

একদিন দেখলেন আপনার জিমেইলে আর লগইন করতে পারছেন না। পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে! বুঝে গেছেন কাম সারসে! পাসওয়ার্ড রিকভারীতে ঢুকলেন। সিকিউরিটি প্রশ্নে এসে আটকে গেলেন! 
ব্যাটা ব্যাপক চালু
। সিকিউরিটি প্রশ্ন এবং অলটারনেট মেইল এড্রেসও চেঞ্জ করে দিসে
। আপনি ঐটা দিয়ে ফেসবুকে ঢুকেন, সব শেষ!
গুগল অবশ্য একটা উপায় রেখে দিসে
https://services.google.com/inquiry/gmail_security1
ঝটপট এখানে ঢুকে পড়েন। এবার Did this work? এর নিচে No সিলেক্ট করুন। এবার প্রয়োজনীয় ফিল্ড পূরন করে অপেক্ষা করতে থাকুন। গুগলের মতে প্রায় ৪ থেকে ১০ দিন সময় লাগবে। আর হ্যাঁ আপনি চাইলে এই ফর্ম একাধিক বার সাবমিট করতে পারবেন[যদি নতুন কোন ইনফো মনে আসে তো]।
আশা করি কাজে আসবে...
আমি রাসেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল আমার সাইট ডলিট করে দিছে। ওটা রিকভার করার কোন সিস্টেম আছে না কি.? অবশ্য আমি ট্রই করেছি কিন্তু ২ দিন সময় চাইছে,, কই কিছু তো হয় না। আপনি কছূ করে দিতে পরবেন কি না- তাহলে আমার সত্যই খুব উপকার হত সাইটির কোন কনন্টেন্টই আমার কছে সেভ করাছিল না।
দুঃখের কাহিনী কার কছে বলি-
এই দেখেন গুগল আমাকে বাঁশ দিছে- http://www.somewhereinblog.net/blog/BULBUL24rocks/29249088