মধু খাঁটি না ভেজাল পরীক্ষা করার পদ্ধতি: ভিডিও সহ।

আমরাজানি মধু একটি খুবই উপকারী খাদ্য যা  ঔষধ হিসাবেও কাজ করে থাকে। এর গুণের কথা নতুন করে আর বলার কিছু নেই। কারণ মধুর গুণের কথা কম বেশী সকলেরই জানা। আমরা বাজার থেকে যে মধু কিনে আনি তা কতটুকু খাঁটি তা বলা কঠিন। মধুর মধ্যে সাধারণত ভেজাল হিসেবে পানি, চিনি ও আরও অনেক কিছু মেশানো হয়। তবে খাঁটি মধু চেনার কিছু উপায়  রয়েছে।

এর উপায় গুলো নিচে উল্লেখ করা হলঃ

 ১)  পানি পরীক্ষা : এক গ্লাস পানি নিয়ে এর মধ্যে একটু মধু ঢেলে। খুব ধীরে ধীরে গ্লাসটি ঝাকুন। যদি দেখেন মধু পানিতে পু্রোপুরি মিশে যায় তবে তা ভেজাল মধু। আর মধু যদি পানিতে না মিশে নিচে জমা হয় তবে তা খাঁটি মধু।

 ২) আগুন দিয়ে পরীক্ষা : একটি কটন বাড বা কাগজের টুকরো নিয়ে উহার এক প্রান্তকে মধুর মধ্যে ডুবিয়ে নিন। একটি মোমবাতি জ্বালিয়ে বা লাইটার জ্বলিয়ে তা আগুনের শিখায় ধরুন। যদি তা জ্বলতে থাকে তবে মধু খাঁটি আর যদি না জ্বলে মৃদু শব্দ করে তবে মধুতে পানি মেশানো আছে। যদি মধুতে অল্প পরিমাণ পানি মেশানো থাকে তবে কটন বাড বা কাগজ জ্বলতে থাকবে কিন্তু একটি শব্দ শোনা যাবে।

 ৩)  কাপড় পরীক্ষা : একটুকরা কাপড়ের উপর সামান্য মধু নিন এবং কিছুক্ষন পর কাপড়টি ধুয়ে ফেলুন। ধোয়ার পর কাপড়টিতে যদি দাগ থাকে তবে তা ভেজাল মধু। আর যদি কোন দাগ না থাকে তবে মধু খাঁটি।

৪) ফ্রিজিং পরীক্ষা : মধুকে ফ্র্রিজের মধ্যে রেখে দিন। মধু খাঁটি হলে তা জমবে না। তবে ভেজাল মধু পুরোপুরি না জমলেও নিচে তলানী পড়বে।

 

৫) পিঁপড়া পরীক্ষা: এক টুকরা কাগজে একটু মধু নিন। এরপর যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন। যদি পিঁপড়া মধুর কাছে না আসে তবে তা খাঁটি মধু। আর পিঁপড়া যদি কাছে আসে তবে তা ভেজাল মধু।

মধু পরীক্ষার কিছু ভিডিওঃ

ভিডিও-১

 

ভিডিও-২

টিউনটি পুর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি riponku। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I have completed my graduation from ku. I love technology very very much.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo lagolo bai caliye jan

    Level New

    ধন্যবাদ, উৎসাহ দেয়ার জন্য

Onek valo laglo..
Thanks..

    Level New

    ধন্যবাদ, উৎসাহ দেয়ার জন্য

Level New

কেঊ কি বলবেন টেক টিউন্স এ ইঊ টিউব ভিডিও এড করব কিভাবে?

দুঃখিত ধন্যবাদ দিতে পারলাম না কারন ৪ নাম্বার পরিক্ষাটি আমি নিজে করেছি আপনার দেওয়া পরিক্ষাটা এ ক্ষেত্রে ভুল। আমি আমার গাছ আপি উপস্থিত থেকে মধু সংগ্রহ করেছি এবং ভাল রাখার জন্য ফ্রিজে রেখেছিলাম সেটা জমে গিয়ে ছিল কিন্তু মধু একদম খাটি। ৫ নাম্বারটাও আমি দেখেছি মধু পিপড়া জমাট করে। অনুগ্রহপূর্বক সঠিক তথ্য এবং নিজে যাচাই করে টিউন করুন। তবে ১ এবং ২ নাম্বার পদ্ধতিতে ফলাফল পাওয়া যাবে।

এই পরিক্ষা গুলো সঠিক নয়। ধন্যবাদ।