কিভাবে একটি ক্রিয়েটিভ এবং ইন্টারেস্টিং Article লিখবেন! (5 টিপস্)

প্রিয় টিটি কম্যুনিটি,

সবাই ভালো আছেন আশা করি

এটা আমার প্রথম টিউন টেকটিউনস-এ। আপনাদের সার্বিক সহযোগিতা চাইছি যাতে ভালো কিছু উপহার দিতে পারি। 🙂

আজকে Article Writing বিষয়ে 5 টি টিপস্ শেয়ার করতে চাই, যেগুলো আপনাদেরকে 'Creative & Interesting' আর্টিকল্ লিখতে সাহায্য করবে।

ইন্টারনেট এর ভিত্তি মূলত এই 'Article' বা 'Content', বিশেষ করে যারা ব্লগিং করেন, তাদের জন্য এটা অত্যধিক প্রয়োজনীয় একটি বিষয়। এটি কোনো সাইট/ ব্লগের সবচেয়ে ইম্পরট্যান্ট ফ্যাক্টর, আর রিডার্স'দের ইন্টারেস্ট ধরে রাখার জন্য মানসম্মত আর্টিকল্ লিখা অত্যাবশ্যক।

ভূমিকা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে লিখতে হবে এমন 'Creative, Interesting & Standard' আর্টিকল্-

 

1. অনন্য লিখন- Go Unique

সবচেয়ে ইমপরট্যান্ট হচ্ছে 'Unique' বা অনন্য লেখা। যে বিষয় নিয়েই লিখুন না কেন, তা ইউনিক হতে হবে, যাতে রিডার'রা আকর্ষিত হয়। মনে রাখবেন, ইউনিক আর্টিকল্ সবসময় এবং সবক্ষেত্রে প্রশংসিত।

আপনার কন্টেন্ট কোনোভাবেই অন্য কারোর কপি/সেইম হবে না, এটাই অনন্য লিখনের মূল ব্যাপার। এক্ষেত্রে আপনার টপিকটা নিজের মত করে প্রেজেন্ট করতে পারেন। (আর English কোন আর্টিকল্ অনুবাদ করার মধ্যেও ক্রিয়েটিভিটি রয়েছে, যা আপনাকে যথাযথ ভাবে উপস্থাপন করতে শেখাবে)

 

2. রিলেটেড ফটো, চার্ট বা ভিডিও ব্যবহার- Using Related Media

আরেকটি ফ্যাক্টর হচ্ছে আপনার কন্টেন্ট-এ মিডিয়া ফাইল যুক্ত করা। আপনার আর্টিকল্ রিলেটেড কোন ছবি, ভিডিও সংগ্রহ করে জায়গামতো বসিয়ে দিতে হবে। আর সাংখ্যিক তথ্যবহূল আর্টিকল্-এ 'চার্ট' এর ব্যবহার করা উচিত, যাতে কন্টেন্ট টিকে আরো স্পেশ্যাল এবং ক্রিয়েটিভ করে তোলা যায়।

এখানে আরেকটি টিপ হচ্ছে, যদি বাহিরের কোন সোর্স থেকে ফটো নেন, তাহলে ফটোর সাথে ক্রেডিট লিঙ্ক দিতে পারেন, যা আপনার আর্টিকল্- এর অনন্যতা বজায় রাখবে। (না দিলেও কোন সমস্যা নেই)

 

3. ট্রেন্ডিং টপিক- Go with Trends

আপনি যদি ব্লগিং করে থাকেন তাহলে এই টিপ টি খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে কোন আর্টিকল্ লিখার পূর্বে ভালোভাবে রিসার্চ করে দেখতে হবে আপনার টপিক/ niche সম্পর্কিত ট্রেন্ডিং বা জনপ্রিয় কিছু বিষয়। যেমন, আপনি যদি Movie সম্পর্কিত ব্লগিং করে থাকেন, তাহলে সমসাময়িক জনপ্রিয় মুভি রিসার্চ করতে হবে। এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার আর্টিকল্-কে ক্রিয়েটিভ করে তুলবে।

সুতরাং, সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিকস নিয়ে লিখতে। এটা আপনার কন্টেন্ট-কেও ট্রেন্ডিং করে তুলতে পারে, যদি আপনি সঠিকভাবে টপিকটি তুলে ধরতে পারেন !

