Subtitle এর টাইমিং এ সমস্যা? আগে পরে show করে? দেখে নিন KM player দিয়ে কিভাবে subtitle edit করবেন।

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের দেখাবো KM player দিয়ে কিভাবে subtitle edit করা যায়। আশা করি টিউনটি আপনাদের ভালো লাগবে।

ইংলিশ মুভি বিশেষ করে তামিল, তেলেগু মুভিগুলো সাবটাইটেল ছাড়া দেখা প্রায় মুশকিল হয়ে পড়ে। অনলাইনে সার্চ করলে ঐ মুভির শত শত সাবটাইটেল পাওয়া যাবে। কিন্তু এ ক্ষেত্রে বড় সমস্যা হল টাইমিং এর সমস্যা। আর এর মত বিরক্তিকর জিনিস আর হয়না।

ছোট একটা পদ্ধতি অনুসরন করে KM player দিয়ে আপনারা এ সমস্যাটা দুর করতে পারেন।

সাবটাইটেলটির নাম রিনেম করে মুভির নাম দিন। অর্থাৎ সাবটাইটেল ও মুভি একই নামে হতে হবে এবং একই ফোল্ডারে হতে হবে। তারপর মুভিটি চালু করে KM Player এর উপর রাইট ক্লিক করুন এবং subtitles অপশনে গিয়ে subtitle explorer(can edit) সিলেক্ট করুন। বুঝতে না পারলে নিচের চিত্র অনুসরন করুন-

 

Subtitle edit option
Subtitle edit option

চিত্রের মত নতুন একটা উইন্ডো ওপেন হবে-

 

Editor window
Editor window

উইন্ডোর ওপর দিকে [ ] এর মত দুইটি চিহ্ন দেখতে পাবেন। একটি ০.৫ সেকেন্ড বিয়োগ করবে এবং অপরটি ০.৫ সেকেন্ড যোগ করবে। KM player pause করে কথার সাথে মিল রেখে [ ] চিহ্ন দুইটি ব্যবহার করে টাইমিং ঠিক করে নিন। KM player চালু করে দেখে নিন সাবটাইটেল ঠিকমত চলে কিনা। সব ঠিক থাকলে উইন্ডোর উপর রাইট ক্লিক করে rebuild & save subtitle as সিলেক্ট করে save করুন।

Save subtitle
Save subtitle

বারবার drag করে subtitle চালু করা ঝামেলাকর। তাই মুভির নামে subtitle rename করে একই ফোল্ডারে রাখুন। এখন মুভি চালু হওয়ার সাথে সাথে subtitle ও চালু হয়ে যাবে।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মাঈন উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজে যা সামান্য কিছু জানি তা সবাইকে জানাতে চাই এবং সবার কাছ থেকে আরো অনেক বেশি বেশি শিখতে চাই।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for that…………..

hum অনেক ভাল টিউন হইসে ধন্যবাদ

VLC TE BANGLA ENGLISH KUNU SUBTITLE KAJ KORENA KNO?