দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স।

Bluetooth দ্বারা দুটি কম্পিউটারের মধ্যে সহযেই Data Transfer করা যায়।

দুধরনের Bluetooth পাওয়া যায়।

1.     একটা হচ্ছে Plug and Play Bluetooth  এগুলোর জন্য কোন Software লাগে না ব্যবহার ও সহজ। দাম ও কম।১৫০-১৮০ টাকা।

2.     আরেকটার জন্য Driver বা Software লাগে। এগুলোর সাথে দেওয়া Software  দিয়ে ই Data Transfer করা যায়। তবে এগুলোর দাম একটু বেশি। ১৮০-২৫০ টাকা।

আমি Plug and Play Bluetooth   দ্বারা Data Transfer পদ্ধতি নিয়ে বলবো।

প্রথমে যে দুটি  কম্পিউটারের মধ্যে Data Transfer করবেন তাদের মধ্যে দুটি Bluetooth ডিভাইস যুক্ত করুন। System tray তে Bluetooth দেখতে পাবেন।

এবার যে কম্পিউটারে Data Transfer করবেন তার System tray তে Bluetooth আইকনে রাইট ক্লিক করুন এখান থেকে Open Bluetooth Settings নির্বাচন করুন।

যদি System tray তে Bluetooth আইকন না দেখতে পান তাহলে

Start > Control Panel > Network and Internet Connection > Bluetooth Device open করুন। উভয় ক্ষেত্রে ই নিচের মত দেখতে পাবেন।

এখান থেকে Option নির্বাচন করুন।

এবং Turn Discovery on এর পাশে টিক দিন। Ok করুন। যদি Turn Discovery on না করে থাকেন তাহলে সার্চ করে পাবেন না এ কম্পিউটার টি।

বিদ্রঃ ব্যবহার শেষ হলে এটি আবার আন চেক করে রাখবেন। তা না হলে ভাইরাস বা অন্য ম্যালওয়ার আক্রমন করবে আপনার কম্পিউটারকে।

এবার আবার যে কম্পিউটারে Data Transfer করবেন তার System tray তে Bluetooth আইকনে রাইট ক্লিক করুন এখান থেকে Receive a File নির্বাচন করুন।

এখন অন্য কম্পিউটার থেকে একটি ফাইল সিলেক্ট করে Send To তে ক্লিক করুন।

নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।

এখান থেকে ব্রাউজে ক্লিক করে Bluetooth Device Search করুন। তাহলে আপনার অন্য কম্পিউটার বা ডিভাইস টি পাবে। এবং Next এ ক্লিক করুন। তা হলে ফাইলটি Send হবে।  তার পর Finish এ ক্লিক করুন।

বিদ্রঃ Plug and Play Bluetooth   দ্বারা  একসাথে একটি  মাত্র ফাইল পাঠাতে পারবেন। আর কোন ফোল্ডার পাঠাতে পারবেন না। এটাই Plug and Play Bluetooth    এর প্রধান সমস্যা।

তবে Software যুক্ত গুলোর মধ্যে একাধিক ফাইল পাঠাতে পারবেন এমনকি ফোল্ডার ও। তবে এটি ব্যবহার করতে  Software বা Driver লাগে এটাই প্রধান সমস্যা।

আপনি যদি মোবাইল বা অন্য কোন ডিভাইস দিয়ে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার চান তাহলে এ Plug and Play Bluetooth   দ্বারা  সহাজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোন সফটোয়ার লাগবে না।

তার আগে আপনাকে আপনার মোবাইল বা ডিভাইস টি Add করে নিতে হবে। তার জন্য Open Bluetooth Settings ওপেন করুন( আগেই দেখানো হয়েছে)। নিচের মত দেখতে পাবেন।

এখান থেকে Add সিলেক্ট করুন। তাহলে আরেকটি উইন্ডো ওপেন হবে।

My Device is set up and ready to be found এ ক্লিক করে চেক করুন। তার পর নেক্সট দিন।

নতুন Device খুজতেছে।

Device পেলে তা সিলেক্ট করে নেক্সট দিন।

এখানে নেক্সট করুন। একটি পাস কী চাইবে। তা দিয়ে ওকে করুন।

এবার আপনার Device টি ইন্সটল হবে। ফিনিশ করুন।

এবার আবার System tray তে Bluetooth আইকনে রাইট ক্লিক করুন এখান থেকে Join a Personal Area  Network নির্বাচন করুন।

এখন দেখবেন আপনার কম্পিউটার ইন্টারনেক কানেকটেড হয়ে গেছে( যদি মোবাইলে নেট প্যকেজ থাকে)। এবার মনের আনন্দে ব্রাউজ করুন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা জানা ছিল তবে , ব্লুটুথ দিয়ে কিভাবে ২টা পিসি ল্যান করা যায় সেটা জানালে খুশি হইতাম

    জ্বি ভাই আমার জানতে মঞ্চায়। বাই দ্যা ওয়ে নেটের টিক্সের জন্য থাঙ্কুস @?জাকির!

