❄আপনার এন্ড্রয়েড ফোনটি কি স্লো?ল্যাগি?? Ram কম??নিয়ে নিন ৫০০ এম্বি এক্সট্রা Ram!!!আর সেট কে বানিয়ে ফেলুন একদম স্মুথ এন্ড স্পিডি!!!!!!❄

>>প্রথমেই বলে রাখি এটা শুধুমাত্র রুট ইউজারদের জন্য প্রযোজ্য!! হ্যাপি এন্ড্রয়েড লাইফ এর জন্য ফোনের RAM এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কারণ Ram কম থাকলে সেট অনেক স্লো হয়ে যায়,এক টা অ্যাপ ওপেন করতেই অনেক সময় লেগে যায়,কোন গেম স্মুথলি খেলা যায়না
.
কখনো এমনো ইচ্ছা হয় যেনো ফোন টাকে আছাড় মেরে গুলিয়ে ফেলি!বারবার ফোন রিসেট দিয়েও তেমন সুবিধা পাওয়া যায়না!!কারণ কিছুদিন পর আবার সেই স্লো হয়ে যায়।এ সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ এই টিউনেই পাবেন।
.

>>বিস্তারিত:Ram এর উপরোল্লিখিত সমস্যা সমাধানের জন্য আমরা সাধারণত Ram Expander, Universal Ram দিয়ে Ram বাড়িয়ে থাকি।কিন্তু এতেও খুব বেশি সন্তুষ্ট যারা হতে পারছেন না তারা এটি ট্রাই করুন।এটি একটি ফ্ল্যাশেবল জিপ ফাইল যেটি CWM এর মাধ্যমে ফ্লাশ করতে হতে হবে।এটা মুলত ভার্চুয়াল Ram,Swap Ram।তো চলুন আসল কাজ শুরু করা যাক।প্রথমেই Swap Ram এর জিপ ফাইল টি ডাউনলোড করে নিন।
.

━━━━━━━━━━━━
●ডাউনলোড লিংক: Download Swap Ram

ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে গিয়ে Create Download এ ক্লিক করুন।প্লেস্টোর বা কোন ট্যাব পপআপ হলে ব্যাকে এসে Create Download এ ক্লিক করবেন।]]
সাইজ:৪ এম্বি মাত্র
.

<strong>নিয়মাবলী :
১।প্রথমেই লিংক থেকে জিপ ফাইল টা ডাউনলোড করে নিন।(UCBrowserদিয়ে)
তারপর এটিকে SD Carder ভিতরে রাখুন কোন ফোল্ডারের ভিতর নয় বরং বাইরেই।এবার ফোন অফ করে Power Button আর Volume + Button একসাথে ধরে রেখে রিকোভারি মুডে যান।বা যেকোন এপ ব্যবহার করুন যেমন Rebooter।
.

২।এখন Install Zip From SD Card সিলেক্ট করে Choose Zip From SD Card এ গেলে আপনার SD শো করবে।জিপ ফাইল টি সিলেক্ট করে Yes এ ক্লিক করুন।কিছু সময় লাগবে।ব্রিক লেখা উঠবে,SD Card Damage লেখা আসবে ভয় পাইয়েন না এটা Developer মজা করে লেখছে 😛 :D। [[সিলেক্ট করতে পাওয়ার বাটন আর উপর নিচ করতে ভলিউম বাটন ব্যবহার করবেন।]]

৩।ফোন রিবুট দিলে অ্যাপ ড্রয়ারে দুটি অ্যাপ দেখতে পাবেন।Universal Init.d Support আরেক টি Disk info.
Universal init.d এপ ওপেন করুন।এবার Active লেখায় ক্লিক করুন!Done বা Ok লেখা আসলে ফোন রিবুট দিন!
.
৪।এবার Disk info এপ ওপেন করুন আর দেখুন ম্যাজিক!! 500 MB SWAP RAM!!!তো আর কি! ইঞ্জয় করুন।মাঝেমাঝে
এই অ্যাপ ● https://uploadex.com/cg1i64x9jlg5
দিয়ে বুস্ট করতে হবে।(যদি স্লো হয়ে যায়)বুস্ট টা নিয়মিত করাই ভাল ;)<strong/>
.

▶সতর্কতা:সবসময় SD Card এ ৬০০ এম্বি জায়গা রাখবেন।
সিস্টেম কাজ তাই নিজ দায়িত্বে করুন।কোন প্রকার ক্ষতির জন্য আমরা দায়ী থাকবোনা।
CWM দিয়ে টেস্ট করা হয়েছে।CTR/TWRP দিয়ে হবে কিনা শিওর নই।
.

টিউন টি ভাল লাগলে টিউমেন্ট করে আপনার মূল্যবান টিউমেন্ট জানাবেন।
জরুরী টিপ্স তাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
ধন্যবাদ সববাইকে।ভাল থাকুন,সুস্থ থাকুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।

@ARK

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

Sony Ericsson Er MT25I model a kaj hobe?

ha kaj hobar kotha.try kore dekhun.r cwm kore backup rakhar onurodh roilo

Level 0

ভাই আমার সেম্ফোনি ডব্লিউ 32 । এতে ইন্সটল abort Dekhay Install Hoy Na ……. Root Kora Farmaroot.apk diye ……… Ki korte pari

ভাইয়া মেমোরি কার্ড এর কোন ক্ষতি হবে কি?????

প্লিজ জানাবেন

ঘরে বসে অনলাইন আয় করে ক্যারিয়ার গড়তে চান ? তাহলে এই লেখাটি আপনার জন্য।
https://www.techtunes.io/freelancing/tune-id/397437