প্রথমেই টেকটিউনস এর সকল কে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ।আশা করি সবাই ভালো আছেন । আজকেই আমি প্রথম টিউন করছি তাই যদি কোন ভুল ভ্রান্তি থেকে থাকে তা হলে ক্ষমা করবেন ।আর কথা না বারিয়ে চলুন এবার মূল কথায় যাওয়া যাক ।
বর্তমানে আমাদের দেশের অনেক ইউসাররাই ব্যবহার করছেন Windows 7 কিন্তু প্রবলেম একটাই তা হল অত্যাধুনিক গ্রাফিক্স সিস্টেমের কারনে যাদের পিসির RAM বা Processor এর ক্ষমতা কম তারা প্রায়ই পিসি নিয়ে সমস্যায় পরেন তাদের পিসি স্লো হয়ে যায়,আর আমার
এ টিউনটি মূলত তাদের জন্যই । আমি আপনাদের যে প্রক্রিয়া বলব তার মাধ্যমে আপনারা যে কোন Pendrive,Memory কে RAM এর সহকারি মেমোরিতে রূপান্তর করতে পারবেন।
প্রথমে আপনার পিসিতে Pendrive বা Memorycard ঢোকান। এর পর My Computer এ যান । এরপর সেখানথেকে আপনার Pendrive বা Memorycard এর Properties এ যান।
সেখাকার উপরের চিত্রের মতন ReadyBoost এ ক্লিক করুন ।সেখানে তিনটি অপশন দেখতে পাবেন ।
1. Do not use this device.
2. Dedicate this device to ReadyBoost.
3. Use this device.
এরপর সেখানথেকে 3. Use this device. এ ক্লিক করুন এরপর চিত্রের মত আপনার ইচ্ছা অনুযায়ী মেমোরি ব্যবহারের জন্য নির্ধারন করুন বা 2. Dedicate this device to ReadyBoost. এ ক্লিক করার মাধ্যমে আপনার device এর সর্বোচ্চ খালি জায়গা ReadyBoost এর জন্য ব্যবহার করুন ব্যস তা হলেই আপনার পেনড্রাইভ প্রস্তুত । এ পদ্ধতির ফলে আপনার পেনড্রাইভ আপনার RAM এর সহকারি মেমোরিতে রূপান্তরিত হবে । একবার পরখ করেই দেখুন ।
( এটা শুধুমাত্র Windows 7 এর জন্য ) ভাল লাগলে Comment করবেন প্লিজ ।
আমি প্রতীক দ্যা বার্ড অব টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
٩(͡๏̯͡๏)۶˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·٩(͡๏̯͡๏)۶˙ __̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__゜ (◕‿-)
আপনার পদ্ধতিটা ইউজ করলে পিসি বা উইন্ডোজের কোন ক্ষতি হবে কিনা?
যদি না হয় বরং টিপসটা কাজ হয় তা হইলে এইটা অনেক ভাল একটা টিপস,
আপনাকে টিটিতে স্বাগতম,
এবং অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।