কিভাবে একটি Pendrive কে Bootable করা যায়

how ti make bootable pendrive

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল আছেন। টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন। সর্বপ্রথম টেকটিউনস কে ধন্যবাদ জানাই আমাকে লেখার সুযোগ করে দেয়ার জন্য। আমার আজকের টিউনে আপনাদেরকে দেখাব

এখন জেনে নেওয়া যাক, Pendrive কেন Bootable করা হয় ?

আমরা যারা নোটবুক ব্যবহার করি, তাদের অনেকেরেই CD Room থাকে না। তারা যখন Windows দিতে চাই তখন CD এর মাধ্যমে দিতে পারে না যেহেতু তাদের পিসি তে CD Room নেই। তখন তারা External DVD অথবা Pendrive এর মাধ্যমে Windows দিতে হয়। সাধারণ Pendrive দ্বারা Windows দেওয়া যায় না, Pendrive  কে যদি Bootable করা হয় তাহলে Pendrive এর মাধ্যমে Windows  দেওয়া যায়।

কীভাবে আপনি আপনার Pendrive  কে Bootable  করবেন  সেটার বিস্তারিত পাবেন আমার

ভিডিও টিউটোরিয়ালে

অথবা,

 

আমি আগেই বলেছি যে, এটা আমার প্রথম টিউন। টিউন করতে গিয়ে অনেক ভুল হতে পারে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন।

আমি আগেই বলেছি যে, এটা আমার প্রথম টিউন। টিউন করতে গিয়ে অনেক ভুল হতে পারে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন।

আর একটি কথা, যদি টিউনটি আপনার কাছে ভাল লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি ঃ Reza

youtube chnnel  :  Rezwanul Jannat

Level 3

আমি রেজওয়ানুল জান্নাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস