$25 বোনাস সহ ফ্রিতে Payoneer Master Card নিন একদম ঘরে বসে [স্ক্রীনশর্ট সহ দেখুন]

$25 বোনাস সহ ফ্রিতে Payoneer Master Card নিন একদম ঘরে বসে [স্ক্রীনশর্ট সহ দেখুন]

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Payoneer Master Card ফ্রিতে আপনি ঘরে বসে পেতে পারেন? তাও আবার 25 ডলার বোনাস সহ 😉 Payoneer Master Card কি কাজে লাগে বা এটা কিসের তা আশা করি বলতে হবে না, তারপরও সংক্ষেপে বলি, এটা দিয়ে আপনি বাহিরের যে সকল মার্কেট প্যালেসে কাজ করেন সেই সকল মার্কেট প্যালেস সহ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে পেমেন্ট আনার সহজ উপায় হলো Payoneer Master Card এই কার্ডে টাকা এনে আপনি বাংলা দেশের যে কোন ব্যাংকের ATM, Both থেকে টাকা উত্তোলন করতে পারবেন, আবার বিশ্বের বিভিন্ন স্থান/ওয়েব সাইট থেকে ভিবিন্ন জিনিস ক্রয়ও করতে পারবেন। তাহলে আর কথা না বারিয়ে কাজে চলে যাই।

[কোথাও কোন বানান ভুল পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবন]

সকল তথ্য গুলোই গুরুত্ব পূর্ণ তাই সব কিছু সেভ/লিখে করে রাখুন।

প্রথমে Signup করতে এখানে ক্লিক করুন করুন। নিচের ছবিটি দেখুন। ভিডিও টিউটরিয়াল দেখতে এই খানে ক্লিক করুন

এরপরে যে ফরমটি আসবে সেই ফরমটি পূরর্ণ করুন একদম আপনার আইডি কার্ড অনুসারে, যদি আইডি না থাকে তাহলে ড্রেরাইভিং লাইন্সেস, পাসপোর্ট যে কোন একটি থাকতে হবে। যদি এমন কিছু না থাকে তাহলে হবে না। তাহলে আপনার এই সকল ইনফোরমেশন মত সব কিছু ঠিক কি দিন।

এবার Next পেস করুন।

তারপর নিচের পিক্সারের মত এই ষ্টপও পূরর্ণ করুন

এখানে ঠিকানটা দিবেন এমন ভাবে যেন আপনাকে ঐ ঠিকানায় এসে কেহ খুজলে পাওয়া যাবে, যেমন আমি দিলাম। প্রথমে ইচ্ছা করলে আপনি আপনার বাসার ঠিকানা ও প্রতিষ্ঠানের ঠিকানা দিতে পারেন।

শেষ হলে Next প্রেস করুন।

এবার এই ধাপটিও পূরর্ন করুন

এবার next প্রেস করুন।

পরবর্তী ধাপ দেখুন,

প্রথমে আপনার যে কার্ড আছে যেমন: ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট/ড্রেরাইভিং লাইন্সেস ইত্যাদি সিলেক্ট করুন, এরপরে সেই কার্ডের নাম্বার লিখুন, কোন দেশ থেকে কার্ড নিয়েছেন সেই দেশ (বাংলাদেশ) সিলেক্ট করুন।

নিচে দেখুন সিপিং এ্যডড্রেস নামে একটি অপশন আছে। আপনি যদি অন্য কোথাও থেকে থাকেন যে, আপনার আইডির ঠিকানা বাড়িতে, কিন্তু আপনি থাকেন ঢাকাতে, আর আপনি কার্ডটি পেতে চান ঢাকার ঠিকানায় তাহলে সিপিং টা সিলেক্ট করুন তাহলেই ঠিকানা চাবে, আপনি ওখানে আপনার ঠিকানা দিন। আর উপরে যে ঠিকানা দেয়া হয়েছে তা অবশ্যই আপনার আইডির ঠিকানা হতে হবে।

সব শেষে নিচে দেখুন তিনটি অপশন আছে সব গুলোতে টিক দিন। এবার ফিনিস এ ক্লিক করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাকে রিডায়রেক্ট করে লগইন পেজে নিয়ে যাবে

এবার সাবমিট এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ।

লগইন করলেই নিচের মত পেজ আসবে সেখানে দুটি প্রশ্ন সিলেক্ট করুন, এবং সাথে তার উত্তর দিন।

এবার অপেক্ষা করুন, আপনার সকল ইনফো তারা রিভিউ করবে এবং আপনার কাছে এমন একটি ই-মেইল যাবে।

কিছু দিনের মধ্যে আপনার ই-মেইলে এমন একটি মেইল আসবে তখন আপনি যে কার্ডের নাম/নাম্বার দিয়ে ছিলেন সেই কার্ড SCAN করে দুই পিটই এ সাথে করে Upload link এ ক্লিক করে আপলোড করেদিন।

 

ID example:

 

সব শেষে সাবমিট করুন।

 

এরপর আবার আপনার আইডি সহ সব কিছু রিভিউ করবে, যদি আপনার সকল ইনফো ঠিক থাকে তাহলে কিছু দিনের মধ্যে আপনাকে একটি মেইল দেয়া হবে আমি সম্ববত 7 দিন পরে পেয়ে ছিলাম।

আপনি লগইন করেও দেখতে পারবেন আপনি কোন অবস্থানে আছে।

এবং আপনি কার্ডটি কত তারিখ হাতে পাবেন সেই তারিখ দেখতে http://www.payoneer.com ভিজিট করুন এবং আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন View your status এ ক্লিক করুন তাহলেই দেখতে পাবেন।

USA এর মধ্যে হলে 10-15 দিনের মধ্যে পাওয়া যায়, আর USA এর বাহিরে হলে 25-30 দিন লাগে। আমি পেয়ে ছিলাম 13দিনের মধ্যে তাই আমাকে USA USA লাগতেছে :পি :পি।

 

এখন আপনার আরো একটি কাজ করতে হবে, তা হলো আমাদের বাংলাদেশের টিউন অফিসের কাজ তেমন সুবিধার না, তারা ঠিক সময় বা সঠিক ব্যক্তির কাছে পার্সেল পৌছাতে মাঝে মাঝে ভুল করে, তাই আপনি 10-12 পরে  টিউন অফিসে যোগাযোগ করে আপনার নাম এবং ফোন নং দিয়ে আসবেন, আপনার এলাকায় যে লোক চিঠি বিলি করে তার সাথে কথা বলবেন, তার ফোন নং নিয়ে আসবেন, এবং তাকে প্রয়োজনে 20 টাকা হাতে ধরিয়ে দিয়ে আসবেন, যে আমার নামে কিছু দিনের মধ্যে একটি চিঠি আসবে, যদি আসে একটু কষ্ট করে আমার ফোনে একটি মিসকল দিয়েন, তাইলে সে খুশিতে খুশিতে মিস দিবে। আমি শুদু আমাদের এলকার ডাক পিয়নকে বলেছি, আবুল বাশার নামে যদি বাহিরের দেশে থেকে কোন চিঠি আসে, এবং ঠিকানা আমাদের এলাকার হয়, তাহলে কওমি মাদরাসায় যে কোন শিক্ষকের কাছে দিলেই হবে, কিন্তু সে একদম আমার বাসায় দিয়ে গেছে।

যখন চিঠিটি হাতে পাবেন তার ভিতের আপনি এমন একটি কার্ড লাগানো দেখতে পাবেন সেই কার্ডটি হাতে নিন।

কার্ডটি হাতে নিয়ে Active করার জন্য প্রথমে ভিজিট করুন http://www.payoneer.com এবার লগইন করুন।

View Status এ ক্লিক করুন

এবার নিচে মত আসবে।

এবারে উপরের ঘরে আপনার মাষ্টার কার্ডের নাম্বার লিখুন।

নিচের দুই ঘরে চার সংখ্যার চারটি পিন দিন, যেটি সব সময় আপনার টাকা উত্তোলন করতে গেলে দরকার হবে।

এবং সব শেষে নিচের ঘর দুটিতে টিক দিন এবারে Active এ ক্লিক করুন। কাজ শেষ। এখন থেকেই ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ সবাই ভালো থাকবেন।

[আবার আসবো কিভাবে পেপাল Account বাংলাদেশ থেকেই খুলবেন, এবং তা ভেরিফাই করবেন?]

[বি: দ্র: একটি আইডি কার্ড দিয়ে একবার’ই apply করা যায়, যদি কোন ক্রোমে কার্ড না আসে তাহলে তাদের সাপোর্ট সেন্টারে কথা বলুন, তাহলে তারা আবার পাঠাবে। আর 25ডলার বোনাস পাবেন যখন আপনি মাষ্টারকার্ড Active করবেন তারপর সর্ব প্রথম যদি আপনি 100 ডলার রির্চাজ করেন তাহলেই 25 ডলার বোনাস পাবেন।]

আমি একজন ছাত্র/ফ্রিলেন্সার, আমি লেখাপড়ার মাঝে মাঝে ফ্রিলেন্সিং করি। ভালো লাগে নতুন কিছু শিখতে এবং শিখাতে। আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পরার চেষ্টা করুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন। আমার টিউন গুলো কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে টিউমেন্ট করুন, সবার সাথে শেয়ার করুন, অন্যকেও জানার সুযোগ করে দিন। মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল-ত্রুটি,হাসি-কান্না, সুখ-দু:খ এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়, তাই ভুল ত্রুটি ক্ষামার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন। আমার আরো সাইট সমূহ

