কিভাবে VLC দিয়ে অডিও এবং ভিডিও ফাইলগুলো convert করবেন ?

আসসালামু আলাইকুম।আশা করছি সবাই ভাল আছেন।

অডিও, ভিডিও ফাইল convert  করতে আমরা প্রায় বিভিন্ন 3rd party software  ব্যবহার করে থাকি। আজকে আমি দেখাব এসব software ছাড়াই কিভাবে আমরা VLC  দিয়ে। খুব সহজে অডিও এবং ভিডিও ফাইলগুলো ইচ্ছামত ফর্মম্যাটে কনভার্ট করতে পারব।

তার আগে আমাদের কম্পিউটারে VLC player install থাকা প্রয়োজন। যেহেতু এটা একটা বহুল প্রচলিত software. তাই ধরে নিচ্ছি আমাদের সবার কাছে VLC player software টি রয়েছে। আর যদি না থাকে তবে নেটে সার্চ দিলে ডাউনলোড করে নিতে পারেন। অডিও, ভিডিও শোনা এবং দেখার জন্য একটি কার্যকরী ডেক্সটপ এপ্লিকেশন। তো এবার কাজে আসা যাক,

প্রথম ধাপঃ প্রথমে আমরা VLC player  টি open করব। তারপরে Media তে প্রবেশ করে

Convert/save এ ক্লিক করব।

 

দ্বিতীয় ধাপঃ ADD  এ ক্লিক করব এবং যে ফাইলটি কনভার্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নেব। এবার Convert/save বাটনে ক্লিক করব পরবর্তী ধাপে যাওয়ার  জন্য।

তৃতীয় ধাপঃ নিজের ইচ্ছামত একটি ফরম্যাট বেছে নিব চিত্রে দেখানো Profile এর ড্রপ-ডাউন মেন্যু থেকে।

চতুর্থ ধাপঃ এবারে চিত্রে দেখানো start বাটনে ক্লিক করব।

 

 

VLC media converter এ ফরম্যাটগুলো সাপোর্ট করে তার লিস্টঃ

অডিও ফরম্যাটঃ

Vorbis (OGG)
MP3
MP3 (MP4)
FLAC
CD

ভিডিও ফরম্যাটঃ

Android SD Low
Android SD High
Android HD
YouTube SD
YouTube HD
MPEG4 720p TV/device
MPEG4 1080p TV/device
DivX compatible player
iPod SD
iPod HD/iPhone/PSP

এবার আপনিও খুব সহজে ই প্রয়োজনীয় অডিও ও ভিডিও ফাইল কনভার্ট করুন পছন্দের ফরম্যাটে। 🙂

 

 

Level 2

আমি সাদ্দাম হোসাইন সম্রাট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, KM Player এ কি সম্ভব? সম্ভব হ‌লে Please Shareক‌রেন।