পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হয় না? পেনড্রাইভ এর স্পেস কম দেখায়? জেনে নিন এর সহজ সমাধান।

মাঝে মাঝে কিছু ভাইরাসের কারনে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হয় না অথবা পেনড্রাইভের স্পেস অনেকটা ব‍্যবহারের অযোগ‍্য হয়ে যায়। যাকে মেমোরির ভাষায় আনএলোকেটেড স্পেস বলা হয়। এই অানএলোকেটেড স্পেস সাধারনভাবে ফরমেট করা যায় না বলে একে কোন কাজে লাগানো যায় না। কম্পিউটারে ডস মোডের মাধ‍্যমে সহজেই এই আনএলোকেটেড স্পেসকে ফরমেট করে ব‍্যাবহার উপযোগী করা যায়। যেসকল পেনড্রাইভ বা মেমোরি সাধারনভাবে ফরমেট করা যায় না তাও এ উপায়ে ফরমেট করা যায়।

তো চলুন শুরু করিঃ
১। প্রথমে কম্পিউটার চালু করে পেনড্রাইভ বা মেমোরি কার্ড কম্পিউটারে কানেক্ট করে start+run এ যেতে হবে এবং সেখানে cmd লিখে এন্টার চাপতে হবে।
২। ডস মোডে কমান্ড প্রম্পট চালু হবে।
৩। এখানে diskpart লিখে এন্টার চাপতে হবে।
৪। list disk লিখে এন্টার চাপতে হবে।
৫। এখন একটা লিষ্টে পেনড্রাইভ সহ যে মেমোরি ড্রাইভগুলো কম্পিউটারে কানেক্ট করা আছে সেগুলো দেখাবে
৬। select disk 1 লিখে এন্টার চাপতে হবে। (কম্পিউটারে শুধু হার্ডডিস্ক ও পেনড্রাইভ লাগানো থাকলে disk 1 এ পেনড্রাইভ থাকে।)
(আরো ড্রাইভ লাগানো থাকলে disk 2 বা disk 3 হতে পারে। তখন select disk 2 বা select disk 3 লিখে এন্টার চাপতে হবে)
৭। clean লিখে এন্টার চাপতে হবে।
৮। creat partition primary লিখে এন্টার চাপতে হবে।
৯। exit লিখে এন্টার চাপতে হবে।
এখন দেখবেন আপনার পেনড্রাইভের সম্পূর্ণ স্পেস ব‍্যবহারের উপযোগী। যে পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হত না তা এখন আগের মত ফরমেট দিন। অবশ‍্যই ফরমেট নিবে।

টিউনটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভূলবেন না। আপনাদের অনুপ্রেরনা থাকলে ভবিষ‍্যতে আরো ভালো টিউন উপহার দিতে পারব আশা করি।

আমার টিউনগুলো মোবাইলে লেখা। তাই তেমন সাজানোর সুযোগ পাই না। সেদিক দিয়ে আপনাদের সহানুভূতি চাচ্ছি।

কোন সমস‍্যা হলে জানাতে পারেন আমার ফেসবুক প্রোফাইলে

Level 2

আমি তোফায়েল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হচ্ছেনা ভাই।

Clean করার সময় দেখায় the divise is not ready কিন্তু আমার মেমরি ডিভাইস ত ঠিক ই কানেক্ট থাকে তখন , আমার দুই টা মেমরি কার্ড ফরমেট নিচ্ছে না আশা করি কিছ একটা সমাধান দিবেন

    আপনার মেমোরি কার্ড কম্পিউটারে পাচ্ছে না। কার্ড রিডার দিয়ে যদি কানেক্ট করে থাকেন তবে কার্ড রিডার চেঞ্জ করে দেখতে পারেন। তারপরও যদি না পায় তবে অন‍্য ইউএসবি পোর্টে লাগিয়ে দেখেন।

পেনড্রাইভ বুটেবল করার সঠিক পদ্ধতি অবলম্বন না করলেও অনেক সময় পেনড্রাইভ আর কাজ করে না। তখন এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

কোনোই কাজ করছে না ভাই, কি করবো?

Clean dile ai lekha ase
“The request could not be performed because of an I/O device error”

Ki korbo??

    Causes of an IO Device Error
    I/O error issues might occur for any of the following
    reasons:
    Windows is trying to use a transfer mode that the
    hardware device cannot use.
    The hardware device that you are trying to access is
    damaged or defective.
    The hardware drivers are damaged or incompatible.
    There is a connection problem, such as a bad cable.
    The disk that you are trying to access is
    dirty or damaged.

    It may be hardware prob.

আমি যে প্রসেসটার কথা বলছি তা শুধু পেনড্রাইভে সফটওয়ারগত বা আনএলোকেটেড স্পেস এর জন‍্য প্রযোজ‍্য। হার্ডওয়ার সমস‍্যা এই প্রসেসে ঠিক হবে না।

শুধু কি পেনড্রাইভ এ কাজ করবে…নাকি মেমোরিকার্ডে ও কাজ হবে???

ভাই আমার দুইটি পেনড্রাইভ। উপরোক্ত পদ্ধতির মাধ্যমে আমার ভাল পেনড্রাইভ ফরম্যাট দিয়েছা। এখন ল্যাপটপে পেনড্রাইভ Show করছে কিন্তু Open হচ্ছে না।লিখা দেখাচ্ছে Please Insert a Removal Dick (F). Please ভাই এখন আমি কি করব?