করবেন নাকি NOKIA GAMES গুলোকে হাতের মুঠোয় বন্দি??? নিয়ে নিন CHEAT CODE !!! (Part.3-POCKET CARROM, CRICKET, SPACE IMPACT)

আবারও হাজির হলাম NOKIA GAMES এর কিছু CHEAT CODE নিয়ে! আজ POCKET CARROM, CRICKET, SPACE IMPACT গেইমগুলোর কিছু কোড নিয়ে light চনা করব। তো আপনি প্রস্তুত ???

CRICKET:

CRICKET গেইমটি খেলতে গিয়ে যে সমস্যাটি হয় আপনি যখন ব্যাট করতে নামেন তখন আপনার উইকেটগুলো দ্রুত পড়ে যায়। যার ফলে আপনি লম্বা ইনিংস খেলতে পারেননা। আপনি যদি চান আপনার উইকেটগুলো না পড়ুক তাহলে জাস্ট নিচের কাজটুকু আপনাকে করতে হবে-
১।প্রথমে CRICKET গেইমে প্রবেশ করুন।
২।গেম লেভেল easy সিলেক্ট করুন।
৩।এবার গেম শুরু করুন।
৪।জাস্ট 12105640 চাপুন।
৫।আপনার সেটটি যদি Nokia 1203 হয়ে থাকে তবে 98598465 চাপুন।
৬।ব্যাস!!! আশা করছি কাজ করবে।

POCKET CARROM:

খুব সহজেই পকেট কেরাম জিততে চাইলে নিচের কাজগুলো করুন-

১।প্রথমে গেম সিলেক্ট করুন।
২।যখন আপনার turn আসবে তখন 5 চাপুন।
৩।দেখবেন board-এর মিডলে ‘+’ দেখা যাচ্ছে।
৪।এবার 4 চেপে রাখুন যতক্ষন না ‘+’ সিম্বলটি board-এর বাম কিনারায় থামছে।
৫।এরপর 4 ছেড়ে দিয়ে সাথে সাথে 7 চাপুন।
৬। দেখতে পাবেন যে Queen সহ আপনার সকল গুটিগুলো অদৃশ্য হয়ে গেছে।
৭। এবার যেখানে ইচ্ছে 5 চেপে shot করুন। দেখবেন যে আপনি জিতে গিয়েছেন।

NOTE:
চিটটি কাজ না করলে হতাশ হবার কিছুই নেই। “একবার না পারিলে দেখ শতবার”-এই প্রক্রিয়ায় কাজ চালিয়ে যান। তবে আমি টেস্ট করতে গিয়ে দেখলাম গেমটি স্টার্ট করে বেশ কয়েক ঘন্টা continue করে রাখার পর খেললে চিটটি কাজ করে।

SPACE IMPACT:

এটার চিটটি বেশ শ্রম ও সময় সাপেক্ষ। আপনি যখন SPACE IMPACT গেমটি শুরু করেন তখন খেয়াল করলে দেখবেন যে, খেলা শুরু করার প্রথম ৫ সেকেন্ড ধরে আপনার গেমারের চারপাশে একটা shield থাকে। কেমন হত যদি পুরো খেলা জুড়ে এই shield থাকতো???তাহলে আপনার গেমারের বডিতে কোন আঘাতই লাগতনা। আর এ জন্য আপনাকে যা করতে হবে-
গেমটি স্টার্ট করুন। ৩ সেকেন্ড খেলা চালিয়ে C টিপে খেলা continue করুন। আবার continue মুডে রাখা গেমটি ৩ সেকেন্ড খেলুন এবং continue করুন। এ প্রক্রিয়া বারবার চালিয়ে যান। দেখবেন যে আপনার গেমারের shield টি অদৃশ্য হচ্ছে না। আর এভাবে আপনি পুরো গেম খেলে শেষ করতে পারবেন কোন লাইফ হারানো ছাড়াই!

আপনাদের ভাল লাগা আর ভাল না লাগা শেয়ার করবেন। আর কোন ভুল বা অজ্ঞতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভাল থাকবেন এবং ভাল রাখবেন।

Level 0

আমি মহাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

What do U think why R we in the world! Just 4 born, then leading a happiness & grief mixing life, then die? Or there's something else !!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তো…..!!!!

jotiLLL a+++

bindaj…………………..