জেনে নিন ফেসবুকে কোন কোন বন্ধু আপনাকে আনফ্রেন্ড করেছে!!!!

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন।
Facebook, হ্যাঁ সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে সবার প্রিয় ভার্চূয়াল স্ট্যান্ড ফেসবুকের কথাই বলছিলাম। বর্তমান সময়ে এসে ইন্টারনেটের সাথে সংযুক্ত, অথচ একটা ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর।
আমরা অনেকেই হয়তো প্রতিদিন ফেসবুকে লগিন করি না। কেউ ২দিন,৩ দিন, ৫ দিন ৭ দিন পরেও লগিন করি।তখন ফ্রেন্ড লিস্ট চেক করলে দেখতে পাই যে, দুইদিন আগে ফ্রেন্ড ছিল ২৫০০, কিন্তু দুইদদিন পর দেখতে পাই যে ফ্রেন্ড সংখ্যা কিছুটা কমে গেছে।কিন্তু আমরা সহজে জানতে পারি না যে, কারা কারা আমাকে আনফ্রেন্ড করলো বা বন্ধু তালিকা থেকে ডিলিট করে দিলো। যারা এমন সমস্যায় পড়েছেন তাদের জন্যই এই টিউন।
বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউনে।
সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুক বর্তমানে
আমাদের দৈনন্দিন
জীবনের একটি বড় অংশ
জুড়ে আছে। আর এই
মাধ্যমটির প্রাণ হল
ভার্চুয়াল বন্ধুরা। বন্ধুদের
বিভিন্ন আপডেট পাওয়া
এবং তাদের সাথে
যোগাযোগ রক্ষা করাই এর
মূল উদ্দেশ্য।
ফেসবুকে অনেক ধরণের
ফিচার থাকলেও একটি
ফিচার কিন্তু নেই। সেটি
হল, কোন বন্ধু যদি তার বন্ধু
তালিকা বা ফ্রেন্ডলিস্ট
থেকে আপনাকে অপসারণ
করে, তাহলে আপনার কিন্তু
সেটি জানার কোন উপায়
থাকবে না যতক্ষণ না আপনি
তার ওয়ালে ঢু মারছেন।
জেনে নিন ফেসবুকে কোন
বন্ধু আপনাকে আনফ্রেন্ড
করেছে
তবে এরও সমাধান আছে।
আপনি এখন চাইলেই জেনে
নিতে পারবেন কে
আপনাকে আনফ্রেন্ড
করেছে। আর এজন্য ছোট
একটি উপায় অবলম্বন করতে
হবে।
এজন্য প্রথমেই আপনার
অ্যান্ড্রয়েড, আইওএস
কিংবা ওয়েব ব্রাউজারে
ইন্সটল করে নিতে হবে "Who
Deleted Me on Facebook" নামের
ছোট এই অ্যাপ বা
ব্রাউজার এক্সটেনশনটি।
প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
এই অ্যাপটি ইন্সটল করার পর
আপনার কোন বন্ধু আপনাকে
আনফ্রেন্ড করলে
তাৎক্ষণিকভাবে সেই তথ্য
আপনাকে জানিয়ে দেবে
এই অ্যাপ।
তো আজকে এপর্যন্তই। সবাইকে ধন্যবাদ।
"ভালো থাকুন সবাই, ভালো রাখুন চারপাশের সবাইকে"
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।

Level 0

আমি আদিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইনে PTC সাইটে কাজ করছেন বা করতে চান। Paidverts,Ayuwage,Traffic Monsoon, Adfiver, Neobux, Littlebux ইত্যাদি সাইটে কাজ করার আগে একবার টিউন টি পড়ুন(পরে পস্তাবেন না): https://www.techtunes.io/?p=402219 .

thanks @আতিকুর রহমান

ভাল

tnx @আলামিন

tnx @আমিন