লুকিয়ে লুকিয়ে দিন ফেসবুক status

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয় এতক্ষণে বুঝে ফেলেছেন টিউনটি ফেসবুক বিষয়ক। দেরি না করে মূল কথায় আসি।

আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা অনেকেই এই সমস্যার মুখোমুখি হই। সমস্যাটা হল কেউ মন খুলে শান্তিমত স্ট্যাটাস দিতে পারি না। কারণ ফ্রেন্ড লিস্টে থাকা কিছু ফ্রেন্ড। আমিও আগে এই জন্য status দিতে পারতাম না। ফ্রেন্ড লিস্টে এমন কিছু মুরুব্বি  টাইপের ফ্রেন্ড থাকে যাদের জন্য ইচ্ছামত স্ট্যাটাসও দেয়া যায় না আবার তাদেরকে রিমুভও করা যায় না।আসুন, সমস্যাটার সমাধান করি।

প্রথমে হোম পেজ অথবা প্রোফাইল পেজের যে জায়গায় স্ট্যাটাস দেন সে জায়গায় আসুন। তারপর নিচের র্নিদেশিত লক চিহ্নটিতে ক্লিক করুন।

তারপর  customize এ যান।

customize ক্লিক করলে custom privacy নামে  যে পেজ আসবে তাতে  প্রথমে লেখা থাকবে make this visible to these people:

সেখানে কয়েকটি অপশন পাবেন। তার মধ্যে specific people সিলেক্ট করে যাদের নাম সিলেক্ট করবেন শুধু তারাই দেখতে পাবে আপনার status.

আবার তার নিচে দেখতে পাবেন Hide this from. সেখানে যাদের নাম সিলেক্ট করবেন তারা বঞ্চিত হবে আপনার স্ট্যাটাস থেকে। আপনার setting  টি স্থায়ীভাবে রাখতে চাইলে ক্লিক করুন Make this my default setting অপশনটিতে।

এভাবে আপনার ইচ্ছামত privacy দিয়ে status setting পরিবর্তন করতে পারবেন।

Level 0

আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

khub sundor hoice apnar tune. Go awhed day by day.

Level 0

আমার অনেক কাজে আসবে trick টা । ধন্ন্যবাদ ইশতিয়াক ভাই ।

জানানোর জন্য ধন্যবাদ।

মনে হয় ভালো হয়েছে ধন্যবাদ।

facebook e recently activities ki vavea off kora jai ? jemon ami jodi amar friend er picture ba status e comments kori tube oi friend tar oi khan e comments ta sobai dekha kinto oi friend ta amar onno friends er list e nai… ami eita ki vavea hide korte pari…..?

    আপনি যদি আপনার ফেসবুক শুধুমাএ আপনার ফ্রেণ্ডদের সাথে শেয়ার করতে চান তাহলে privacy setting এ যেয়ে ‘friends only’ সিলেক্ট করুন। তাছাড়া customize settings -এ যেয়ে আপনার নিজের মত settings পরিবর্তন করতে পারবেন।

মন্তব্য লুকানোর কোন বুদ্ধি নাই??

Level 0

ধন্যবাদ এই পোস্ট এর জন্য , আমার দরকার ছিল

এ বিষয়ে আমার টিউন করার ইচ্ছা ছিল । আপনি করে ফেললেন। ধন্যবাদ ।