 

4 . লিখুন ন্যাচ্যারালি- Give A Human Touch

এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যা আমাকে শেয়ার করতেই হবে...। তা হলো, আমি অনেক রাইটার দেখেছি যারা 'Robotic' স্টাইলে লিখে থাকেন যেন 'এটা থেকে ওটা', ব্যাস, আর কিছু নয়। আর রিডার হিসেবে আমি এটা কখনোই পছন্দ করবো না।

যদি আপনি

a) ক্রিয়েটিভ আর্টিকল্ লিখতে এবং

b) বিখ্যাত/ মানসম্মত আর্টিকল্ রাইটার হতে চান,

তাহলে আপনাকে নাচ্যারাল ভাবে লিখন শিখতে হবে। এটা অত্যাবশ্যক, কেননা বিখ্যাত লেখকমাত্রের বৈশিষ্টই হলো 'মনের মাধুরী মিশিয়ে লিখা'।

আপনাকে এমনভাবে লিখতে হবে যেন আপনি সরাসরি রিডারের সাথে কথা বলছেন...আর এটা রিডার'দের আরো ইন্টারেস্টেড করে ফেলবে। এভাবে আপনাকে আর্টিকল্-এ 'Human Touch' বা মানবিক ছোঁয়া আনতে হবে এবং রিডার-দেরকে 'Comfortable' ফিল করাতে হবে।

এটা তখন-ই সম্ভব হবে যখন আপনি মন-প্রাণ ঢেলে দিয়ে লিখতে থাকবেন... আর এইটাই ন্যাচারাল আর্টিকল্-এর মূলমন্ত্র !

 

5. রি-চেকিং - Recheck Before Publishing

সর্বশেষ যে টিপটি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, তা হলো- Rechecking Before Publication.

সবাই লেখার মাঝে কিছু না কিছু ভুল করে থাকে, আর এটাকে এড়াতে আপনাকে কন্টেন্ট টি পাবলিশ করার আগে পুনরায় চেক করে নিতে হবে।
ক্রিয়েটিভ আর্টিকল্ লিখলেন, ভালো, তবে আপনার সৃজনশীলতা যদি ভুলে ভরা থাকে তাহলে তা রিডার-দের ইমপ্রেসড না করে বরং কনফিউজড করে দিবে। 🙁

সুতরাং, পাবলিশিং-এর পূর্বে আপনার লেখা সবসময় রিভাইস করে নিবেন, যা আপনার লেখাকে ফ্রেশ, সুন্দর এবং ক্রিয়েটিভ, ইন্টারেস্টিং করে তোলার জন্য আরেকটি ইমপরট্যান্ট বিষয়...। 🙂

Rechecking- 5 Tips to Write A Creative & Interesting Article-TechTunes

 

এইটুকুই ...আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু টিপস্, আশা করি আপনাদের কাজে লাগবে...।

কোন প্রশ্ন থাকলে টিউমেন্টে জানাবেন। আমি এবং টিটি সদস্যরা যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার।

🙂

টেকটিউনস-এ প্রতিদিন আসাটা আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে, যা প্রতিনিয়ত আমাকে নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছে। যার জন্য আমি টেকটিউনস কম্যুনিটির প্রতি চিরকৃতজ্ঞ। আর টিটি পরিবারের একজন সদস্য হতে পেরেও আমি গর্বিত।

 

আমি এখানে জুনিয়র ও নতুন, তাই যারা বড় ভাই-বোন রয়েছেন তারা আমার ভুল-ভ্রান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে সহযোগিতা করবেন... আর সামনে আমার S.S.C এক্সাম, দোয়া করবেন যেন ভালো ফলাফল করতে পারি,। (দোয়া করবেন কিন্তু!!!)

🙂

দেখা হবে পরবর্তী টিউনে, ভালো থাকবেন...

 

Level 0

আমি মেহেদী হাসান শিহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice tune, Go forward. Wanting more from you….

বহুত কাজে লাগবে, সুন্দর টিউনের জন্য আপনাকে দিলাম বিশাল একটা ধন্যবাদ।

    আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউমেন্টের জন্য!!! @আব্দুল্লাহ আল মামুন

thanx……….