ইউটিউব ভিডিও ডাউনলোড করার ৩টি সহজ পদ্ধতি (ছবিসহ টেক্সট টিউন)

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নানা সফটওয়্যার রয়েছে। যেমন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ইউটিউব ডাউনলোডার ইত্যাদি। এই সফওয়্যারগুলো নিয়ে আমি কোন কথা বলব না। কারন সবাই মোটামোটি সফটওয়্যারগুলো সম্পর্কে জানেন। আমি আজ ইউটিউব থেকে ডাউনলোডের কয়েকটা পদ্ধতি সম্পর্কে বলব যাতে কোন এক্সট্রা সফটওয়্যার ব্যবহার করতে হয় না। তাহলে চলুন শুরু করা যাক।

তার আগে আরেকটা কথা বলে নেই। আমি গত দুইদিন আগে এই নিয়ে একটা টিউন করেছিলাম টেকটিউনসে। সেটা ছিল ভিডিও টিউটোরিয়াল। সেখানে কয়েকজন বলেছেন টিউনটি টেক্সট আকারে দিতে। তাই এই টিউনটি করা।

আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক।

পদ্ধতি - ১

প্রথমে যে পদ্ধতিটির কথা বলব সেটি মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম সহ প্রায় সকল ব্রাউজারেই ব্যবহার করা যাবে।আর পদ্ধতিটিও খুব সহজ।

- প্রথমে youtube.com এ গিয়ে যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটা ওপেন করুন।

- তারপর এড্রেস বারে youtube.com এর আগে ss টাইপ করুন এবং এন্টার দিন।

- youtube.com নিচের মত নতুন একটা পেইজে রিডিরেক্ট করবে।

- এখন শুধু কোন ফরমেটে ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে দিন।

ব্যস আপনার কাজ শেষ।

 

পদ্ধতি - ২

এই পদ্ধতিটা শুধুমাত্র মজিলা ফায়ারফক্সে ব্যবহার করতে পারবেন। এখন পর্যন্ত আমার জানামতে গুগল ক্রোমে এরকম কোন এক্সটেনশন বা এড-অন চালু করা হয় নি। মজিলা ফায়ারফক্সে এড-অন ব্যবহার করে সরাসরি ইউটিউব পেজে থেকেই ভিডিও ডাউনলোড করা যায়।

- প্রথমে আমাদের মজিলা ফায়ারফক্স ওপেন করে ডান পাশের উপরের কোনায় মেনু বাটনে ক্লিক করতে হবে।

- মেনু বাটনে ক্লিক করার পর সেখান থেকে Add-ons এ ক্লিক করতে হবে।

- Add-ons পেজ এর বামপাশের মেনু থেকে Get Add-ons এ যেতে হবে।

- Search বক্সে YouTube video and audio downloader বা শুধু Youtube downloader লিখে সার্চ দিতে হবে।

- এখন শুধু Youtube video and audio downloader এড অন টা Install করে নিলেই কাজ শেষ।

- এবার ইউটিউবের যেকোন ভিডিওতে গেলেই নিচের ছবির মত ভিডিওর নিচে Download বাটন পাবেন।

পদ্ধতি - ৩

এই পদ্ধতিও পদ্ধতি ২ এর মত মজিলা ফায়ারফক্সে ব্যবহার করা যাবে। এটিও একটি এড অন যা পদ্ধতি ২ এর মত করে ব্যবহার করা যায়। ইন্সটল পদ্ধতিও ২ এর মতই। এই এড-অন এর নামটা হল 1 Click youtube downloader.

 

আরেকটা পদ্ধতি আছে সেটা হল UC Browser ব্যবহার করা। এর জন্য কিছুই করতে হবে না। এই ব্রাউজার দিয়ে ইউটিউবে ঢুকলেই দেখবেন একটা ডাউনলোড বাটন আপনার সামনে লাফালাফি করছে। তবে সেটা সব ভার্সনে আছে কিনা তা আমার জানা নেই।

 

তারপরও যদি কোন সমস্যা হয় তবে দেখতে পারেন এই ভিডিওটি https://www.youtube.com/watch?v=pwDaG0Ipb1g

 

ধন্যবাদ সবাইকে। আজকের মত বিদায়। আল্লাহ হাফেজ।

Level 0

আমি তোফায়েল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ar thake idm better service day