একটি অ্যান্ড্রোয়েড অ্যাপস দিয়ে ফেসবুক ব্যবহার করুন তিনটি ভিন্ন স্টাইলে

সবাইকে আমার সালাম
এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

আমরা যখন মোবাইলে কোন ব্রাউজার
দিয়ে ফেসবুকে ব্যবহার
করি তখন ফেসবুক
সয়ংক্রিয় ভাবে মোবাইল
সাইটে কনভার্ট হয়ে যায়।

আমরা চাইলেই
মোবাইলে ডেস্কটপ
এর মতো ফেসবুক পেজ
দেখতে পাইনা।p
আবার অনেকেই এখন ফেসবুক
জিরো বা ফ্রি ফেসবুকের
পাগল (আমি নিজেও একজন)
কিন্তু
ওপেরা ছাড়া বাকি ব্রাউজার গুলো জিরো ফেসবুকের ফিচারটি দেয়
কিনা সন্দেহ আছে। যাহোক, এখন যদি এমন একটা অ্যাপস থাকতো যার সাহায্যে আমরা ফেসবুক
ব্রাউজিংয়ের
তিনটি পদ্ধতিতেই আমাদের
মোবাইলে ফেসবুক ব্রাউজ
করতে পারবো তাহলে কেমন হতো?

আপনাদের কথা ভেবেই আজ আমি নিয়ে আসলাম ফেসবুক ব্রাউজিংয়ের ম্যাজিকেল অ্যাপস। যার
সাহায্যে অনায়াসেই
আপনি মোবাইলে পাবেন
ডেস্কটপের স্বাদ।
তবে আর দেরী কেন চলুন
জেনে নেই কী আছে এতে?
Versions of Facebook: 3 in 1

এক নজরে জেনে নিন এক
আছে এতে।

◉ ডেস্কটপ ভার্সন ফেসবুক।
হুবহু ডেস্কটপ
ভার্সনটি কোন প্রকার
পরিবর্তন ছাড়ায় ব্যবহার
করতে পারবেন।
◉ মোবাইল ভার্সন।
মোবাইলই যদি ব্যবহার
করেন তাহলে মোবাইল
ভার্সন কী দরকার?
তারপরও এখানে মোবাইল
ভার্সনটি ব্যবহার করতে পারবেন।
◉ যদি আপনার ফোনে কোন
ব্যালান্স
না থাকে তাহলে আপনার
রয়েছে ফ্রি ভার্সন। কোন
প্রকার চার্জ ছাড়ায়
আপনি এই অ্যাপস এর মাধ্যমে ফেসবুক
ব্যবহার করতে পারবেন।

%%%%% Click to download %%%%

size 1.2 mb

ব্রাউজারে ফেসবুকে দেখতে কেমন
লাগে এটা আমরা সকলেই
জানি। একারনে অহেতুক
স্ক্রিন শট
দিয়ে টিউনটি বড় করলাম
না।
টিউনটি বুঝতে যদি কোন
সমস্যা হয়
তাহলে টিউমেন্টের
মাধ্যমে জানাবেন।
আপনাদের যেকোন মতামত
আমাকে সংশোধিত
হতে এবং আরো ভালো মানের
টিউন করতে উৎসাহিত
করবে।
সবার সর্বাঙ্গিন মঙ্গল
কামনা করে আজ এখানেই
শেষ করছি।
দেখা হবে আগামী টিউনে।

আমি মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক ভাবে ব্যাবহার করে জীবনের অর্ধেক ফুরিয়ে ফেললাম, তিন ভাবে………… একটু মজা করলাম

আপনার লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