
আজকে আমার পয়দা দিবস। বরাবরের মতো এবারো এই দিনটি নিয়ে আমার কোন প্ল্যানিং নিয়ে। মানে ট্রিটের ধারে কাছেও নাই। সকালে ফেসবুকে পরিচিত এক বড় ভাই আমাকে বললো ট্রিট না দিতে পারলেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যেন কোন টিপস লিখি। তখন মাথায় বুদ্ধির উদয় হল আচ্ছা ট্রিট তো অন্যভাবেও দেয়া যেতে পারে। ব্যতিক্রম কিছুর শুরটা না হয় আমি করলাম অথবা কেউ করে থাকলে আরো ভাল। নতুন ট্রেন্ডটাকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে গেলাম। সেই ভেবে আজকের আর্টিকেল লিখতে বসা। আজকের আর্টিকেলটি একেবারে জগাখিচুরী একটি আর্টিকেল মানে কোন নির্দিষ্ট টপিক নিয়ে নয় অথবা কোন নির্দিষ্ট টপিক যারা পছন্দ করে তাদের জন্য নয়। এমনভাবে লিখছি যাতে দু একটা পয়েন্ট দেখে কেউ বলে আরে এটা তো আমার দরকার !আর তাই জগাখিচুরী আর্টিকেল লেখার প্ল্যান আসলো।
আসলে আজকের আর্টিকেলে আমি কিছু টিপস শেয়ার করবো যেগুলো আমার দৈনন্দিন অনলাইনে থাকার সময় অনেক সমস্যার সমাধান করে থাকে। আরেকটা কথা টিপসগুলো কোন অ্যাডভান্সড টাইপের লোকদের নাও কাজে লাগতে পারে। আর আসলে এটা আমি সাধারনদের জন্য করেছি, অ্যাডভান্সড জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য নয়। সুতরাং আর্টিকেলটি তাদের বোরিং লাগতে পারে। তাই অ্যাডভান্সড টাইপের কেউ থাকলে আর্টিকেলটা পুরোটা না পড়ে এখনি স্কিপ করতে পারেন।
কথা না বাড়িয়ে এবার আসি আর্টিকেলের মূল পয়েন্টে –
১। অনেকেই ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারে না বলে আফসোস করে। কারন ইউটিউব থেকে সরাসরি কোন ভিডিও ডাউনলোড করে দেখার ব্যবস্থা নেই। এই কঠোরতা ইউটিউব খুব সতর্কতার সাথে মেনে চলছে। তাহলে উপায়!
সেটির জন্য আপনারা http://keepvid.com/ এই টুলটা ব্যবহার করতে পারেন। নীচের চিত্রগুলো দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে ব্যবহার করতে হয়।
ধরুন আমি পানিওয়ালা ড্যান্স ভিডিওটা ডাউনলোড করবো।
এখন ঐ ভিডিওটার উপর রাইট ক্লিক করলে একটা ছোট উইন্ডো দেখা যাবে যেখানে Copy video URL ডায়ালগটা দেখা যাবে।
এরপর সেই অপশনটা সিলেক্ট করে সোজা চলে যাবো keepvid.com এ। এরপর সেখানে যে খালি বক্সটা দেখা যাচ্ছে সেখানে লিঙ্কটা CTRL+V দিয়ে পেস্ট করে “DOWNLOAD” লিখাটাতে ক্লিক করুন।
এরপর দেখবেন অনেকগুলো ফরমেটে ভিডিওটি ডাউনলোড করার অপশন আসবে।
এরপর পছন্দের ফরমেটে ভিডিওটি ডাউনলোড করে ফেলতে পারবেন।
২। অনলাইনে কোথাও ভাল একটা ইমেজ দেখলেন আর টপাক করে সরাসরি ডাউনলোড করে ফেললেন। এরপর ওটা ওপেন করতে গিয়ে দেখলেন চলে না কারন ইমেজটা অন্য ফরমেটে করা। এই ক্ষেত্রে কোন নির্দিষ্ট ফরমেটে ইমেজটা যদি ডাউনলোড করতে চান তবে http://image.online-convert.com/ টুলটা ব্যবহার করতে পারেন। চিত্রে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে।
ধরুন প্লে স্টোরের কোন নির্দিষ্ট অ্যাপের স্ক্রীনশট ইমেজ ডাউনলোড করতে চাচ্ছি যেটা WebP ফরমেটে করা মানে ডাউনলোড করলে ইমেজটা শো করবে না আপনার পিসিতে।
সুতরাং এটা অন্য ফরমেটে ডাউনলোড করে দেখতে হবে। এবার ঐ ইমেজের উপর রাইট ক্লিক করে Copy image URL সিলেক্ট করবো এবং সোজা চলে যাবো http://image.online-convert.com/ তে।
মনে করুন jpg ফরমেটে ডাউনলোড করবো ইমেজটা, তাই ঐ ফরমেটটা সিলেক্ট করলে একটা নতুন পেইজ দেখাবে এভাবে।
এবার খালি বাক্সে কপি করা লিঙ্কটা পেস্ট করে কোয়ালিটি সেটিংস Best quality সিলেক্ট করে Convert file এ ক্লিক করবো। ব্যাস শুরু হয়ে গেল ইমেজটা ডাউনলোডের কাজ !
