কেমন হতে পারে আপনার ব্লগের ইউআরএল স্ট্রাকচার ?

ব্লগের সার্চ ইন্জিন অপটিমাইজেশনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্লগ পোষ্টের স্ট্রাকচার । অনেক কারণেই ব্লগের স্ট্রাকচারগুরুত্বপূর্ণ । আপনার ব্লগপোষ্টগুলোর ঠিকানাই হচ্ছে এই পারমালিংকগুলো, তাই এদেরক্ষেতে সাবধানতাতো অবল্মবন করতেই হবে । তাছাড়া সার্চ ইন্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব আছে । পোষ্টের বিশেষ কিওয়ার্ডগুলো ইউআরএলে থাকলে তা সার্চ রেংকিয়ে ভাল অবস্থান পেতে সহায়ক হয় । কয়েকটি বিষয় খেয়াল রাখলেই আপনার পোষ্ট স্ট্রাকচারটিও হতে পারে সার্চ ট্রাফিকের কারণ ।

কিওয়ার্ডবেসড রাখুন:

পোষ্টের সফলতার ক্ষেত্রে অন্যতম প্রভাবক হতে পারে সঠিক কিওয়ার্ডবেসড পোষ্ট ইউআরএল । আগেই বলা হয়েছে সার্চ ইন্জিন রেংকিয়েও এটি বিশেষ গুরুত্ববহন করে । সার্চবটগুলো ইউআরএলে কিওয়ার্ড পেলে তা সার্চ রেজাল্টে ভাল স্থান পায় ।

পোষ্ট টাইটেল:

পোষ্ট টাইটেলটাকেই পোষ্ট ইউআরএল ব্যবহার করা সবচেয়ে জনপ্রিয় উপায় । যেহেতু পোষ্ট টাইটেলেই পোষ্টের কিওয়ার্ড মোটামুটি থাকে, তাই পোষ্ট টাইটেলটাকেই পোষ্ট ইউআরএল ব্যবহার করা বুদ্ধিমানের উপায় । এটি করলে প্রতি পোষ্টের জন্য বারবার আলাদা আলাদা ইউআরএল টাইপ করার ঝামেলা কমে যায় ।

তারিখ পরিহার করুন:

অনেকেই পোষ্ট ইউআরএলে তারিখ (দিন, মাস, বছর) ব্যবহার করেন । এতে কোন লাভতো হয়ই না, বরঞ্চ উল্টো দুটি সমস্যা । এক. ইউআরএল অযথা বড় হয়ে যায়, দুই. পোষ্টে তারিখের তকমা স্থায়ীভাবে লেগে যায় । যেহেতু সার্চাররা নতুন পোষ্ট পড়তে আগ্রহী, তাই আপনার পোষ্ট সার্চ রেজাল্টে ভাল অবস্থানে থাকলেও কেবল পুরাতন ভেবে পাঠক তা এড়িয়ে যেতে পারেন ।

যথা সম্ভব ছোট রাখুন:

পোষ্ট ইউআরএলটিকে যথা সম্ভব ছোট রাখার চেষ্টা করুন । বেশী বড় হয়ে গেলে এডিট করে শুধু কিওয়ার্ডগুলো রাখুন, of, from , is ইত্যাদি শব্দ বাদ দিতে পারেন । আপনার পোষ্ট ইউআরএলকে যথা সম্ভব ছোট রাখুন । বেশী বড় ইউআরএল সার্চ ইন্জিন অপটিমাইজেশনের জন্য ক্ষতিকারক ।

".html" থাকতে পারে:

অনেক ব্লগেই দেখবেন পোষ্ট ইউআরএলের শেষে ".html" থাকে । চাইলে এটি রাখতে পারেন । তবে এর জন্য পাঠকের উপর কোন ভাল বা মন্দ প্রভাব পড়বে না ।

অপরিবর্তিত রাখুন:

আপনার সকল লিংক বিল্ডিং ও SEO পদ্ধতিই ভেস্তে যাবে যদি বারবার পোষ্ট পার্মালিংক স্ট্রাকচার পরিবর্তন করেন । একবার সাইট জনপ্রিয় বা বেশ কিছু লিংক ছড়িয়ে দেয়া হয়ে গেলে আর ভুলেও ইউআরএল পরিবর্তন করা উচিত নয় । যারা ব্লগার.com থেকে সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেসে যাবেন তারা খুবই সাবধানতার সাথে কাজটি করুন (এই নিয়ে বিস্তারিত পোষ্ট থাকছে) ।

বাংলা ব্লগের জন্য:

যারা বাংলা ব্লগ চালাচ্ছেন বা চালাতে আগ্রহী তাদের আরো বিশেষ কিছু টিপস:

টাইটেল পরিহার করুন:

যেহেতু বাংলা ইউআরএলের শব্দগুলো সার্চ রেজাল্টে সঠিকভাবে আসে না, তাই সঠিক সিদ্ধান্ত হল টাইটেলকে ইউআরএল হিসেবে ব্যবহার না করা । করলে ছোট একটা বাংলা শব্দও বিশাল এক পরিনত করবে আপনার ইউআরএলকে ।

অযথা শব্দ পরিহার করুন:

অবাক হলেও সত্য বেশীর ভাগ বাংলা ব্লগে পোষ্ট আইডিটাকে কুৎসিত রুপে ব্যবহার করা হয় । পোষ্ট আইডির পূর্বে "post-id" বা এই ধরনের কোন শব্দ ব্যবহার করা হয় । এতে কি কোন লাভ আছে ? শুধু শুধু ইউআরএল বড় হয়ে যায় । তাই চেষ্টা করবেন সচেতনতার সাথে এগুলো পরিহার করতে ।

ক্যাটাগরী স্লাগ:

যেহেতু বাংলা টাইটেল ব্যবহার করা যাচ্ছে না, তাই ক্যাটাগরীর ইংরেজী স্লাগ ব্যবহার করতে পারেন । এতে সার্চ বটের কিছুটা হলেও সুনজরে আসা যাবে ।

সাব ডোমেইন পরিহার করুন

অনেক বাংলা ব্লগে টপ লেভেল ডোমেইন থাকলেও "bn" সাব ডোমেইন ব্যবহার করেন । মূল ডোমেইনে অন্য সাইট না থাকলে এই কাজটিও পরিহার করা যেতে পারে ।

ইউআরএলই ইন্টরনেট জগতে আপনার পোষ্টগুলো পরিচয় । নিজ সৃজনশীলতা ব্যবহার করে এইক্ষেত্রেও এগিয়ে থাকতে পারেন বাকি দশজন থেকে ।

পূর্ব প্রকাশ @ব্লগদেশ.com

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন।

ধন্যবাদ আপনাকে ফাটাফাটি এই অনুবাদ টিউনের জন্য। আরো টিউনের অপেক্ষায় রইলাম।

    অনুবাদ টিউন ??

    যাইহোক মন্তব্যের জন্য ধন্যবাদ

    মূলসাইটে এমন আরো পোষ্ট পাবেন, http://blogdesh.com

Level 0

ধন্যবাদ

সুন্দর লিখেছেন অনেক ভাল হইছে,
অনেক অনেক ধন্যবাদ।