পেনড্রাইভ বুটেবল না করে কম্পিউটারে উইন্ডোজ দিন

 

সম্মানিত এডমিন,ব্লগার,তরুণ যুবুক,কচি কাঁচা স্নেহময় ছোট ভাই,বড় ভাই, আরো অন্যান্য ভাইয়েরা সবাইকে আসসালামুআলাইকুম। আশা করি প্রিয় ভাইয়েরা আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ্‌র রহমতে ভালো আছি।আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই টিউন। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার প্রথম টিউন।
আজ আমি দেখাব কিভাবে পেনড্রাইভ বুটেবল না করে কম্পিউটারে উইন্ডোজ ইন্সটল করা যায়।

যারা নেটবুক বা নোটবুক ব‍্যাবহার করেন তারা তো উইন্ডোজ নিয়ে বিশাল ঝামেলায় পড়েন। আমরা এই সবগুলো সমস‍্যার সমাধান করতে পারি মাত্র একটি কাজ করেই। পেনড্রাইভ বুটেবল করে নিয়ে।কিন্তু পেনড্রাইভ বুটেবল না করেও উইন্ডোজ ইন্সটল করা যায়।

কথা না বাড়িয়ে শুরু করি।

যা যা লাগবেঃ
১। পেনড্রাইভ (৮ জিবি হলেই চলবে)


২। একটা চালু কম্পিউটার
৩। আপনার চাহিদামত একটা উইন্ডোজ সিডি ( উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট, টেন, ভিস্তা)
তো আমরা শুরু করি
১। প্রথমে পেনড্রাইভটি ফরমেট অপশন এ ক্লিক করুন।

২। এবার পেনড্রাইভটি NTFS সিস্টেম এ ফরমেট করুন।
৩। অতঃপর উইন্ডোজের সিডিটি পেনড্রাইভে কপি করুন।

এখন এই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দেয়া যাবে যেকোন কম্পিউটারে।
বিঃদ্রঃ সিডির কপিটি সরাসরি পেনড্রাইভে কপি করতে হবে। কোন ফোল্ডারের ভিতর কপি করলে হবে না।
এটা আমার প্রথম টিউন। অনেকেই বলেন আমি গুছিয়ে লিখতে পারিনা।আমার নিজেরও তাই ধারণা। তারপরও যতটা পেরেছি গুছিয়ে লিখার চেষ্টা করেছি। ভূল হলে ক্ষমাপ্রার্থী।

** এই ধরনের টিউন আগেও প্রকাশিত হতে পারে। সেজন্য দুঃখিত **

আর কোন সমস‍্যা হলে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমি  https://www.facebook.com/kpi.bappy

Level 0

আমি আব্দুল্লাহ বিন আমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে নিজে বলা টা ঠিক হবে না। তাই বললাম না।। :P :P :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে কি সত্যিই কাজ করে…

Ami evabe onek age thekei use kori. But thanks for the post.

জানতাম না তো । আমি বুটেবল করেই দিতাম । আগে কেউ পোষ্ট করে নাই কেন ?

Level 0

এটা যদি সত্যিই কাজ করে তাহলে…

পুরানো পদ্ধতি , এর আগে এই নিয়ে টিউন হয়েছে।

কাজ হলে অনেক ভালো একটি পোস্ট।

আচ্ছা এই পদ্ধতিতে উইন্ডেজ দিলে কি পিসি ভাইরাস মুক্ত হবে?
ধন্যবাদ।

iso ফাইল কাজ করবে নিহ। লিনাক্স সিডি নাই আই এস ও ফাইল কাজ হবেহ নিহ……।

এই ভাবে কি আসলেই কাজ হয় প্লিজ কেউ জানাবেন দয়া করে, আগে ট্রাই করেছি কিন্তু হয় নি।

    কাজ না হলে টিউনটা করতাম না #সোহেল_সাইবার ভাই। আমি নিজে এই পদ্ধতিতে উইন্ডোজ দেই। ধন্যবাদ 🙂

Level 2

Kaj korar kotha na. Confused!!!
Lets try.

Level 2

Apni ki Running Windows a pen drive insert kore windows install korar kotha bolsen or direct bios theke.

এভাবে উইন্ডোজ দিলে পরে কম্পিউটার স্লো হয়ে যায় 🙂