আপনার পিসি দিয়ে এবার ফটো থেকে যেকোনো টেক্সট লেখা আলাদা করে নোটপ্যাডে বা ওয়ার্ডে সেভ করুন খুব সহজেই।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? মনে হয় ভাল আছেন, থাকেন ভাল আর কি, আমি ও ভাল আছি।

আজ আমি আপনাদের কে খুবী একটি কাজের টিউন দেখাব যেটা আমাদের অনেক সময় খুব প্রয়োজন পরে, যেমন অনেক সময় দেখা যাই গুরুত্ব পূর্ণ কাজ বা সি ভি বা যেকোনো কাজের কাগজ পত্র স্ক্যান করে পাঠাই, সেটা ফটো হিসাবে আমরা পেয়ে থাকি, কিন্তু দেখা যায় ওই ফটো টা টেক্সট করার দরকার পরে,

অথবা দেখা কোন কাজ দেখে দেখে ওয়ার্ডে লেখে ওটাকে টেক্সট করতে হবে, সেটা এখন থেকে আর কষ্ট করে আর লেখা লাগবে না। এখন থেকে এক মিনিটেি আপনি খুব সহজেই করতে পারবেন। 

 

 

চলুন তাহলে দেখি কি করে করবেনঃ

(১)  প্রথমে নিচের লিংকে ক্লিক করে এই সফটওয়্যারটি নামিয়ে নিনঃ 

GtText.rar

ডাউনলোড(সফটওয়্যারটি ইন্সটল করা লাগবেনা শুধু জীপ ফাইল থেকে ওপেন করেলি হবে)

(২) এবার সফটওয়্যার টি ওপেন করলেই নিচের ফটোর মতো আসবে।

(৩) তারপর যে ফটো থেকে টেক্সট নিবেন সেই ফটোটি সিলেক্ট করুন। 

(৪) এবার সিলেক্ট করার পর ফাইলটি সফটওয়্যারে ওপেন হলে, আপনার মাউস দিয়ে যেটুকু টেক্সট নিবে ততটুকু সিলেক্ট করুন। 

(৫) তারপর কিচুক্ষন ওয়েট করার প্র নিচের ফটোর মতো আসলে "Continue" তে ক্লিক করুন। 

(৬) "Continue" ক্লিক করার সাথে সাথে লেখাটা আপনার কপি হয়ে যাবে, তখন আপনি ওয়ার্ড বা নোট প্যাড ওপেন করে সেখানে পেস্ট করে দিন। 

ব্যাস কাজ শেষ এবার দেখুন ওই টেক্সট টি আপনার ওয়ার্ড বা নোট প্যাডে চলে আসেছে। 

এরকম ভিভিন্ন সফটওয়্যার পেতে নিচের এই লিংকে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

life

 

 

এবং নিচে আপনার সুবিধার্থে বেশ কিছু টিউনের লিংক দিয়ে দিলাম, সময় পেলে দেখে নিবেনঃ 

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bai ekta file download korar jonno eto gulo link apni dilen??

ore khaise re……………………………………

user bro apnader jonno ami direct link diye dissi https://uploadex.com/a2tacabzjais

    ভাই এই গুলা অন্য টিউনের লিংক। ডাউনলোডএর জন্য একটাই লিংক দেয়া আছে।
    আর বাকি গুলা হল অ্যাড, দেখেন না এখন সবজাগাই অ্যাড আর অ্যাড, কোন পেজ অ্যাড ছাড়া নেই।
    আমারা গরীব মানুষ কোন ওয়েব সাইট ও নেই, তাই আর কি করা, স্ট্যাটাস বজাই রাখার জন্য, ফহিন্নির মতো নিজের অ্যাড নিজেই দিলাম।

ইমান হাসান ভাই আমি এ্যাডফাইভার এর একাউন্ট আপনার রেফারাল লিংকে ওপেন করেছিলাম বাট কাজ করতে পারছি না। দয়া করে হেল্প করবেন। আমার স্কাইপি nazrul112

    ভাই আমার ১০০ রেফারেল পূর্ণ হয়ে গেছে তাই আর পারছেন না।
    আর যদি বলেন যে পেজ ই ওপেন হচ্ছেনা তাহলে বলবো, ওই সাইট টা আপাতত আমাদের দেশের জন্য সার্ভার অফ আছে। আমি ভি পি এন দিয়ে ব্যাবহার করছি। আপনি চাইলে ভি পি এন ব্যাবহার করুন।

ধন্যবাদ ভাই 🙂

Level New

ভাই এটা দিয়ে কি বাংলা পি ডিএফ খেকে বাংলা লেখা ওয়ার্ড ফাইলে কনভার্ট করা যায় ?

    ভাইয়া আমি বাংলা পরিক্ষা করে দেখি নাই, আপনি ডাউনলোড করে দেখতে পারেন।
    বাংলা আমার প্রয়োজন পরে নাই, তাই আর দেখি নি।