টিউনটি যে কেহ কপি করি নিজের ব্লগে টিউন করতে পারবেন, কিন্তু শর্ত হলো, টিউনে কোন যায়গা থেকে কিছু এডিট করা যাবে না। এবং এই টিউনের লিংক উল্লেখ্য করে বলে দিতে হবে, পূর্বে এই লিংকে প্রকাশিত।

Level 0

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো বন্ধুরা! তোমরা কেমন আছ? আমি ভালো আছি। আমি তোমাদের জন্য সবসময় ভালো ভালো টিউনস নিয়ে হাজির হবো। সবাই আমার জন্য দোয়া করবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হয়েছে পোস্ট টা ।

ধন্যবাদ ।

assa vhai active korar somoy “Enter your Prepaid card number” ei khane kun number ta likhbo?
@ রাশেদুল ইসলাম

please help me…amar payoneer card almost 2.5 month hoye gese ekhono pelam nah…..
sign up korar 2 din er vitorey ei mail tah peyese…

Dear Akif Adnan Riad,

Congratulations – your Payoneer account application has been approved!
Your Payoneer Prepaid Debit MasterCard® card has been shipped to you by: Regular Mail
Your card is estimated to arrive between 23 Jun 2015 and 30 Jun 2015

    তো আপনি কি ডাকপিয়নের সাথে যোগাযোগ করেছেন। যদি না করে থাকেন। তাহলে এখনি করুন। আর যদি সেখানে না আসে। তাহলে পাইনিয়রক কাসটমার হেল্প সেন্টারে লাইভ চেট করে বিষয়টি জানান।
    তাহলে ওরা আবার বিনামূলে আরেকটি পাঠিয়ে দিবে। কোনো সমস্যা নেই।

ভাই আমি একাউন্ট করছিলাম সব স্টেপ শেষ কিন্তু আমার এখন প্রায় 2 মাস পার হইছে কিন্তু কার্ড পাইলাম না। আমার করণীয় কি???

BD theke Master Card A taka Dhukanor Way KI

    আপনি যদি অনলািইনে ইনকাম করেন। সেই অনলাইন ইনকাম দিয়েই রিচাজ করতে হবে।

Level 0

গত মাসে আমি আমার এক ফ্রেন্ড এর রেফার থেকে Payoneer Master Card এনেছি।
এখন আমার প্রশ্ন হলো

-আমি যদি আজকে ১০০ ডলার লোড করে কার্ড একটিভ করি, তাহলে কয় দিন পর আমি আবার ১০০ ডলার বের করতে পারবো?
(জানি কার্ড এ ১০০ লোড করার সাথে সাথে ৩১ ডলার চার্জ কেটে নিবে এবং ২৫ ডলার বোনাস দিবে। তাহলে ৯৪ ডলার থাকবে কার্ড এ। তো আমি এই ৯৪ ডলার কবে বের করতে পারবো?)

-আমি যে ১০০ ডলার লোড করবো, সেটা কি কোনও বাংক এর মাদ্ধমে করতে পারবো?

-যেমন ধরেন আমার এক ফ্রেন্ড দুবাই থেকে আমার অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে। তো আমি কি তাকে আমার মাস্টার কার্ড এ টাকা দিতে বলতে পারবো?

-আর বাংলাদেশের কোন কোন ব্যাংক থেকে আমি সরাসরি টাকা লোড দিতে পারবো?

দয়া করে অভিজ্ঞ ভাইয়েরা আমার প্রশ্ন গুলোর উত্তর দিলে চির কৃতজ্ঞ থাকবো…।
fb: http://www.fb.com/md.dipu.14/

রাশেদুল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার দেয়া পদ্ধতি অনুসরণ করে আমি সফল ভাবে করতে পেরেছি। এবং আজ আমার কাছে Payoneer-এর MasterCard-টি এসেছে।

ভাই লেখা গুলো হুবাহু কপি করলেনে আমার এই পোস্ট থেকে, শুধু ছবির গুলোর যাযগায় আপনার ছবি ব্যবহার করেছেন পারলে নিজের যোগ্যতায় লিখুন, নয়তো পোস্টটি ডিলেক্ট করেন, অন্যথায় আমি টিটিতে রিপোর্ট করবো
আমার পোস্ট লিংক
http://www.pchelpcenterbd.com/tips-and-trick-10831

Level 0

ভাই আমার কাড আসছে, কিন্তু আমি পাসওয়াড ভুলে গেছি। রি কভারি দিলে সিকিউরিটি আনস ( উত্তর ) চাচ্ছে, কিন্তু আমি তা ভুলে গেছি। সিকিউরিটি উত্তর মিলছে না। ভাই কিভাবে পাসওয়াড রি কভারি করতে পারব। প্লিজ ভাই হেল্প করেন।
আমার মোবাইল নম্বর 01819894416