আপনার কি Windows 10 এ উন্নিত করা উচিত? জেনে নিন।

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। জানি সবাই ভাল। কেননা Windows 10  এখন প্রায় সবার কাছেই চলে আসছে। এই Windows 10  কম্পিউটার ব্যবহারকারীদের অভিজ্ঞতার ঝুলিতে এক নতুন মাত্রা যোগ করবে। যেহেতু Windows 10  নতুন ভার্সন সেহেতু অনেক নতুন সুবিধার সংযোজন এবং কিছু পুরনো জিনিস বিয়োজিত হবে। তাই আপনি যদি Windows 10  ব্যবহার করতে চান তাহলে এটির কিছু সুবিধা অসুবিধা সম্পর্কে জেনে নেয়া উচিত।

এখন কম্পিউটার ব্যবহারকারীদের মনে প্রশ্ন হল Windows 10 ব্যবহার করবেন কি না?

                             তাহলে চলুন জেনে নিই এর কিছু সুবিধা আর অসুবিধাঃ-

সুবিধাঃ- 🙂 

🙄 Cortana জীবন যাপনকে করে আরও সহজঃ

Windows 10 ফোন ডিভাইসগুলোতে সাফল্যের পর Cortana কে এখন Windows 10  এর মাধ্যমে কম্পিউটারে সংযোজিত করার চেষ্টা করে হয়েছে। এই Virtual assistant সফটয়্যারটি গত কয়েক বছরে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। তাই বেশির ভাগ ব্যবহারকারীগন সরাসরি তাদের কম্পিউটার থেকেই এটিতে প্রবেশ বা এটি ব্যবহার করতে চাচ্ছেন। Cortana গঠনগত  ভাবে খুবই ভাল এবং কার্যকর। প্রোগ্রাম সঞ্চালন, ক্যালেন্ডার ইভেন্ট তৈরি, নেট সার্চিং এ Cortana বেশ শক্তিশালী এবং Windows 10 এর সাথে এটি আরও শক্তিশালীরুপে প্রতীয়মান হচ্ছে যেহেতু Windows 10  পুর্বের চেয়ে আরও উন্নতভাবে আমাদের সামনে উপস্তিত হয়েছে।

🙄 সত্যিই একটি নতুন শুরুঃ

Windows 10 এর নতুন সংযোজন এই সুবিধাটি এতটা সাড়া জাগানো না হলেও বেশ কাজের। এর tweaks ফাংশনটি তৈরি করা হয়েছে storage এবং recovery সুবিধার কথা মাথায় রেখে। এর Refresh এবং Reset সুবিধাকে আরও আধুনিকতার ছোঁয়া দেয়া হয়েছে যাতে Recovery image ছাড়াই কাজ করতে পারে এবং যার ফলে system resources থেকে কোণ কিছু বাদ পড়ার সম্ভাবনা থাকে না যেগুলো কিনা OS(অপারেটিং সিস্টেরম) এর খুব প্রয়োজনীয়।

এটি hardware manufacturers দের bloatware এর মাধ্যমে restore partition pollute করা থেকে প্রতিহত করে এবং আপনি যদি clean install সুধিধা নির্বাচন করেন তবে তা একটি fresh start কে আরও সহজ করে দেয়। Tweaks Windows 10 এর এক অসাধারন সংযোজন যা ব্যবহারকারীদের আরও অধিক  আগ্রহ এনে দিবে।

 

🙄 Windows 10 হল Windows এর এর চুরান্ত ভার্সন:

Microsoft স্পষ্ট করে দিয়েছে Windows 10 এ তাদের সর্বশেষ ভার্সন। যেকোন নতুন ভার্সন আসলেই অনেকে পরামর্শ দেন কিছুদিন অপেক্ষা করার জন্য, তবে এই ভাবে আপনি বেশি দিন নষ্ট করে ফেলেন তবে আপনি অন্যদের চেয়ে পিছিয়ে পড়বেন। আপনার কম্পিউটারের multiple versions out of date হয় এবং এটি নতুন hardware বা software features সাপোর্ট করছে না সেক্ষেত্রে Microsoft  সকল ব্যবহারকারীদের  জন্য একটি even playing field এর সুবিধা দিচ্ছে যাতে আপনি ফ্রী তে Windows 10 আপডেট করতে পারেন।

সেদিক থেকে আপনার কম্পিউটার automatically up to date থাকবে যেহেতু microsoft always on internet connection সুবিধাকে কাজে লাগিয়ে একটি ধারাবাহিক schedule  দেয়ার চিন্তা করেছে আপডেট দেয়ার জন্য। আর তাই মনে হচ্ছে out date PC এর দিন বুঝি শেষ হয়ে এল যার সুত্রপাত ঘটবে Windows 10 এ upgrade করার মাধ্যমে।

