ভিপিএস কি?? বাংলাদেশের কোথায় স্বল্প মুল্লে ভাল মানের ভিপিএস পাবেন? জেনে নিন …

ভিপিএস(VPS) হোস্টিং কি জিনিসঃ
যারা ভিপিএস(VPS) কি একবারেই জানেন না তাদের বলি সহজ ভাষায় এটা একটা ভার্চুয়াল কম্পিউটার ঠিক আপনার ব্যক্তিগত কম্পিউটারের মত। ভিপিএস কিনলে ঐ ভার্চুয়াল কম্পিউটার আপনি ব্যবহার করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে। ঠিক ব্যক্তিগত কম্পিউটারের মত। আবার যতখুশি আপনার ওয়েবসাইটও হোস্ট করতে পারবেন। আর ওয়েবসাইট লোড হবে বিদ্যূৎ গতিতে। শেয়ার হোস্টিং এ আপনার ওয়েবসাইটসহ আরও অনেক মানুষের ওয়েবসাইট হোস্ট করা হয়। অর্থাৎ একটা ভার্চুয়াল কম্পিউটার অনেক মানুষ ব্যবহার করে। যার ফলে ওয়েবসাইট লোড স্পিড কমে যায়, একটু ভিসিটর বাড়লেই সাইট অফলাইন হওয়াসহ নানা জটিলতায় পরতে হয়। কিন্তু ভিপিএস এ সেসব নাই। মাসে যদি মিলিয়ন ভিসিটরও আসে আপনার সাইট অফলাইন হবে না, লোডিং স্পিড কমবে না।

ভিপিএস সাধারনত দুই ধরনের

১. মেনেজড ভিপিএসঃ cPanel /WHM থাকবে।

২. আন মেনেজড ভিপিএসঃ cPanel /WHM থাকবে না।

 

আপনার কি ভিপিএস দরকার?

আপনি যদি নিজের এটা পোর্টফোলিও বা জীবনবৃত্তান্ত টাইপের কিছু কাজ করতে যেখানে সাধারন এইচটিএমএল, সিএসএস ব্যবহার করা হবে তাহলে আপনার ভিপিএসএর দরকার হবে না। আরএকটু বড় মাপের সাইট যাতে অনেক লোকজন ভীর করবে তার জন্য ভিপিএস নিতে পারেন। আর যদি সাইটের ভিজিটর দিনে ১৫,০০০ এর বেশি হয় আর ভিডিও, ছবি ইত্যাদিতে ভরে থাকে তাহলে ডেডিকেটেড এ চলে যেতে পারেন। আরেকটা কথা বলি, কোন সারভার টেস্ট করার জন্য ১ মাসের জন্য কিনেও পরীক্ষা করে নিতে পারবেন।তারপর এটি পছন্দ হলে এক বছরের জন্য নিয়ে নেন।

কিভাবে কিনব ??

আপনি যদি বিদেশি কোন কম্পানি থেকে কিনতে চান  আপনাকে paypal/payza/mastarcard ব্যবহার করে ডলার দিয়ে কিনতে হবে।

বাংলাদেশে জান্নাত হোস্ট স্বল্প মুল্লে ভাল ভিপিএস দিয়ে থাকে। জান্নাত হোস্ট মাত্র ২৭০০ টাকায় ভিপিএস(মেনেজড), ১২০০ টাকায় রিমোট ডেক্সটপ ভিপিএস দেয়।জান্নাত হোস্টে ঘুরে আস্তে এখানে ক্লিক করুন।

টিউনটি পরার জন্য ধন্যবাদ।

Level New

আমি মানিক হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রজুক্তিকে ভালবাসি... তাই প্রজুক্তির বড় নেটওয়ার্ক এর সাথে যুক্ত হলাম


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইন্ডিয়ান ভীসার জন্য VPS এর ভুমিকা কি একটু যদি বলতেন???

    আমরা ইন্ডিয়ান ভিসার কাজ করি না তাই বলতে পারছি না … তবে আমাদের বেস কিছু ক্লাইন্ট ভিসার বেপারে ভিপিএস নিয়েছে । ভিসার বেপারে ভিপিএস নিলে আমাদের ৩ নং প্যাকেজটি বেস্ট হবে । ধন্যবাদ