আপনার PC on করুন যে ভাবে আপনি turn off করেছেন ঠিক যে ভাবে by DEEPU

বিসমিল্লাহহির রাহমানির রাহিম

সবাইকে স্বাগতম আমার প্রথম টিউন এ। আজ আমি যে বিষয়ে বলব তা হল hibernate নিয়ে । এটা হল আপনি যে ভাবে pc off করেছেন যে কাজ অন রেখে করেছেন ঠিক সে ভাবে অন করবেন । যদি আপনি একটা গান এর অধে্ক শুনে off করেন সে খান থেকে আবার অন হবে ।

  • এর জন্য প্রথমে control panel এ গিয়ে power  option এ double click করে অন করে hibernate অপশন এ গিয়ে hibernate enable এ টিক দিয়া apply ই click দিন ।
  • advanced এ গিয়ে when I press the power button on my computer এর stand by কে change করে hibernate এবং when I press the sleep button on my computer এর stand by কে change করে hibernate করে ok করে বের হয়ে আসুন ।
  • এরপর আপনাকে Start Menu তে গিয়ে Run এ regedit লিখে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর চালু করতে হবে ।এরপর HKEY_LOCAL_MACHINE তে  SOFTWARE  এর  POLICIES এর  MICROSOFT এর  WINDOWS এ ক্লিক করে select  করতে হবে । মাউসের right ক্লিক করে new-key সিলেক্ট করে rename করে system নাম দিতে হবে ।
  • একই ভাবে system থেকে আবার new-key সিলেক্ট করে rename করতে হবে shutdown নামে ।
  • এবার ডান পাশে right বাটন ক্লিক করে new-dword value সিলেক্ট করে rename করতে হবে ShowHibernateButton নামে ।
  • ShowHibernateButton এ মাউসের right বাটন চেপে সিলেক্ট করুন modify । এরপর value data ইনপুট করুন 1। এবার বের হয়ে আসুন ।

দেখুনstart menu এর shutdown এ hibernate কাজ হয়ে গেছে।

Level 0

আমি দীপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সব সময় পিচি হাইভার নেটে বন্ধ করলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি?

    না ভাই । এতে pc এর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই ।

    Level 0

    স্বাগতম
    @ আউয়াল ভাই + দীপু ভাই,
    হাবারনেট হল কম্পিউটারের সেই অবস্থা যাতে কম্পিউটার জাগন্ত অবস্থায় ঘুমন্ত,
    তার মানে দাড়াল এটা আপনার পিসিকে চালুই রাখছে,
    তাই চিন্তা করুন আপনি কতক্ষন আপনার পিসিকে চালু রাখতে চান
    হাইবারনেট মূলত সেই অবস্থায় প্রয়োজন যখন আপনার পিসিতে পর্যাপ্ত ব্যাক-আপ ব্যাবস্থা নেই কিন্তু চালিয়ে রাখা চাই ঠিক সেই অবস্থা

ওয়েলকাম টু techtunes দোস্ত। হোপ তোর টিউন সবার কাজে লাগবে…আর রেগুলার ভাল ভাল টিউন করবি। 🙂

thanks @LuckyFM vai অ্যান্ড my dost @শুভ্র হাসান

This tune suitable for laptop.

Fantastic. আপনাকে ১০০ তে ৫০০ মার্ক দিলাম। এ রকম একটা কিছু খুজতেছিলাম মনে মনে। অনেক ধন্যবাদ আর শুভ কামনা রইল। ভাল থাকবেন।

thanks @সুপারম্যান