এবার আপনার পিসির লক খুলুন চোখের ইশারায় ◑‿◐ আর কতদিন পাসওয়ার্ড দিয়ে লক খুলবেন ??? শুধুমাত্র ওয়েবক্যাম থাকলেই হবে।

 কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে  ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি ? দুইদিন বাস্ততার কারনে আপনাদের সামনে আসতে পারিনি আজ আবার হাজির হলাম মজার একটি সফটওয়্যার নিয়ে যা দিয়ে কিনা চোখের ইশারায় মানে আপনার সুন্দর মুখখানা দেখলেই আপনার পিসি অন হয়ে যাবে। আমরা সাধারণত পাসওয়ার্ড ব্যবহার করেই লক খুলি কারন উইন্ডোজ ৭ এবং এক্সপি ব্যবহারকারিয়া এতেই অভ্যস্ত কারন বিকল্প কোন পথ সাধারণত নেই কিন্তু বর্তমানে উইন্ডোজ ১০ এবং ৮ এ পিকচার লক আছে। আমি এখনও উইন্ডোজ ৭ এর মায়া ছারতে পারি নাই তাই এখানেই পরে আছি। তাই আজ আমার উইন্ডোজ ৭ কে উইন্ডোজ ১০ এর মত পিকচার লক করতে মন চাইল আর সেই চাওয়া থেকেই আকজের এই আয়োজন।  তো চলুন আমরা বিস্তারিত বাবহারবিধি জেনে নেই

এটি মুলত ফ্রীওয়্যার সফটওয়্যার বাবহারবিধি পানির মতই সহজ। প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সফটওয়্যজর সাইজ মাত্র ৪০+ এমবি।।  তারপর স্বাভাবিক নিয়মেই ইন্সটল করে ফেলুন।।

ইনস্টল হয়ে গেলে ওপেন করে ফেলুন তারপর নীচের মত দেখতে পাবেন।। এবার আপনার পছন্দমত স্টাইল করে আপনার ছেহারাখানা চিনিয়ে দিন।  তারপর create a new face model এ ক্লিক করুন।।

তারপর নীচের মত দেখতে পাবেন।। এখান থেকে আপনি next step  এ ক্লিক করুন

তারপর নীচের মত confirmation পেজ আসবে আপনি আপনার পাস ওয়ার্ড দিয়ে ফিনিশ বাটন এ ক্লিক করুন। ব্যাস কেল্লা ফতে !!!!!

এবার আপনি আপনার পিসি অন করার সময় এমন একটা উইন্ডো আসবে। আপনি শুধু সামনে বসলেই হল ১ সেকেন্ডে পিসি খুলে যাবে। এটা খুবই সেনসিটিভ একটুও সময় নেয় না।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

আমি আহসান হাবিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Mysexiwap.com

ভুয়া জিনিস সবার ফেস দিয়েই খুলে যায়।
১০০% পরিক্ষা করে কমেন্ট করছি।

Fully copy my post