NOKIA-র সকল GAME গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় GAMEটি হচ্ছে Snake Xenzia।সহজবোধ্য এই গেইমটি খুব সহজেই নোকিয়া ব্যবহারকারিদের মন জয় করে নিয়েছে।কিন্তু এই গেমসের একটি প্রধান সমস্যা হল বিভিন্ন মুডে এই গেমটি খেলতে হয়। যখন কেউ classic খেলে তখন খেলতে খেলতে সাপটি এতোটাই বড় হয়ে যায় যে নাড়ানোই মুশকিল হয়ে পড়ে।আবার গেমটি যখন campaign মুডে খেলা হয় তখন bar এর কারনে stage পার করা কঠিন হয়ে পড়ে।ফলশ্রুতিতে high score করাই কঠিন হয়ে পড়ে। তাই আমি আজকে এমন কিছু কোড দিচ্ছি যার মাধ্যমে খুব সহজেই আপনি অনেক point স্কোর করতে পারবেন।আর এজন্য আপনাকে নিচের কাজগুলো করতে হবে।
১।প্রথমে SNAKE XENZIA select করুন।
২।Game type এ গিয়ে campaign select করুন।
৩।New Game শুরু করুন।
৪।এবার গেমটি quite করে continue করে রাখুন।
৫।আবার Game type এ গিয়ে campaign select করুন।
৬।এরপর পুরো গেম হতেই বেরিয়ে যান।
৭।আবারো SNAKE XENZIA select করুন।
৮। continue select করুন।
৯।দেখতে পাবেন যে, campaign মুডে যেসব বার থাকে তা নেই।তার মানে campaign মুডে খেলেও আপনি পাচ্ছেন classic এর সুবিধা।
১০। stageটি পার করুন এবং পরবর্তী stage এ একই কাজ করে যান।আর করে নিন ইচ্ছেমত high score!!!
আমি মহাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
What do U think why R we in the world! Just 4 born, then leading a happiness & grief mixing life, then die? Or there's something else !!!!!
JOTIL trics!!