কোড শেয়ার করার বিশেষ পদ্ধতি।

আমরা যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপিং করি বা অন্যোন্য প্রোগ্রামিং করি তাদের জন্য অনেক সময় কোড শেয়ার করা জরুরী হয়ে পড়ে।

যেমন ধরুন,

  • আপনি আপনার কোনও শিক্ষকের কাছে অনলাইনে কোড দেখাবেন।
  • আপনি কোনও ক্লাইন্ট এর কাছে তার সাইট এ  কিছু কোড যোগ করার জন্য কোড দিবেন।
  • আপনি কোড এর ত্রুটি ধরার জন্য কোনও বড় ভাইয়ের সাহায্য চাওয়ার সময় কোড দেখাবেন।

আপনি যে কোনও ভাবেই আপনার কোড শেয়ার করতে পারেন কিন্তু কোড শেয়ারিং সাইট ছাড়া অন্য সব ভাবেই কোড গুলো খুব এলোমেলো আর বাজে দেখাবে। তাই আজ একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে সাইট ফ্রী তে খুব সহজেই আপনার কোড অন্যদের সাথে শেয়ার করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন।

সাইট এর নামঃ pastebin.com

ব্রাউজার এ এই সাইট টি তে ঢুকুন। ঢুকলে নিচের মত হোম পেজ পাবেন।

homepagepastbin

হোম পেজে সাইন আপ ও সাইন ইন অপশন রয়েছে। আপনি নতুন হয়ে থাকলে আপনাকে সাইন আপ এ ক্লিক করে রেজিস্টার করতে হবে। আপনি চাইলে আপনার ফেসবুক, টুইটার বা গুগল প্লাস প্রোফাইল দিয়েও সাইন ইন করতে পারেন।

 

যে কোনও এক ভাবে সাইন ইন করুন। সাইন ইন করলে নিচের মত হেডার এ "create new paste" অপশন পাবেন। এখানে ক্লিক করুন।

পেস্ট বিন

 

ক্লিক করলে নিচের ছবির মত অংশ পাবেন। স্ক্রীন শট টি ভাল ভাবে লক্ষ্য করুন। সব ক্লিয়ার হয়ে যাবে। সব লিখে দিয়েছি।

হোমপেজ

 

তবুও আরেকটু বলি।

  • "Paste Expiration" এ লেখা আছে Never,১০ মিনিট, ১ ঘণ্টা, ১ দিন, ১ সপ্তাহ, ২ সপ্তাহ ও ১ মাস। আপনি যদি চান আপনার কোডটুকু নির্দিষ্ট সময় পর অটো ডিলিট হয়ে যাক তাহলে ১০ মিনিট, ১ ঘণ্টা, ১ দিন, ১ সপ্তাহ, ২ সপ্তাহ ও ১ মাস এর মধ্যে যে কোনও একটি সিলেক্ট করুন। আর যদি চান এটি কখনই ডিলিট না হোক তাহলে "Never" এ ক্লিক করুন।
  • "Paste Exposure" এ লেখা আছে "Public" ও "Private"। আপনি যদি এই কোডটি কারো সাথে শেয়ার করতে না চান তাহলে "Private" এ ক্লিক করুন। পেস্টবিন সাইটটি সামাজিক সাইটের মতই, সামাজিক সাইটে পারসোনাল ছবি ও স্ট্যাটাস শেয়ার করা হয় আর এখানে কোড শেয়ার করা হয়। তাই "Public" ও "Private" সেকশন করা হয়েছে।
  • "Paste Name / Title: " এ আপনি আপনার ইচ্ছে মত টাইটেল দিন যেটি ঐ কোড রিলেটেড হবে।
  • "Submit" এ ক্লিক করে কোড সাবমিট করুন।

সাবমিটে ক্লিক করার পর অ্যাড্রেস বারে যে লিঙ্ক টি থাকবে সেটিই আপনার ঐ কোডের লিঙ্ক। আপনি কারো সাথে শেয়ার করতে চাইলে জাস্ট লিঙ্ক টি তাকে দিবেন। আর কখনও আপনাকে কোড কপি করে এসএমএস দিতে হবে না শুধু লিঙ্ক টি দিলেই হবে।আপনি এভাবে কোড কপি করেও রাখতে পারেন যা আপনার ভবিষ্যতে কাজে আসবে।

 

পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি রিপন শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস