ইউটিউব ভিডিও ডাউনলোড করার ৩টি সহজ পদ্ধতি (কোন অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার ছাড়া)

সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। অনেকে হয়ত জানেন ব্যাপারটা। কিন্তু আমার টিউটোরিয়ালটি যারা জানেন না তাদের জন্য।

আমরা সাধারনত ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য Internet Download Manager বা এইধরনের কোন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি। এগুলো ভালো কাজ করে কিন্তু বেশিরভাগই পেইড সফটওয়্যার। আমাদেরকে সাধারনত একমাস ব্যবহার করার জন্য দেয়। একমাস শেষ হওয়ার পরই আমাদের সফটওয়্যারগুলো নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। অনেকে আবার ফেইক সিরিয়াল ব্যবহার করার চেষ্টা করি। সেক্ষেত্রে অনেক সময় কাজ না করে ঝামেলা আরো বাড়ায়।

এই টিউটোরিয়ালটিতে যে তিনটি পদ্ধতি দেখানো হয়েছে তা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় তাও কোন এক্সট্রা সফটওয়্যার ব্যবহার না করে। প্রথম পদ্ধতি দিয়ে যেকোন ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। আর দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতি দুটো এখন পর্যন্ত শুধু মাত্র Mozilla Firefox এর জন্য। আশা করা যায় কয়েকদিনের মধ্যে Google Chrome সহ অন্যান্য ব্রাউজারেও এই অপশনগুলো চালু করবে।

আচ্ছা আর কথা বাড়াব না তবে ভিডিও টিউটোরিয়ালের ব্যাপারে একটা কথা বলি। একসময় ভিডিও টিউটোরিয়ালের ঘোর বিরোধী ছিলাম আমি। ছবিসহ টিউটোরিয়াল খুজতাম। কিন্তু নানা সমস্যায় পড়তাম সেসব টিউটোরিয়াল নিয়ে। হয়ত একটা ভূলের কারনে পরের ধাপগুলো আর কাজ করত না বা সফটওয়্যারের নতুন আপডেটের কারনে টিউটোরিয়াল কাজ করত না। ফলে আগ্রহ হারিয়ে ফেলতাম। তারপর থেকেই ভিডিও টিউটোরিয়ালের দিকে ঝোকটা বাড়িয়ে দিলাম। আশা করি আপনাদেরও কোন সমস্যা হবে না।

যাই হোক টিউটোরিয়ালের কোন বিষয় বুঝতে সমস্যা হলে এখানে টিউমেন্ট করতে পারেন। অথবা ইউটিউবে টিউমেন্ট করেও জানাতে পারেন আমাকে।

এছাড়া ফেসবুকেও যোগযোগ করতে পারেন এই প্রোফাইলে

আজকের মত বিদায়। আল্লাহ হাফেজ।

 

ভিডিও লিঙ্ক https://youtu.be/pwDaG0Ipb1g

 

অসাধারন একটি ফটোশপ ইফেক্টের জন্য দেখতে পারেন এই ভিডিওটি

Level 0

আমি তোফায়েল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউটিউব এর ভিডিও ডাউনলোড করার ইউটিউবে না দিয়ে লিখে প্রকাশ করলে ভালো হত । আর টিউন করার পুর্বে অবশ্যই দেখে নিবেন যে টিউনটি আগে হয়েছে কিনা । আসুন আমরা টেকটিউনস কে আবার সুন্দর করে তুলি । ধন্যবাদ ।

    আপনার টিউমেন্টের জন্য ধন্যবাদ।
    কিন্তু বললেই কী অাবার আগের মত করে গড়ে তুলা যাবে?? আগে টেকটিউনস এর মেম্বার সংখ্যা ছিল কম। সেইসাথে পোস্টের সংখ্যাও ছিল কম। তখন টেকটিউনস এ আসতাম নতুন কিছু শেখার জন্য। এখনও শেখার জন্যই আসি কিন্তু পোষ্টগুলো দেখলে আর বেশিক্ষন থাকতে ইচ্ছে করে না। প্রতিদিন যে পোস্টগুলো হয় তার বড় একটা অংশ থাকে যেখানে ফ্রি নেট বা এরকম টপিকের হয়। টেকটিউনস এর এ বিষয়ে লক্ষ্য রাখা উচিৎ। আমার পূর্বের আইডি টেকটিউনস ব্লক করে দিছে পেয়নারে কিভাবে একাউন্ট খোলা যায় এই টিউটোরিয়ালের জন্য। আমি জানি না কীভাবে এখানে টিউনের মানদন্ড নির্ধারণ করা হয়। তাই এখন আর লিখে কোন টিউন করতে ইচ্ছে করে না।

      ভালো করেছেন। এখন এই টিউন টি সরিয়ে ফেলুন। না হলে আবার টিউনারশীপ হারাবেন। একই বিষয় বার বার টিউন করা নীতিমালার বাইরে। এই টেকটিউনস ডেস্ক যান। তাহলে বুঝবেন কেনো বললাম
      আসুন আমরা টেকটিউনসের আগর রুপ ফিরে পেতে সাহায্য করি। ধন্যবাদ।

ভাইয়া কিছু টা এখানে লিখলে ভালো হতো