করবেন নাকি NOKIA GAMES গুলোকে হাতের মুঠোয় বন্দি??? নিয়ে নিন CHEAT CODE!!! (part.2-BOUNCE BALL)

NOKIA-র জনপ্রিয় GAME গুলোর মধ্যে আরেকটি হচ্ছে BOUNCE BALL. এই গেমে বেশ কিছু cheat code রয়েছে যার মাধ্যমে BOUNCE BALL হয়ে যাবে মোয়া!!! আসলে চিট কোড ছাড়া BOUNCE BALL game over করা সত্যিই কষ্টসাধ্য। আপনাদের সেই কষ্টকে মিনিমাইয করে দিতে BOUNCE BALL এর কিছু চিট কোড নিচে দিলাম।


১। BOUNCE BALL এর সবচেয়ে বড় সমস্যাটি হল বলটি পিন বা শত্রুর সংস্পরশে আসলেই ফেটে যায়। যার ফলে আপনি হারিয়ে বসেন আপনার মূল্যবান life টি। আর এ হতে রক্ষা পাবার জন্য just type করুন 787898। এবার আপনি হাজারো চেষ্টা করেও বলটিকে ফাটাতে পারবেন না!

২। আপনি যদি একই লেভেলে খেলতে খেলতে বিরক্ত হয়ে পড়েন, সেজন্যও আছে চিট কোড। just type করুন 7878991। দেখবেন আপনার লেভেলটি ১ স্টেজ পিছিয়ে পড়েছে। এবার শুধু ১ টিপে যান। এবারোও তাই ঘটবে। মনে করুন, আপনি লেভেল ১ এ আছেন। এবার 7878991 type করুন। দেখবেন আপনি এখন লেভেল ১১ তে। এবার শুধু ১ টিপুন। দেখবেন আপনি এখন লেভেল ১০ এ চলে গিয়েছেন।
এভাবে আপনি ইচ্ছেমত যেকোন লেভেলে খেলতে পারবেন!

৩। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেভেলগুলোতে রিং এতটাই উপরে থাকে যে লাফ দিয়ে সেগুলো ধরা যায় না। বিশেষ করে লেভেল ১১ তে এই সমস্যা প্রকটভাবে দেখা দেয়। তাহলে উপায় কি? খুবই সহজ। just type করুন 787899#।দেখবেন যে আপনার বলটি উপরের দিকে ভেসে উঠছে। ব্যাস, এবার আপনি আপনার কাজগুলো ১৩-১৪ সেকেন্ডের মধ্যে সেরে ফেলুন, কারন বলটি আবার নেমে আসবে। পরে প্রয়োজনে আবার # টিপে বলটিকে ভাসাতে পারবেন আপনি। (একটা কথা না বললেই নয়। এই কোডটি আমি শিখেছি আমার তিন বছর বয়সী ভাগ্নি অবনি’র কাছ থেকে! সেই আমাকে শিখিয়েছে কিভাবে বলটিকে ভাসানো যায়। আমি সত্যিই একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, she is one of the most talented child in the world!!! থাক, আমি আর কিছু না বললেই ভাল। কারন ওর সম্পরকে বলা শুরু পুরো একটা টিউনস লিখতে হবে। তবে এতা জানিয়ে রাখি, ওর আম্মু নিজের মোবাইলকে যতটুকু জানে, তারচেয়েও ৫ গুন বেশী জানে অবনি, যদিও মোবাইলের কোন লেখা পড়ার বয়সই হয়নি ওর। অর জন্য আপনারা সবাই দোয়া করবেন।)

৪। ট্রিকস আরেকটি আছে যার মাধ্যমে আপনি ৯৯৯৯৯৯০ পর্যন্ত পয়েন্ট স্কোর করতে পারবেন!!! কি অবাক হচ্ছেন? খুবই সহজ। just type করুন 7878995। দেখবেন যে, আপনার লেভেল ১ বেড়ে গেছে এবং সেই সাথে বোনাস হিসেবে পাবেন ৫০০ পয়েন্ট! এবার শুধু ৫ টিপে যান। দেখবেন প্রতিবারে লেভেল ১ এবং পয়েন্ট ৫০০ করে বাড়বে। কিন্তু সমস্যা একটা রয়েছে। আর তা হচ্ছে, আপনি যখন লেভেল ১১তে থাকবেন তখন ৫ টিপলে খেলা শেষ হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে এত লাখ লাখ পয়েন্ট কিভাবে করবেন? উত্তরটি সোজা। তাই উত্তরটি আমি দিচ্ছি না। আপনারাই বের করুন। আসলে আগে বলেই এসেছি। কেউ না পারলে পরে নাহয় কমেন্টসে উত্তরটি দিয়ে দিব।

তো??? বস তো হয়েই গেলেন। এখন চালিয়ে যান আপনার মত করে!!!

ভালো থাকবেন এবং ভালো রাখবেন।[:-)]

Level 0

আমি মহাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

What do U think why R we in the world! Just 4 born, then leading a happiness & grief mixing life, then die? Or there's something else !!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই গেম খেলার খুবই শখ ছিল।জার ফাইল কি কোথাও পাওয়া যাবে। আল্লাহর রহমতে চালিয়ে যান।

    আশা করছি আপনার শখটি পুরণ হয়েছে।

7878991 চেপে কয়েক স্টেজ পিছাতে হবে। তারপর 7878995। তাহলে মনে হয় ৯৯৯৯৯৯০ পয়েন্ট স্কোর করতে পারব। তাই না?

VAGNIR jonne DOA roilo!!

দারুন তো !! অনেক ভাল টিউন

Level 0

ধন্যবাদ!