 

🙄 ব্যপক বিসৃত Windows Ecosystem সুবিধা সম্পন্নঃ

Windows 10 এ upgrade করতে আপনি পিসি তে বসে যে ধরনের সবিধা ভোগ করবেন সেই একই সুবিধা ফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইসেও পাবেন। Windows 10  এই ডিভাইসগুলোর মধ্যে এক যোগসুত্র তৈরি করে। ধরুন আপনি আপনার ট্যাবলেটে spreadsheet এর কাজ চালিয়ে যেতে চাইলেন কিন্তু এই document টি আপনার অফিসের পিসি এর exel এ সেট করা আছে। সেক্ষেত্রে Windows 10  এ নতুন ধরনের অফিস এপ্লিকেশন যুক্ত করা হয়েছে যা বিশেষভাবে touch screen interfaces এর জন্য তৈরি। এর মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার ট্যাবলেটে সে কাজ করতে পারবেন। আবার ধরুন আপনি অনলাইনে আরও কয়েকটা rounds of Halo খেলতে চাইছেন কিন্তু আপনার TV টি ব্যস্ত, সবাই সিরিয়াল দেখছে, সেক্ষেত্রে আপনি xbox app ব্যবহার করে gameplay stream করতে পারবেন সরাসরি আপনার পিসির xbox display থেকে।এভাবে সব ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে Windows 10  আমাদের কাজের ধারাকে আরও সহজ করে তুলবে।

 

অসুবিধাঃ- 🙁

😯 Updates এর ক্ষেত্রে কম নিয়ন্ত্রিত:

অনেক কম্পিউটার ব্যবহারকারীরাই windows update দেয়ার বেলায় কিছুটা ভয় পান। আর Windows 10 এর update এর বেলায় ধারাবাহিক schedule আরও ভয় পাইয়ে দিচ্ছে। তবে অনেকে এটা নিয়ে চিন্তা করতে বারন করেছেন।

 

😯 কিছু পরিচিত Features এর অনুপস্থিতি:

Windows 10 এ upgrade করার পর কিছু পরিচিত feature এর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। আর সেটি অনেকের জন্য কিছুটা বিরক্তিকর এর কারন। কারন আমরা অনেক দিন কোন কাজ করলে সেটার প্রতি অভ্যস্ত হয়ে যাই, হঠাৎ তার অনুপস্থিতি কিছুটা ঝামেলায় ফেলে দিতে পারে।

Windows 7 এর Desktop gadets টি বাদ পরে যাবে এবং ক্ল্যাসিক গেইম যেমন solitaire এবং minewspaper এর মত গেইম এ Windows Store হতে এর versions replaced করতে হবে।

 

 

😯 Media Center নেই:

Windows 8 এর মত Windows 10 এ ও media center support করবে না, এমনকি upgrade করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে uninstall করে দিবে। no-frills DVD হওয়ায় অনেকেই এটি পছন্দ করতেন। তাই microsoft এটির replacement দেয়া পর্যন্ত VLC একটি ভাল পরিবর্তক।

 

 

Windows 10 এর মাধ্যমে Microsoft শুধু তাদের OS এর নতুন ভার্সনকেই পরিচিত করছে না তারা গঠনগত ভাবেও Windows এর পুরো কাজের ধারাকে বদলে দিয়েছে। বিভিন্ন ডিভাইস গুলোর মধ্যে ধারাবাহিক কাজের ধারা Windows 10 ব্যবহারকারী কম্পানীদের জন্য এক নতুন দিগন্তের সৃষ্টি। তাছাড়া Cortana এর সুবিধা  তো রয়েছেই। অন্যদিকে upgradation এর ফলে কিছু পরিচিত ফিচারের পরিবর্তন। তাই Windows 10 এ upgradation নির্ভর করবে upgradation এর ফলে আপনার কম্পিউটাতে যে পরিবর্তন তা আপনার কম্পিউটার ব্যবহারকে খুব সহজ করবে না হয়তো। এজন্য সিদ্ধান্ত নির্ভর করবে কিভাবে আপনি কম্পিউটার ব্যবহার করতে চান এবং Windows 10 এর এই পরিবর্তন ধারার সাথে আপনি কেমন মানিয়ে নিতে পারবেন তার উপর।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি মোঃ হায়দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

অনেক ধন্যবাদ

Cortana নিয়ে একটু বিস্তারিত জানালে এই অধমের বিশেষ উপকার হয় । বিশেষ করে এর কাজ এবং ব্যবহার পদ্ধতি

এখনো দেখিনি

চমৎকার