হটাৎ কম্পিউটার এর Windows নষ্ট হয়ে গেলে নতুন করে Windows দেওয়ার সময় C: Drive বা Desktop থেকে প্রয়োজনীয় ফাইল কপি করে নিন।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ এর রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাই কে অনেক শুভেচ্ছা জানিয়ে টেকটিউনস এ আমার ২য় টিউন সুরু করছি (আমার ১ম টিউন )। কম্পিউটার ইউজারদের মাঝে মাঝে Windows নষ্ট হয়ার ঝামেলায় পড়তে হায় (আপনারা পড়েন কিনা জানিনা কিন্তু আামি পড়ি) আরও বেশি ঝামেলায় পড়তে হায় যদি  C: Drive বা Desktop এ গুরুত্বপূণ ফাইল থাকে। বেশি কথা না বলে  টিউন এর মূল বিষয়ে আসি।

আমি Windows ৭ ব্যবহার তাই পুরো প্রক্রিয়াটি  Windows ৭ এ করে দেখাবো।

১। আপনি যেভাবে Windows ইনস্টল  করেন সেভাবে Windows ইনস্টল  শুরু করে দিন নিচের চিত্রের মত।

২। Next Click করুন।

৩। Repair your computer Click করুন।

৪। Load Drivers এ Click করুন।

৫। Load Drivers এ Click করার পর নিচের চিত্রের মত আসলে OK করে দিন।

৬।  চিত্রের মত আসলে Computer এ ডাবোল Click করুন।

৭। চিত্রের মত সব Computer এর সবগুলো Drive Show করবে।

৮। আগে কোন Windows  Drive এ  ইনস্টল করেছিলেন সেটা খুজে বের করুন। খুজে পেলে ডাবোল Click করে প্রবেশ করুন নিচের চিত্রের মতো। তারপর Users এ ডাবোল Click করুন।

৯। এখন আপনার User Name দেখাচ্ছে, যেমন আমার User Name দেওয়া ছিল b। User Name ডাবোল Click করে প্রবেশ করুন।

১০। এখোন আপনি Desktop, Downloads, My Documents Folder দেখতে  পাবেন।

১১।  চিত্রের মত যে কোনো Folder এ Right Click করে Copy করুন।

১২। আপনি যেহেতু Copy ফেলেছেন এখন  Back বাটোন Click করে চিত্র-৭ এর অবস্তায় ফিরে আসুন এবং যেকোনো Drive এ Pest করেদিন। কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন ফাইল Copy হয়ে গেছে।

১৩। C: Drive থেকে Copy করা ফাইল। এখন Cancel বাটোন এ Click করে বের হয়ে আসুন।

১৪। চিত্রের মত আসলে আবার Cancel করেন।

১৫। চিত্রের মত Close Option এ Click করুন।

১৬। install now Click করে Windows install করে ফেলুন।

আপনাদের ভালো করে বোঝাতে পারলাম কিনা জানিনা, আমার সাধ্যো মত চেষ্টা করেছি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে টিউনমেন্ট এ বলুন   ভূল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন আপনাদের জন্যে যেনো আরো ভালো ২-৪ টিউন করতে পারি।

My Facebook /rakibulislam.babu

 

 

.

 

 

Level 0

আমি রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন, অসংখ্য ধন্যববাদ।

    প্রথম টিউমেন্ট এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাব্বির ইসলাম।

সুন্দর টিউন, অসংখ্য ধন্যববাদ।

    অন্যের বানান ভূল টিউমেন্ট টাই কপি মরলেন। এ রকম টিউমেন্ট তো না করলেই হয়।তবুও ধন্যবাদ damnamsogood

ধন্যবাদ, তবে অনেক হাই রেজুলেসন ছবি দেওয়ার কারনে অনেক ছবি হয়না।

আমিতো কম্পিউটার অ্যান্ড্রয়েড দুটো দিয়েই দেখেছি সমস্যা হওয়ার কথা না।ধন্যবাদ মোঃ মাহাবুব আলম হাজরা ।

কাজের টিউন @ ধন্যবাদ

আপনাকেও অসংখ্য ধন্যবাদ হোছাইন ভাই ।

রাকিবুল ইসলাম ভাই অনেক কষ্ট করে এরকম একটি টিউন লিখেছেন। ওনার জন্য খুব জোরে একটা কড়তালি।

Thanks…Very Helpful Tips 🙂

welcome joni ahmad

দারুন লিখছেন 🙂 ধন্যবাদ আপনাকে 🙂 অনেক উপোকারে আসবে 🙂