Download Facebook Video easily without Software Or Downloader

Facebook এর ভিডিও নিয়ে ঝামেলাতে পড়ে নি এমন লোকের সংখ্যা কমই বলা যায়। ঝামেলাটা হলো ভিডিও দেখা গেলেও ডাউনলোড করা যায় না। বিভিন্ন ধররেন Add-ons বা Software ব্যবহার করেও অনেক ক্ষেত্রে সফলতা পাওয়া যায় না। এটা নিয়ে একটা টিউন করার জন্য অনেকের কাছ থেকেই অনুরোধ পেয়েছি। কিন্তু সময়ের অভাবে টিউন করা হয়ে উঠে না। আজ হঠাৎ মনে পড়াতে বিষয়টা নিয়ে একটি লিখা লিখতে বসে গেলাম। আমরা এ টিউনে Facebook Video গুলো Software ছাড়া কিভাবে ডাউনলোড করা যায় তা দেখবো।

Facebook এ দুই ধরনের ভিডিও থাকে। একটি হলো অন্য কোন সাইটের বা সার্ভারের ভিডিওর লিংক যাতে ক্লিক করলে ঐ সাইটের Page এ Redirect করে। যেমন কেউ YouTube বা অন্য কোন সাইটের একটি ভিডিওFacebook এ শেয়ার করে দিলো। ঐ ভিডিওগুলোর জন্য আমার টিউনটি কাজ করবে না। অনেকে আবারVideo চলাবস্থায় একটি স্ক্রীনশট নিয়ে তা টিউন করে যা দেখলে অবিকল ভিডিও এর মত লাগে। ভিডিও মনে করে ওটাতে ক্লিক করার সাথে সাথে তা অন্য আরেকটি পেজে Redirect করে। যেমন নিচের স্ক্রীনশটটি দেখুন।

দেখতে ভিডিও'র মত মনে হলেও আসলে এটি একটি শেয়ার করা লিংক মাত্র যাতে কোন ভিডিও নেই। ফেসবুকের ভিডিওগুলোতে সাধারণত নিচের মত Video নামে একটি লিংক যুক্ত থাকে। ঐ লিংকটাতে ক্লিক করলেই ভিডিওটি সরাসরি Play হয়।

ওটা দেখলে আপনি একপ্রকার নিশ্চিত হতে পারেন যে ওটা ফেসবুকের ভিডিও। তবে নিজের আপলোড করা ভিডিও বা কিছু কিছু পেজের ভিডিওতে ঐ লিংকটি নাও থাকতে পারে।

Download Without Down-loader:

আমরা Facebook Video নিয়েই আলোচনা করবো যা Facebook এর Server এ Upload করা হয় এবং যাFacebook এর পেজে চলে। তাই কাজ শুরু করার আগে ভিডিওটি Facebook এর কি না তা টেস্ট করে দেখুন।আমরা আমাদের টিউটোরিয়ালে Google Chrome ব্যবহার করেছি।

১. যে ভিডিওটি ডাউনলোড করবেন তার উপর Right Click করে Inspect Element এ ক্লিক করুন। Inspect Element এর জন্য কোন Video Play করার দরকার নেই। বরং Play অবস্থায় কিংবা সরাসরি Preview থেকেওInspect Element Option টা পাওয়া যাবে।

২. ডানপাশে বিস্তারিত কোড নিয়ে একটি পেজ খুলবে। ঐ পেজে Scroll-bar (Black Arrow Mark) টাকে একটু উপরে তুললেই দেখবেন -</ video> লেখা Video Closing Tag (Green Arrow). এর উপরে যেটা আছে সেটাই হলো আমাদের প্রয়োজনীয় Video এর লিংক (Blue Arrow Mark)। Link টির সাথে ভিডিও’রResolution সহ অন্যান্য তথ্য পাওয়া যাবে।

৩. ঐ লিংকটার উপর Right Click করে Open link in new tab এ ক্লিক করুন।

৪. নতুন একটি Tab এ Video টি Play হবে। এখন Video টির উপর Right Click করে Save video as… এক্লিক করেই আপনার পছন্দমত জায়গায় Save করে নিতে পারে।

Download With Downloader:

যারা Down loader দিয়ে Download করতে চান তারা Link টি কপি করে Downloader এর Add URL এPaste করে দিলেই কাজ হয়ে যাবে।

যেমন আমি XDM দিয়ে Download করার জন্য লিংকটা পেস্ট করার সাথে সাথেই ডাউনলোডের জন্য প্রস্তুত।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaiya apnake mani mani tnx emon ekta tutorial ei ami ceyecilam….tnx vaiya