আপনার কম্পিউটারে যেকোন সাইট ব্লক করুন Avast Internet Security দিয়ে।

Avast তাদের নতুন প্রডাক্ট Avast Internet Security -তে যোগ করেছে নতুন নতুন ফিচার। আর তার মধ্যে একটি অন্যতম হল সাইট ব্লক করা। এই ফিচারটির মাধ্যমে আপনি যে কাউকে উল্লেখিত সাইটে ভিজিট করা থেকে বিরত রাখতে পারবেন।

এজন্য আপনাকে নিচের নিয়মগুলি অনুসরণ করতে হবে।

১। স্টাটাস বারের ডানদিকে ‍Avast এর ‍আইকোনটিতে ডাবল ক্লিক করুন।

২। এরপর ANTISPAM  & BLOCKERS ট্যাব থেকে ‍Site Blocking এ ক্লিক করুন।

৩। তারপর Enable Site Blocking এ ক্লিক করে নিচের বক্সটির অনাকাঙ্খিত সাইটির url (এড্রেস) লিখুন ।

৪। সবশেষে যেকোন ইন্টারনেট ব্রাউজারে ঢুকে ওই ওয়েবসাইটটিতে ঢুকার চেষ্টা করুন

এখন দেখুন উপরের স্কিনশর্টের মত একটি উইনডো আসেছে।

আর হ্যা সাভিসটি বন্ধ করার জন্য পূণরায় Enable Site Blocking এর চেকবক্স থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিতে হবে।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কি অভ্র আর বিজয় দুইটাই ব্যবহার করেন নাকি? 😛 😉

    আমি সাধারণত বিজয়ই বেশি ব্যবহার করি। কারণ আমি বিজয়ের কিবোর্ড লেআউর্ট ছাড়া ইউনিকোডে বাংলা লিখতে পারি না।

Level 0

ভাল হয়েসে

Level 0

ভাল টিপস, কিন্তু ব্রো আমি আর এভাষ্ট ইউস করব না।
এভাষ্ট আমার নেটের স্পিড অর্ধেকে নামিয়ে দিয়েছিল।

    ধন্যবাদ ভাইয়া।
    কিন্তু আমিতো এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করি। আমারতো কোন সমস্যাই হয় না !

লাইসেন্স না থাকায় এভাস্ট বাদ দিয়েছি। ভাই আপনার কাছে Avast_Internet_Security_5.0.677 এর লাইসেন্স থাকলে অনুগ্রহ করে জানাবেন কিন্তু।
([email protected])

    ধন্যবাদ ভাইয়া। আপনার ই-মেইল চেক করেন।

    আপনার দেওয়া লাইসেন্স আর প্রবাসী ভাইয়ের দেওয়া লাইসেন্স একই। ইহা কাজ করে না।

    ইহার জন্য আমি বড়ই দুঃখ প্রকাশ করিতেছি। দয়া করে আপনি কি বোলিতে পারিবেন যে, আপনি এখন বর্তমানে কোন ধরনের Avast ব্যবহার করিতেছেন। avast internet security নাকি avast Professional। নাকি আবার Avast 4.8??????
    আমি আপনাকে যেই লাইসেন্সটা পাঠিয়েছি সেটাই বর্তমানে আমার Avast Internet Security – তে চলিতেছে।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য, আমিও একটু শেয়ার করে যাই, যারা কনো সোফটওয়্যার ছারা মিনিটে এই কাজটা করতে চান তারা এই টিউনটি দেখুন।

কনো সোফটওয়্যার ছারাই যে কনো ওয়েব সাইট ব্লক করে দিন আপনার পিসিতে ১ মিনিটে
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/34233/

মামা অনেক ভাল হয়েছে। ধন্যবাদ আপনাকে।