ইন্টারনেট সংযোগের জন্য স্মার্টফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়।

১. অনেকেরই ধারনা সারারাত ফোনে চার্জ দিয়ে রাখলে ফোনের ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু ধারনাটি ভুল।সারারাত চার্জ দিলে এখনকার স্মার্টফোন গুলি নষ্ট হয়না। এখনকার স্মার্ট ফোনগুলি সত্যিই স্মার্ট। যতটুকু চার্জ দরকার নেয়ার পর চার্জ নেয়া বন্ধ করে দেয়। এরপর সারারাত চার্জে লাগিয়ে রাখলেও স্মার্টফোনগুলি আর অতিরিক্ত চার্জ নেয় না।

২. প্রচলিত একটি কথা আছে এমন যে ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ হলেই চার্জ দিতে হয়, এতে ব্যাটারির স্থায়িত্ব বাড়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন উল্টা কথা, তাদের মতে এটা আরও ক্ষতিকর। ব্যাটারির চার্জ কমে আসছে দেখলে যত তাড়াতাড়ি সম্ভব চার্জে বসাতে হবে। এটা ফোনের ব্যাটারির জন্য ভাল।

৩. গুরুত্বপূর্ণ একটি তথ্য হল স্মার্টফোন বেশি চার্জ দেয়া হলে ফোনের আয়ু কমে যায়। ব্যাটারি তখনই বেশি চার্জ দিতে হয় যখন বেশি ব্যবহার করা হয়। ব্যাটারি যত বেশি ব্যবহার করা হয় তত এর ক্ষমতা কমতে থাকে।তবে নিয়মিত চার্জ দেয়া হলে ফোনের ক্ষতি কম হয়।

৪. ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করলে অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অনেকেই বলেন। কিন্তু কথা হল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করলেই ক্ষতি হয় না যদি না ইলেকট্রিকের সাথে কোন সংযোগ না ঘটে।নিম্নমানের চার্জার হলে এমন হতে পারে। তবে ফোন চার্জে লাগিয়ে ব্যবহার না করলে চার্জ তাড়াতাড়ি হয় তাই চার্জ লাগিয়ে ব্যবহার না করাই ভাল।

৫. স্মার্টফোনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভাল চার্জার। নিম্নমানের চার্জার ব্যবহারে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। লুজ কানেকশন হলে স্মার্টফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই স্মার্টফোনে সবসময় ভাল মানের চার্জার ব্যবহার করতে হয়।

তথ্য সংগ্রহ জানতে এখানে ক্লিক করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস