ফরমেট ছাড়াই আপনার ফ্লাস ড্রাইভকে FAT32 থেকে NTFS এ কনর্ভাট করুন!

প্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

আমরা যারা পেনড্রাইভ বা ফ্লাস ড্রাইভ কমবেশি সবাই ব্যবহার করে থাকি। আমাদের সবারই কার না কার পেনড্রাইভ আছে। প্রতিনিয়ত আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল আদান প্রদান করার জন্য পেনড্রাইভ ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যখন বড় কোন সাইজের ফাইল পেনডাইপে কপি করতে চাই তখন তা কপি করতে পারিনা, আসলে আমরা কি সবাই সেটা জানি হয়তবা কেউ জানি কেউ জানিনা। আমরা সাধারনত কোন মেমরি কার্ড অথবা ফ্লাস ড্রাইভ ফরমেট করি, সেটা FAT32 মোডে করে থাকি। আর এই FAT32 মোডে কোন মেমরি অথবা পেনড্রাইভ ফরমেট করা থাকলে সেটাতে সর্বোচ্চ ৪গিগাবাইট এর নিচে কপি করতে পারি ৪গিগাবাইটের উপরে কপি করতে হলে NTFS মোডে মেমরিকার্ড অথবা পেনড্রাইভ কে ফরমেট করতে হয়।

আমরা যদি সেটা করতে চাই তাহলে খুব সহজে করতে ফরমেট অপশনে গেলে সেটা করতে পারব। তবে এই পদ্ধতিতে কাজ করতে গেলে আপনার সব ডাটা হারিয়ে যাবে।

যদি এমনটায় হয়ে থাকে যে আপনি ১৬গিগাবাইট অথাব ৩২গিগাবাইট (আর হতে পারে) সাইজের মধ্যে আপনি অনেগুলোই কপি করে ফেলছেন তখন যদি আপনার বড় কোন ফাইল কপি না হয় সে অবস্থায় আপনি কি চাইবেন ফরমেট করতে। অবশ্যই না যদি আপনার প্রশ্ন না হয়ে থাকে তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

প্রথমে আপনার মেমরি অথবা ফ্লাস ড্রাইভের  পাথ কত তা দেখে নিন। যেমন আমার ক্ষেত্রে হয়েছে D এরপর কমান্ড প্রমপট খুলুন লিখুন convert d: /fs:ntfs লিখে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে নিচের চিত্রে মত দেখতে পাবেন। এর আপনার ড্রাইভের মধ্যে ঢুকে দেখুন সব ফাইলই আছে।

টিউনটি সুন্দর ভাবে পড়ার জন্য

ধন্যবাদ

Level 0

আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস