সিকিউরিটি সেন্টারের বিরক্তিকর মেসেজ (Your computer might be at risk) হতে চির মুক্তি!!!

undefinedundefinedundefinedundefinedundefined
undefinedundefined

undefined

আসসালামু আলাইকুম, সকল টিউনার ও ভিজিটর আপনারা নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহতে ভালই আছেন। প্রযুক্তি প্রেমীদের একটা চরম নেশা থাকে আর তাহা হল প্রযুক্তি সম্পর্কে কিছু জানা এবং কি জানান। আর এই পিপাসা মেটাতে টেকটিউনের সর্বাধিক প্রচেষ্টা রয়েছে । একই সাথে সাথে টিউনার ও ভিজিটরা টিউন/কমেন্ট করার মাধ্যমে কোন কিছু না পাওয়ার আশায় তারা নিজেকে বিলিয়ে দেয়। মোট কথা হল এখানে সবাই আন্তরিক। এই আন্তরিকতা প্রকাশকদের নাম বলে শেষ করা অসম্ভব।

যাইহোক আজ আমি যে বিষয়টি উপস্থাপন করব তাহা হল এক্সপির একটা বিরক্তিকর মেসেজ সম্পর্কে । মেসেজটি হল Your computer might be at risk


এই মেসেজটি কারো কাছেই ভাল লাগে না। এই মেসেজটি হল উইন্ডোজের সিকিউরিটি সেন্টারের মেসেজ। এই মেসেজটি দুটি কারনে দেখায়। ক) এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করা না হলে, খ) অটোআপডেট বন্ধ করে দিলে।

প্রথমত আপনি যথন অপারেটিং সিস্টেম এক্সপি সেটআপ দেন তখন এন্টিভাইরাস সেটআপ করে অথবা না করে উইন্ডোজ সিকিউরিটি সেন্টার হতে I have an antivirus program that I`ll monitor myself. এ টিক চিহ্ন দিয়ে ঐ বিরক্তিকর মেসেজটি দুর করেন। কিন্তু আপনি যখন উইন্ডোজের অটোআপডেট বন্ধ করে দেন সাথে সাথে সেই মেসেজটি হাজির । কিছুতেই দুর করা সম্ভব হচ্ছেনা। কি বিরক্তিকর মেসেজ !!! শুধু টেনশন আর টেনশন। এইবার আর টেনশন করবেননা । এ্যাকশন নেওয়ার জন্য হাজির হলাম নোটিফিকেশন কিলার সাথে নিয়ে। এটি নিচের লিংক হতে ডাউনলোড করুন।


ডাউনলোড শেষে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করে ইয়েজ করুন। আর প্রশান্তিতে বিরক্তিকর মেসেজবিহীন আপনার প্রিয় অপারেটিং সিস্টেম এক্সপি চালান।

এই টিউন নিচের সাইটে প্রকাশিত---------

টাই কি ক্রসের প্রতীক? এটা কি খ্রীস্টানদের লেবেল? মুসলিমরা কি টাই পড়তে পারবে?-------- আসুন এই সকল প্রশ্নের জবাব ডা. জাকির নায়েকের লেকচার হতে জেনে নেই।


Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks ভাই বাচালেন।

এই কাজ আরেকভাবে করা যায়। control panel -> windows security center -> change the way security center alerts me এখান থেকে। এই security center ই একটি সিকিউরিটি হোল। তাই এটি বন্ধ করে রাখায় ভাল।

Level 0

ধন্যবাদ রুহুল ভাই অনেক দিন পর আপনাকে পেলাম ।

ধন্যবাদ রুহুল ভাই টিউনের জন্য, আমিও কিছু শেয়ার করে গেলাম।

এই মেজেসটা দুর করতে কোন রেজিস্ট্রি কি লাগবে না, কিছুই ডাউনলোড করতে হবে না। নিচে দেখুন

আপনার ২নং ছবিটা আছে না? এইযে দেখে নিন -> http://dnc.techtunes.io/tDrive/tuner/rf/36855/02.jpg
ওটার বাম পাশে দেখুন একটা লাইন আছে এমন “change the way security center alerts me” এখানে ক্লিক করে ৩টা অপশন এর টিক মার্ক উঠিয়ে দিন। হয়ে যাবে।
আটোমেটিক আপডেট ও ফায়ারওয়াল অফ করে দিন। বাসসসসসসসসসসসসস হয়ে গেলো
ভালো থাকুন ধন্যবাদ

ধন্যবাদ রুহুল ভাই

ধন্যবাদ শেয়ার করার জন্য ভাল টিপস।