বিনামূল্যে ওয়াইফাই চালান খুব সহজে মাত্র ১ mb এর সফটওয়্যার দিয়ে

বিনামূল্যে ওয়াইফাই চালানর ধাপ

উপকারী এই অ্যাপ্লিকেশনটির নাম ভার্চুয়াল রাউটার। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ সার্ভার ১২ এবং উইন্ডোজ ১০ অপারেটিংয়ে কাজ করবে এই অ্যাপ্লিকেশনটি। ডেস্কটপ বা ল্যাপটপে কীভাবে এই অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করবেন সেটি নিচের ধাপগুলোতে দেখে নিন
dowload link comment box e
প্রথম ধাপ : অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল

এটা খুবই সহজ কাজ। ভার্চুয়াল রাউটারের হোমপেজ থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন এবং ইনস্টল করে নিন।

দ্বিতীয় ধাপ : নেটওয়ার্ক কনফিগারেশন

এখন নিজের নেটওয়ার্ক তৈরি করে সেখানে নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড দিন। আপনার এই নেটওয়ার্কের নামটাই অন্যান্য ডিভাইসে দেখা যাবে। এখন ড্রপডাউন লিংক থেকে যে কানেকশনটি আপনি শেয়ার করতে চান সেটা সিলেক্ট করুন। আপনি কীভাবে কানেক্ট করতে চান অন্য ডিভাইস সেটার ওপর ভিত্তি করে সেটিংস আলাদা হবে। যদি আপনি ‘ইথারনেট কানেকশন’ দিতে চান তাহলে সেটা সিলেক্ট করুন। আবার যদি ওয়াইফাই কানেকশন দিতে চান তাহলে ‘ওয়াইফাই ডিভাইস’ অপশনটি সিলেক্ট করুন।

এরপর ‘স্টার্ট ভার্চুয়াল রাউটার’ অপশনে ক্লিক করুন।

তৃতীয় ধাপ : কানেকশন শেয়ার এনাবেল করুন

কানেকশন শেয়ার এনাবেল করতে স্টার্ট মেনুতে সার্চ দিয়ে ‘ভিউ নেটওয়ার্ক কানেকশন্স’ খুঁজে বের করুন। সেখানে নিজের যে কানেকশনটি আপনি শেয়ার করতে চান (ইথারনেট অথবা ওয়াইফাই) সেটার নাম দিয়ে রাইট ক্লিক করুন এবং ‘প্রপার্টিজ’ সিলেক্ট করুন। প্রপার্টিজের মধ্যে ‘শেয়ারিং’ নামের একটি ট্যাব পাবেন। সেখানে ‘অ্যালাউ আদার নেটওয়ার্ক ইউজার্স টু কানেক্ট থ্রো দিন কম্পিউটার্স ইন্টারনেট কানেকশন’ অপশনটি চেক করে নিন।

এখন আপনার ওয়াইফাই কানেকশনটি চালু হয়ে গেছে।

চতুর্থ ধাপ : অন্য ডিভাইসের সঙ্গে কানেক্ট করুন

ওয়াইফাই সেটআপ কনফিগার করা হয়ে গেলে এখন অন্য ডিভাইস থেকে আপনার কানেকশনে ওয়াইফাই হটস্পট ব্যবহার করতে পারবেন অন্যরা। সেসব ডিভাইসে আপনার কানেকশনের নাম আসবে এবং কানেক্ট করে পাসওয়ার্ড দিলে অন্য ডিভাইস থেকে আপনার নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।

পঞ্চম ধাপ : কাজ শেষে অ্যাপটি বন্ধ করুন

কাজ শেষে ওয়াইফাই সংযোগটি বন্ধ করে দিন। ‘স্টপ ভার্চুয়াল রাউটার’ অপশনে ক্লিক করলেই কানেকশনটি বন্ধ হয়ে যাবে।

Level 0

আমি মুহাম্মদ আলী আকবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

onnora use korte parbe good, but wifi hack kora jay kivabe seta janle bolen?