
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি। সবাই কেমন আছেন। আশা করি ভাল। কেননা আমি সব সময় আপনাদের ভাল রাখার চেষ্টা করি। সব সময় ভাল জিনিস নিয়ে আসি সাথে আপডেট জিনিস।
হ্যা আজো তেমন কিছু নিয়ে এসেছি।
আমার মতো যারা মুভিখোর (পিসিতে মুভি, টিভি সিরিয়াল মিলে মনে হয় হাজার ফাইল আছে) তাদের জন্য টরেন্ট সাইটগুলো হচ্ছে স্বর্গ কিন্তু টরেন্টে কখনোই ফাইল ফুল স্পীডে ডাউনলোড করা যায় না। টরেন্টের স্পীড নির্ভর করে সীডারদের দয়ার উপরে। তারা ফাইল ডাউনলোড করে তারপরে সীডিং করে আপলোড না করলে জীবনেও আপনি টরেন্ট ফাইল ডাউনলোড শেষ করতে পারবেন না। আর লীচার (যারা ডাউনলোড করে) বেশি থাকলে সমস্যা। স্পীড বেশি উঠবে না। লীচার কম, সীডার (যারা আপলোড করে) বেশি হলে ফুল স্পীডে না হলেও মোটামুটি ভালোই স্পীডে ফাইল ডাউনলোড দিতে পারবেন কিন্তু সবাই ডাউনলোড ম্যানেজার (IDM) দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে চায়। আর এই জন্য আমরা zbigz আর bytebx ব্যবহার করে থাকি। কিন্তু এই সাইটগুলো তো প্রিমিয়াম। যার জন্য আমাদের সমস্যা হয় লিমিটেড নিয়ে। আর এই সমস্যা আপাতত সমাধানের জন্য আমি যোগার করে নিয়ে এসেছি এই দুই সাইটের প্রিমিয়াম অ্যাকাউন্ট। কিভাবে কি করতে হবে তা আপনারা ভালই জানেন।

এই দুই সাইটের ইমেইল আর পাসওয়ার্ড আমি একটা নোটপ্যাড এ কপি করে সেটা জিপ করে নেট এ আপলোড করে দিয়েছি। আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নিন।

প্রমিস করছি এখানে কোন গলাবাজি করছি না। আর কেউ ডাউনলোড না করে আর zbigz আর bytebx সাইটে লগইন না করে এখানে কোন টিউমেন্ট করবেন না। আগে ডাউনলোড করে ট্রাই করে দেখুন তার পর টিউমেন্ট করবেন। আমি নিজে ট্রাই করে দেখেছি। আপনিও দেখুন। আর অবশ্যই টিউমেন্ট করে জানাবেন যদি কোন সমস্যা হয়। তাহলে নিচের লিংক থেকে এখনি ডাউনলোড করে ফেলুন।
আমি মোঃ হায়দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
yeahhhhhh….. hoise. but bro kew password change kore d be na to? 🙁