নিজেই করুন আপনার পেনড্রাইভের সুরক্ষা

পেনড্রাইভে ভাইরাসের উপস্থিতি টের পেলে অনেকেই আতংকিত হয়ে পড়েন। তবে কিছু বিষয় খেয়াল রাখলে আপনি নিজেই পেনড্রাইভের সুরক্ষা করতে পারেন, যেমন_

১. পেনড্রাইভ কখনোই সরাসরি Open করে খুলবেন না, My computer এ গিয়ে Address Bar থেকে
Drive Leter লিখে পেনড্রাইভ খুলবেন (যেমন L হলে L:)। এতে পেনড্রাইভে ভাইরাস থাকলেও তা পিসিতে ছড়ানোর সম্ভাবনা কমে যায়।

২. Tools/ Folder Options এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিকচিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোন সন্দেহজনক হিডেন এক্সিকিউটেবল (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন।

৩. পেনড্রাইভ সাধারণত autorun.inf ভাইরাসে বেশি আক্রান্ত হয়। এ ভাইরাসটিকে এড়াতে আগে থেকে পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। তাহলে এর জায়গায় autorun.inf ভাইরাসটি নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না। কারণ ফাইল কখনও ফোল্ডারকে অভার রাইট করতে পারে না।

৪. সবশেষে পেনড্রাইভ প্রপারলি বন্ধ না করে টান দিয়ে খোলা থেকে বিরত থাকুন।

এগুলো আমাদের প্রায় সবারই জানা কিন্তু বাস্তবে কি আমরা এগুলো আদৌ মেনে চলি???

Level 0

আমি আত্মভোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই, তবে একটা কথা ছিলো। autorun.inf ভাইরাসটা হলো একটা ফাইল তাই না? আপনে বললেন autorun.inf নামের একটা ফোল্ডার খুলতে। আপনে বললেন যে ফাইল কখনো ফোল্ডার কে ওভার রাইট করতে পারবে না। তাহলে এখন শুনুন, আপনে যদি autorun.inf নামের ফোল্ডার খুলুন তাহলে autorun.inf নামের ভাইরাসটি কেনো ওভার রাইট করতে যাবে? সে তো autorun.inf নামেই থাকবে, কারন একটা ড্রাইভে একি নামের ১টা ফোল্ডার ও থাকতে পারে ১টা ফাইল ও থাকতে পারে। তাই না> আমি কি ভুল বললাম কিছু?
তাহলে কি করতে হবে? autorun.inf নামের একটা ফাইল খুলতে হবে তাই না? তবে নরমাল ফাইল হলে ভাইরাসটি ওভার রাইট করে ফেলবে তাই আমাদের একটা ০ বাইটের ফাইল বানাতে হবে। আপনে অনুমতি দিলে বলতে পারি কিভাবে ০ বাইটের ফাইল পাওয়া যাবে।
ধন্যবাদ

    আপনি আপনার কম্পিউটারের প্রতিটি ড্রাইভে এমনকি আপনি যে পেনড্রাইভ ব্যবহার করেন সে পেনড্রাইভেও একটা ফোল্ডার তৈরি করেন যার নাম দেন Autorun.inf

    আপনার যে যে ড্রাইভে Autorun.inf ফোল্ডার বানানো থাকবে। সে ড্রাইভ Autorun.inf ভাইরাস থেকে মুক্ত থাকবে। কারণ একই ড্রাইভে একই নামে একটি ফাইল ও একটি ফোল্ডার থাকতে পারে না।

    যেহেতু Autorun.inf ভাইরাস হলো একটি ফাইল। আর ফাইল কখনও আপনার বাননো ফোল্ডারকে অভাররাইট করতে পারবেনা। সেহেতু আশা করা যায় আপনি অন্তত এই ভাইরাসের আক্রান্ত থেকে মুক্ত থাকতে পারবেন।

পুদিনা ভাই ০বাইটের ফাইল বানিয়ে ঐ ফোল্ডারে কি রাখতে হবে? আর ০ বাইটের ফাইল কি ভাবে বানাবো। একটূ শেয়ার করুন।

Launch the “command prompt” from start \ all programs \ accessories

create 0 byte file :
http://groups.google.com/group/alt.msdos.batch/browse_thread/thread/c14975438fb6b2ab

delete o byte file :
http://www.aade.com/XPhint/zero%20byte.htm

ভাল তথ্য…..

autorun.inf নামের ফোল্ডার টি বানিয়ে এর মধে
autorun.inf নামের ফোল্ডার টি বানিয়ে এর মধ্যে কি রাখতে হবে ?

ভাল টিপস ধন্যবাদ শেয়ার করার জন্য।

অনেক কিছুই আমরা যানি কিন্তু মেনে চলি না। তবে কেউ স্বরণ করিয়ে দিলে কিছুক্ষণের জন্য হলেও মেনে চলতে ইচ্ছে জাগে। ধন্যবাদ আপনাকে।

Level 0

অনেক ভালো লাগলো আপনার টিউন টি পড়ে আমি autorun.inf নামে একটি folder খুলতে গিয়ে দেখি there is already a file with the same name as the folder you specified. তার মানে …