    পিসি ল্যান করা যায় কি না জানি না। যদি যায় তাহলে জানাবো। ধন্যবাদ দুজনকেই

ভাই আমার খবেই কাজে আসবে আপনার টিউনটি। মোবাইল থেকে কম্পিউটারে, বা কম্পিউটার থেকে মোবাইলে এ ফাইল পাঠানোর সিষ্টেম জানালে ঊপকার হবে। ধন্যবাদ আপনাকে।

    মোবাইলে পাঠাতে ফাইলটি Send to তে ক্লিক করে Blue-tooth দিয়ে পাঠিয়ে দিন। আর মোবাইল থেকে পাঠাতে আগে কম্পিউটারে Blue-tooth Icon থেকে Right Click করে Receive a File ওপেন করে তার পর ফাইল পাঠান। ধন্যবাদ আলাউল ভাই।;

Level 0

bhai pc to mobile ba mobile to pc te BT dara ekta kore file send kora jay………kau ki bolte paren bluetooth dara kivabe akadik file ba ekta folder ekbare sned ba receive kora jay………..????

কাজে লাগবে……….অনেক ধন্যবাদ………:)

Level 0

আমি এ ব্যাপারে আরো অনেক দূর্বল৷ যদি আরো বিস্তারিত লিখে দিতেন, তাহলে আমার মত নাদানরা অনেক উপকৃত হত৷ ধন্যবাদ আপনাকে৷ ব্লুটুথ নিয়ে আরো লিখলে খুবই খুশি হব৷

    আমি তো অনেক লিখিছি। আর কি লিখবো। যদি বলে দিতেন তাহলে ভালো হত। আপনাকে ও ধন্যবাদ

আমার পিসিতে প্লাগ প্লে ব্লুটুথ লাগিয়েছি কিন্তু এটা কাজ করছে না।এটাকে আনইনস্টল ও করতে পারছি না।কন্ট্রোল প্যানেল এ এর আইকন দেখা যায় কিন্তু কাজ করে না।কি করব একটু বলবেন।।।

    USB Port এ সমস্যা থাকতে পারে বা আপনার ব্লুটুথ এ ও সমস্যা থাকতে পারে, অন্য কম্পিউটারে কাজ করে?

আমি এটি প্রায় ১০ মাস যাবত ব্যবহার করছি, ধন্যবাদ জাকির ভাই

    সাইফুল ভাই এই সিষ্টেমে নেট ব্যবহার করলে টাকা কি রকম কাটে বলবেন কি?

    না আলাউল ভাই। যত টুকু ব্যবহার করবেন তত টুকুই কাটবে।

আমি এটি প্রায় ১০ মাস যাবত ব্যবহার করছি, ধন্যবাদ জাকির ভাই……………

ekti computer a net use korey onno computer a blue tooth er dara shareing kora somvob kina ? jodi hoy bistarito janan.ami driver install korey blue tooth use kori kintu task bar er icon a right click korey kichu toe paina.

    বললাম না ওটা সফটওয়ার দিয়ে সব কিছু করতে হয়

প্রিয়তে নিলাম

ভাল ও কাজের টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকে ধন্যবাদ আতাউর রহমান ভাই।

৪ বছর ধরে ব্লুটুথ ইউজ করছি………আমার পিসি ২ মোবাইল, ইন্টারনেট কানেক্টিভিটি পুরোটাই ব্লুটুথের উপর নির্ভরশীল………এখন এ সব কিছুর জন্য wi-Fi দিয়ে করতে চাচ্ছি……..এ বিষয়ে কেউ হেল্প করতে পারবেন কি?

৪ বছর ধরে ব্লুটুথ ইউজ করছি………আমার পিসি ২ মোবাইল, ইন্টারনেট কানেক্টিভিটি পুরোটাই ব্লুটুথের উপর নির্ভরশীল………এখন এ সব কিছুই wi-Fi দিয়ে করতে চাচ্ছি……..এ বিষয়ে কেউ হেল্প করতে পারবেন কি?

    ধন্যবাদ, না পারার জন্য দুঃখিত