Windows 10 এ PC Shut down করার পরও ল্যাপটপে চার্জ থাকে না?(সমাধান)

রাতে PC Shut down করার সময় দেখলেন Fully Charged. পরের দিন যখন চার্জার প্লাগ না লাগিয়েই ল্যাপটপ অন করতে গেলেন, তখন আপনার চোখ ছানাবড়া! অন হয় না ক্যান?    😯

চার্জার প্লাগ লাগিয়ে অন করতে গেলেন, অন হয়ে গেল। কাহিনী কি! কাল রাতে তো ১০০% চার্জ দেখে অফ করলাম। চার্জ কই গেল?  😥

Windows 10 দেয়ার পরে আমিও এই সমস্যায় পরেছিলাম। শখের জানালা ১০.০! তবে কি আবার ব্যাক করতে হবে প্রাচীন কোন জানালায়!  😳

যাইহোক, সমস্যা যেহেতু আছে; সমাধানও অবশ্যই আছে। নেট ঘাটাঘাটি করতে শুরু করলাম। অনেক এক্সপার্টের মতামত নিলাম। শেষমেশ সমাধান বের করে ফেললাম। আহ!  😆

কেন এই সমস্যা হয় তা আর না বলি। তবে কারো ল্যাপটপে যদি এই সমস্যা থাকে তবে নিচের পদ্ধতি অনুসরণ করলে আশা করি সমস্যার সমাধান হবে।

প্রথমে Control Panel > Hardware and Sound > Power Options এ যান। বামপাশে Choose what the power buttons do ক্লিক করুন।

 

তারপর নিচের ছবি অনুযায়ী পরিবর্তন করে নিন।

উপরের Change settings that are currently unavailable এ ক্লিক করুন।

তারপর নিচে Turn on fast startup (recommended) থেকে টিক চিহ্ন তুলে দিন(Uncheck করুন)। 

Save changes ক্লিক করে বের হয়ে আসুন।

এবার This PC'র উপর Right Click করে Manage এ ক্লিক করুন। সেখানে বামপাশের Device Manager এ ক্লিক করুন এবং ডানপাশের System devices এ ক্লিক করুন।

অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে Intel(R) Management Engine Interface এর উপর ডাবল ক্লিক করুন।

নতুন একটা উইন্ডো খুলবে। Power Management এ ক্লিক করুন। নিচের Allow the computer to turn off this device to save power এর টিক চিহ্ন তুলে দিন (Uncheck করুন)। তারপর Ok ক্লিক করে বের হয়ে আসুন।

Finally Done!!!  🙂

Level 0

আমি blacktiger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thx brother

“কেন এই সমস্যা হয় তা আর না বলি।” – কেন সমস্যা হয় জানলে ভাল হত। এটা কি ফাস্ট স্টার্টআপে টিক চিহ্ন থাকার জন্য হয়েছিল? টিউনের জন্য ধন্যবাদ। 🙂

    Level 0

    সত্যি কথা বলতে, কেন হয় তা আমি বলতে পারব না! তবে সমাধানটা হয়ত কাজে লাগবে।
    কমেন্ট করার জন্য ধন্যবাদ।

আমার ও একি সমস্যা হয়ে ছিল । Intel(R) Management Engine Interface Driver Version যদি 9.5 এর বেশি হয় তবে এই সমস্যা হয় । তখন ল্যাপটপ এর অরিজিনাল ড্রাইভার দিলে সমস্যা আর থাকবে না ।

    Level 0

    Driver Version 9.5 এর বেশি হলেও উপরের পদ্ধতিতে সমস্যার সমাধান হবে। যেমন আমার ল্যাপটপের
    Intel(R) Management Engine Interface Driver Version 11.0

ভাই আমার Acer laptop এ shoutdown দেওয়ার পর Screen off হয় but power button জ্বলে থাকে আমি win 10 pro use করি।এর সমাধান কি?

    Level 0

    @জাহাঙ্গীর ভাই, আপনি উপরের একই পদ্ধতি ফলো করুন।

Thanks Bro,আমার এই সমস্যার সমাধান হয়েছে।