
তখন ছিল ২০১৩ সাল। নিজের একটা ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। সেটা অবশ্যই হতে হবে নিজের একটা ডোমেইন কিনে।
কিন্তু কিছু প্রশ্ন মাথাই আসল যা আমার ওয়েবসাইট বানানোর পথে বাঁধা হয়ে দাঁড়ালো। কোন একটা কাজের শুরুতে এমন বাঁধা আসলে সবকিছুই নষ্ট হয়ে যেতে পারে।

প্রশ্ন হচ্ছে ডোমেইন কিনব কোথা থেকে ? আর কিনব যে তাদের টাকা পরিশোধ করব কিভাবে ?
ডোমেইন তো দেশি বাঁ বিদেশি যেকোনো প্রতিষ্ঠান থেকে মানুষ কেনে। তারা কিভাবে কেনে আর আমিই বা কিভাবে কিনব ?
দেশি প্রতিষ্ঠান থেকে কিনব ? কিন্তু তাদের সম্পর্কে যে রিভিউ পড়েছি তা তো ইতিবাচক কথা বলে না।
অনেক মানুষের অভিজ্ঞতা বলে দেশি প্রতিষ্ঠান ডোমেইন এর নিয়ন্ত্রণ গ্রাহকের কাছে দেয় না। প্রয়োজনের সময় তাদের কাছ থেকে গ্রাহক সেবা পাওয়া যায় না।
তো সিদ্ধান্ত নিলাম বিদেশি প্রতিষ্ঠান থেকে ডোমেইন কিনব। আমি ভাই অমন সমস্যায় পড়তে চায় না।

বিদেশি কোন প্রতিষ্ঠান থেকে ডোমেইন কিনব তা নিয়ে অনলাইনে গবেষণা শুরু করে দিলাম। প্রতিষ্ঠান এর তো দেখি অভাব নেই।
৮-১০ টি প্রতিষ্ঠান মোটামুটি সবার সেরা তালিকায় থাকে। আমাকে কিনলে তাদের যেকোনো একজনের কাছ থেকেই কিনতে হবে।
তো এবার আমাকে একটি প্রতিষ্ঠান বাছাই করতে হবে। কিন্তু আমি সমস্যায় পড়লাম অন্য জায়গায়।

টাকা পরিশোধ করতে গেলে আমাকে পেপালে একাউনট কিংবা ক্রেডিট কার্ড থাকতে হবে। আমার তো এই দুইটার কোনটাই নাই।
কিন্তু আমাকে তো ডোমেইন কিনতেই হবে এবং সেটা অবশ্যই হতে হবে খুব ভালো মানের প্রতিষ্ঠান থেকে। অবশেষে একটি প্রতিষ্ঠান খুজে পেলাম।
গুনগত মান, খ্যাতি, দাম এবং টাকা পরিশোধের সুযোগ আমাকে এই ডোমেইন সেবা প্রদান কারী প্রতিষ্ঠানের কাছ থেকে ডোমেইন কিনতে উতসাহিত করেছে। আর প্রতিষ্ঠানটির নাম হচ্ছে NAMESILO.
আরও কয়েকটি প্রতিষ্ঠান পেয়েছিলাম যাদেরকে PAYZA ও SKRILL দিয়ে টাকা পরিশোধ করা যায়। কিন্তু কোন প্রতিষ্ঠানই NAMESILO এর মতন উপরের দিকে ছিল না।

ডোমেইন কিনলাম এবং তাও আবার ডিসকাউনটে। NAMESILO তে রয়েছে টাকা পরিশোধের অনেকগুলো মাধ্যম।
আমি PAYZA এর মাধ্যমে টাকা পরিশোধ করলাম। তখন অবশ্য এর অন্য নাম ছিল ALERTPAY।
বাংলাদেশিদের জন্য PAYZA আর SKRILL হচ্ছে অনলাইনে কেনাকাটা করার সর্বোত্তম মাধ্যম। এখন অবশ্য NAMESILO তে PAYZA দিয়ে টাকা পরিশোধ করা যায় না।
আমি এখন SKRILL দিয়ে টাকা পরিশোধ করি। আমার সবগুলো ডোমেইন NAMESILO থেকে কেনা।
কিছু বিষয় জেনে রাখা ভালঃ
ডোমেইন কেনার আগে নিচের প্রশ্নগুলোর উত্তর জানা জরুরিঃ
ডোমেইন কেনার খরচ কত?
ডোমেইন রিনিউয়াল খরচ কত?
ডোমেইন প্রাইভেছি কি ফ্রি নাকি বাৎসরিক চার্জ দিতে হয়?
ডোমেইন ট্রান্সফার সুবিধা কেমন ?
আমার কাছে সবদিক বিবেচনা করে ডোমেইন এর জন্য NAMESILO ই সেরা। এর অনেকগুলো কারণ রয়েছে।
NAMESILO থেকে ডোমেইন কিনলে আপনি সস্তায় কিনতে পারবেন। কেউ কেউ বলবেন কি বলেন ভাই এইসব। GODADDY তে তো অনেক সস্তায় পাওয়া যায়। দেখেন ভাই প্রথম বছর দাম দেখে লাফাবেন না। ডোমেইন যখন প্রতিবছর রিনিউ করতে যাবেন তখন ঠ্যালা টের পাবেন। দাম হবে অনেক। অন্যান্য অধিকাংশ ডোমেইন সেবা প্রদান কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অতএব সাধু সাবধান !

এমন প্রতিষ্ঠান থেকে ডোমেইন কিনুন যাদের কাছ থেকে রিনিউ করলে অত্যধিক অর্থ প্রদানের প্রয়োজন পড়ে না। বরং দাম সবসময় একই থাকবে।
টেকটিউনস এর পাঠকরা কুপন কোড ব্যবহার করে ডিসকাউনটে NAMESILO থেকে ডোমেইন কিনতে পারবেন। কুপন কোডগুলো এখানে দিতে পারতাম। কিন্তু দিলাম না। কারণ এতে হয়ত টেকটিউনস এর নীতিমালা লঙ্ঘিত হবে। কুপন কোডগুলো পেতে এই BLOG এ ঘুরে আসতে হবে।
আপনার যদি কোন ভালো দেশি ডোমেইন সেবা প্রদান কারী প্রতিষ্ঠানের নাম জানা থাকে তবে তাদের কাছ থেকে কেনাই উত্তম। দেশের টাকা দেশেই থাকবে।

এই টিউনটি ভালো লাগলে সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন এবং টিউনটি নির্বাচিত মনোনয়ন করুন।
সবাই ভালো থাকুন।
আমি শেখ এম্রান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই LINK Shortening সাইট বানাইলে কি কোন সমস্যা হবে। bit.ly বা adf.ly