কোন Software ছাড়াই Windows 7 এর Log on/off Screen পরিবর্তন করুন

যারা Windows 7 ব্যবহার করেন তারা  অনেকেই সফটওয়ার ব্যবহার করে Windows 7 এর Log on Screen পরিবর্তন করেন। এতে কম্পিউটার অন ও অফ হতে বেশি সময় নেয়। কিন্তু আপনি ইচ্ছে করলে কোন সফটওয়ার ছাড়াই Windows 7 এর Log on Screen পরিবর্তন করতে পারবেন। তার জন্য নিচের সহজ ধাপ গুলো অনুসরন করুন,

১। start  মেনুতে গিয়ে Run এ যান তার পর Regedit টাইপ করে enter চাপুন।

২।তারপর HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ যান। আশা করি পারবেন। দেখিয়ে দিতে হবে না কিভাবে যেতে হবে।

৩. OEMBackground DWORD key তে ডাবল ক্লিক করুন।

৪. এ key টির value 1 সেট করুন। এ গেলো Registry এর কাজ।

৫। এবার  একটি image ঠিক করুন আপনার Logon Screen এর জন্য jpg ফরমেটের। এর সাইজ যেন  256KB  বেশি না হয়।

৬। ইমেজ টির নাম দিন Default.jpg

৭। ইমেজ টি এবার আপনার রুট ড্রাইভে মানে আপনার যে ড্রাইভে Windows সেট আপ দেওয়া আছে সে ড্রাইবের >Windows\system32\oobe\info\backgrounds এর ভেতর পেস্ট করুন। ডিফল্ট হিসেবে যাদের c ড্রাবে আছে তারা নিছের মত আনুসরন করে পেস্ট করুন।

C:\Windows\system32\oobe\info\backgrounds

৮। কম্পিউটারটি রিস্টার্ট করুন। এবং দেখুন আপনার নিজের পছন্দের Log on Screen। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

THANK YOU.
PC KINLE KAJE LAGABO, R BORDA DER OBAK KORE DEBO.

    হুম ভালো, সবাইকে অবাক করে দিবেন।

যাক উইনডোজ ৭ নিয়ে ভুল করি নাই। অন্তত একটা ট্রিক্স তো পাওয়া গেল। প্রিয়তে নিলাম।

    না ভুল করেন নি। ধন্যবাদ প্রিয়তে রাখার জন্য

ইমেজটি যে কোন ইমেজ হলেই হবে। নাকি অবশ্যই ইউন্ডোজ ৭ এর ইমেজ হতে হবে।

    যে কোন jpg ফরমেটের ইমেজ হলেই হবে। এমনকি আপনার নিজের ছবিও

সোজা প্রিয়তে কোন ছাড় নাই!!! আপনাকে চুমা দেই???

ভাই আমি C:\Windows\System32\oobe এর background.bmp টা রিপ্লেস কলা্রম। আপনার ইউআরএল ডাজন্ট এক্সিস্ট। সাইজ কিন্তু ২.২৫ও দেওয়া গেছে।

    তাহলে তো আরো ভালো। ধন্যবাদ আপনাকে । সবাই এখন ইচ্ছে মত ব্যবহার করতে পারবে।

ভাল টিপস আমিও পরিবর্তন করব ইনশাল্লাহ,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিপসটি শেয়ার করার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ। আর অবশ্যই পরিবর্তন করবেন

অনেক ধন্যাবাদ , আসলে ইজি কাজে বিজি থাকার কারনে সেভেন এর কিছুই জানতে পারছি না

    না জানতে পারে কয় জনে? না পারাই ভালো। 😛

অনেক ধন্যাবাদ , আসলে ইজি কাজে বিজি থাকার কারনে সেভেন এর কিছুই জানতে পারছি না…………..।

Ami Vista Use kori,
Vista te HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI…… ei pojonto aschhe, kintu sekhane Background…… nai.
Upai bolun ?
Thanks.

    আমি ভিসতা জীবনে ও ইউজ করি নি। সরি।

Level 0

bai windows xp ta kora jai na

    সফটোয়ার ইউজ করে করা যায়। নেটে সার্চ দিলেই পাবে।

আমার c/windows/system 32/oobe পর্যন্ত আছে কিন্তু info file ত নাই শুধু background.bmp file টি আছে কিন্তু এটা replace করা যায় না। আমি এখন কি করতে পারি।

amaro aki prob

আমারও একি সমস্যা