৩। কোন ইংরেজী বাক্যকে ইচ্ছেমতো আপার, লোয়ার ইত্যাদি কেসে করতে চাচ্ছেন? সেই ক্ষেত্রে ম্যানুয়ালি না করে http://caseconverter.com/ দিয়ে কাজটা সারতে পারেন। চিত্রে দেখুন আমি কোন একটা লেখা কপি করে খালি বক্সে বসালাম এরপর সেটা ধরুন আপার কেস সিলেক্ট করলাম দেখুন টোটালি আপার কেস হয়ে গেল।
৪। আপনার বিজনেসের হয়তো অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এগুলো ম্যানুয়ালি ম্যানেজ করতে গিয়ে হাপিয়ে উঠেছেন। সেই ক্ষেত্রে https://buffer.com/ টুলটি ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনি ফ্রিতে ফেসবুক, টুইটার এবং গুগল প্লাসের জন্য টিউন সিডিউল করে রাখতে পারবেন। এমনকি টিউন দেওয়ার কোন কন্টেন্ট না থাকলেও এই টুলটি আপনাকে মেইলে বিভিন্ন কন্টেন্ট সাজেস্ট করবে আপনার ফেসবুক, টুইটার এবং গুগল প্লাসের ফ্যানদের নিকট শেয়ার করার জন্য। এটাকে আপনি আপনার নিজের প্রোফাইলের জন্য কাজে লাগাতে পারেন যদি এমন হয় আপনি ফেসবুকে ঘন ঘন স্ট্যাটাস দেন নিয়মিত। সো এই টুলটা ব্যবহার করে আগের থেকে স্ট্যাটাসগুলো সিডিউল করে রাখবেন। টাইমমতো টিউন করবে আপনার হয়ে এই টুলটা টিউন করে দিবে আপনার স্ট্যাটাসটি। আপনি শুধু নাকে তেল দিয়ে ঘুমাবেন। নো চিন্তা ডু ফূর্তি !
৫। টুইটারে টার্গেটেড ফলোয়ার বাড়াতে চাচ্ছেন সেটা হোক আপনার নিজের অথবা বিজনেস প্রোফাইলের জন্য। তাহলে http://tweepi.com/ ব্যবহার করে দেখতে পারেন। এটা দিয়ে আপনি যে বিষয়ের উপর কাজ করেন অথবা আপনার বিজনেস যে বিষয়ের উপর কাজ করে সেই বিষয়ের উপর কাজ করে টুইটারে অন্য কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের টুইটার ফলোয়ারদের ফলো করে ফলোয়ার বাড়াতে পারবেন। এখানে লোকেশন, ফলো করার অনুপাত, শেষ কখন অ্যাক্টিভ ছিল এইসব অপশন দেখে ফলো করতে পারবেন টুইটার প্রোফাইলগুলোকে।
৬। মাঝে মাঝে কাজের প্রয়োজনে নোটপেড ব্যবহার করা লাগে। সুতরাং পিসির নোডপ্যাড ওপেন না করে আরো দ্রুত কাজগুলো সম্পন্ন করার জন্য http://www.rapidtables.com/tools/notepad.htm টুলটি ব্যবহার করতে পারেন।
সবাইকে শুভ কামনা জানিয়ে আর্টিকেলটি এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ !
আমি আল মাহদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচালনা করছি। মাঝে মাঝে শখের বশে লেখালেখি করি বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর...
thanks for share