
আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা।
টেকটিউনসে আজ আমি আমার দ্বিতীয় টিউন করতে যাচ্ছি। আমার এই টিউন যদি বিন্দু মাত্র আপনাদের কাজে আসে বা ভালো লাগে তবেই আমার টিউন করা সার্থক হবে। আজ আমি আপনাদের দেখাবো কি করে বাতিল কাগজ থেকে রিভালবার তৈরি করা যায়। এবং সেই রিভালবার থেকে বুলেট ও শ্যুট করা যায়। আমরা আমাদের ছোট ভাই বোন বা বাচ্চাদেরতো অনেক খেলনা কিনে দেই, আসুন এখন বিনা খরচে বাতিল জিনিস থেকেই খেলনা তৈরি করে বাচ্চাদের উপহার দিয়ে আনন্দ দিতে পারবেন এবং আশা করি আপনারা নিজেরাও আনন্দিত হবেন। তো কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ফেলনা থেকে খেলনা তৈরির প্রয়াস।
প্রথমেই দেখে নেই আমাদের কি কি উপকরণ লাগবেঃ
১। কাগজ বা কালার পেপার
২। কয়েকটি ষ্টিক
৩। গ্লু বা ভালো মানের আঠা
৪। এলাষ্টিক বেন্ড বা রাবার
ধরে নেই সব উপকরণ সংগ্রহ করা হয়ে গেছে। নিচের ভিডিও থেকে দেখে নিন কি করে তৈরি করতে হবে রিভালবার এবং কাগজের বুলেট।
https://www.youtube.com/watch?v=ukvRvrdxAo0
আমার পুর্বের টিউন
আসুন ফেলনা জিনিস থেকে খেলনা তৈরি করা শিখি
টিউনটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ টিউমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত পেলে আরো সুন্দর টিউন দেয়ার উৎসাহ পাবো।
সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ্য থাকবেন এই কামনায়-
আল্লাহ হাফেজ।
আমি সোহান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।