
অ্যাডসেন্স কি ?
অ্যাডসেন্স হচ্ছে গুগল অ্যাডভার্টাজিং সার্ভিস। এই প্রোগ্রামটি মুলত ডিজাইন করা হয়ছে ওয়েবসাইট পাবলিশারদের জন্য যারা বিভিন্ন টেক্সট, ভিডিও ছবি ইত্যাদি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে যেন আয় করতে পারেন। আপনার ব্যক্তিগত ওযেবসাইটের বিজ্ঞাপন দিতে চাইলে আপনি অ্যাডওয়ার্ডস ব্যবহার করতে পারেন।
অ্যাডসেন্সের জন্য কিছু সাধারণ নিয়মকানুন রয়েছে। প্রথমত নিদির্ষ্ট বিষয় নির্বাচন করুন। তবে মনে রাখবেন অবশ্যই গুগলের নিদির্ষ্ট বিষয়গুলোর মধ্যেই নির্বাচন করুন। কখনোই গুগল নিষিদ্ধ বিষয় নিয়ে ব্লগিং করবেন না। গুগলের নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে রয়েছে পরনো, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন বিষয়, কপিরাইটের অধীনে কোন বিষয়,ড্রাগ ও অ্যালকোহল রিলেটেড বিষয়, হ্যাকিং কন্টেন্ট, পিটিসি সাইট,তাছাড়া অস্ত্র ও অনৈতিক কন্টেন্ট থাকলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না।
তাছাড়া আপনাকে যা অনুসরণ করতে হবে
১. নিদির্ষ্ট সংখ্যক আর্টিকেল
২. নিদির্ষ্ট পেজ যেমন about us,contact us, privacy policy ইত্যাদি
৩. ৩য় পক্ষের বিজ্ঞাপন বর্জন করুন
৪. সুন্দর ডিজাইন ও ব্যবহারকারীর ভাল ফিডব্যাক পাওয়ার চেষ্টা করুন
৫.গুগল অ্যানালাইটিক্স কোড যুক্ত করুন
৫. ওয়েব মাষ্টারটুল ভেরিফিকেশন করুন
৬.এক্সএমএল সাইট ম্যাপ যুক্ত করুন
৭.রোবট টেক্সট ফাইল যুক্ত করুন
৮. নিদির্ষ্ট ডোমেইন এবং ইমেইল থেকে আবেদন করুন
৯. ট্রাফিক সংখ্যা প্রতিদিন কমপক্ষে ৫০+ রাখুন। তাহলে সহজেই অ্যপ্রুভ হবে।
উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করলে ওয়েবসাইটের সহজেই অ্যাডসেন্স অনুমোদন পাবেন। খুব সহজে অ্যাডসেন্স পাওয়ার উপায় জানতে নিচের লিংকটি দেখতে পারেন।
আমি আবদুল আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে থাকতে ভাল লাগে ।
ভাইয়া দেখুন তো আমার এই ব্লগটা তে এডসেন্স পাবো কিনা?
http://ftwebbd.blogspot.com