কিভাবে ফেসবুক এর জন্য ভিডিও বিজ্ঞাপন তৈরি করবেন

আপনি ফেসবুকে ভিডিও বিজ্ঞাপন ব্যবহার করতে চান?

এতদিন তো শুধু স্টিল ছবি দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন চালিয়েছেন, আজ দেখুন কিভাবে ফেসবুকে ভিডিও বিজ্ঞাপন দিবেন। 

আপনি নিশ্চয়ই চান ফেসবুক থেকে বেশীরভাগ ভিউয়ার আসুক আপনার ওয়েব সাইট এ, কিংবা আপনার ফ্যান    পেজে, তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন আপনার প্রথম ভিডিও বিজ্ঞাপনটি। 

এই আর্টিকেল এ আমি আপনাদের দেখাব কিভাবে এই কাজটি আপনারা করবেন। 
প্রথমে আপনার বিজ্ঞাপন ম্যানেজার এ লগ-ইন করুন . পর্দার উপরের ডানদিকে অবস্থিত ক্রিয়েট অ্যাড এ ক্লিক  করুন.

এরপর ভিডিও ভিউয়স নির্বাচন করুন



এরপর ফেসবুক আপনার কাছে জানতে চাইবে কোন পেজটি অথবা কোন ওয়েব সাইটটি আপনি ভিডিও ভিউস এর জন্য নির্বাচন করতে চান। 



এরপর আপনি আপনার ইচ্ছেমত ক্যাম্পেইন সেটাপ করে নিন। 


যখন আপনার ক্যাম্পেইন সেটাপ করা হয়ে যাবে তখন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ভিডিওটি অবশ্যই MOV files হতে হবে। আপনি 1 GB পর্যন্ত ভিডিও আপ করতে পারবেন, যে ভিডিওর রেজুলেশন হবে 720p পর্যন্ত। আর এর একসেপ্ট রেশিও হবে at least 16:9


সফলভাবে আপনার ভিডিওটি আপলোড হলে পরবর্তী ধাপগুলো পুরন করে বিজ্ঞাপন চালু করে দিন। এই সেটাপটি খুবুই গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে এই অংশটি পূরণ করুন। মনে রাখবেন এইখানে Call To Action এ আপনাকে খুব ভেবে চিন্তে লিখতে হবে, এটা অনেকটা আপনার ল্যান্ডিং পেজ এর কাজ করেব।  


পরবর্তী টিউন এ দেখাব কিভাবে পাওয়ার এডিটর ব্যবহার করে ভিডিও এড দিবেন।
ফেসবুক এ আমাকে পাবেন পল্লব শাহরিয়ার নামে। 
আমার ব্লগ সাইট থেকে ঘুরে আসতে পারেন। 


Level 0

আমি পল্লব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস