ল্যাপটপ চার্জার অথবা ব্যাটারি প্রবলেম ? ট্রাই করে দেখতে পারেন।

অনেক সময় এমন হয় যে ল্যাপটপ চার্জার লাগিয়েছি কিন্তু চার্জ হচ্ছে না, বা কোন কোন সময় একটা মেসেজ দেখায় " plugged in not charging "

আর আমরা মনে করি আমার চার্জার গেছে বা ব্যাটারি গেছে :D,

আসলে চার্জারও যায়নি ব্যাটারিরও কিছু হয়নি জাস্ট দুই জনের(ব্যাটারি আর চার্জার এর) মধ্যে মন মালিন্য হয়েছে একটু

তাহলে কিভাবে দূর করাযায় এই সমস্যা ?

জাস্ট কয়েকটা স্টেপ।

স্টেপ ১ঃ প্রথমে চার্জার প্লাগআউট করে কম্পিউটার  অফ করতে হবে।

স্টেপ ২ঃএবার ব্যাটারি খুলে রাখতে হবে।

স্টেপ ৩ঃ চার্জার প্লাগইন করে, ব্যাটারি ছাড়া ল্যাপটপ অন করতে হবে।

স্টেপ ৪ঃ এবার কন্ট্রোলপ্যানেলে গিয়ে ডিভাইস ম্যানেজারে যেতে হবে।

স্টেপ ৫ঃ ব্যাটারি অপশন থেকে মাইক্রোসফট এর সকল ব্যাটারি এডাপ্টর(AC Adopter, ACPI etc) আনইন্সটল করতে হবে।

স্টেপ ৬ঃ আবার ল্যাপটপ অফ করতে হবে

স্টেপ ৭ঃ এবার ব্যাটারি লাগিয়ে, চার্জার প্লাগইন সহ ল্যাপটপ অন করলেই আশা করা যায় কাজ হয়ে যাবে

বিদ্রঃল্যাপটপ অফ না করেই প্রথমে যদি ড্রাইভার ব্যাটারি এডাপ্টর(AC Adopter, ACPI etc) আনইন্সটল করি তাহলে কাজ নাও হতে পারে, তাই প্রথমে অফ করে ব্যাটারি রিমুভ করেই করা ভাল।  অন করে আবার ডিভাইস ম্যানেজারে গেলে কিন্তু এডাপ্টর  ইন্সটল দেখাবে, মানে হল কম্পিউটার অন হওয়ার সাথে সাথে নতুন করে এই ড্রাইভার গুলু পুন ইন্সটল হয়ে যাবে। মনে রাখতে হবে এই ব্যাটারি এডাপ্টর ছাড়া কিন্তু ল্যাপটপ চার্জ হবে না। সো পুন ইন্সটল হওয়া বাঞ্ছনীয় এবং অবশ্যয়ই দরকার, কারো যদি অটুমেটিকেলি না হয় তাহলে স্কেন করে নিবেন আর নেট কানেকশন একটু চেক করে নিবেন 🙂

Level 2

আমি ReduanRafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস